সাজেক উপত্যকা কোথায় অবস্থিত ?
A খাগড়াছড়ি
B বান্দরবান
C রাঙ্গামাটি
D কক্সবাজার
Solution
Correct Answer: Option C
• রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র ।
• এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
• রাঙ্গামাটির অনেকটা অংশ এখান থেকে দেখা যায় বলে সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয় ।