২০২১ সালে অনুষ্ঠিত জার্মানির সংসদ নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন পেয়েছে ?
A সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
B দ্য লেফট পার্টি
C অলটারনেটিভ ফর জার্মানি
D দ্য গ্রীনস
Solution
Correct Answer: Option A
দীর্ঘদিন জার্মানির ক্ষমতায় থাকা আঙ্গেলা মেরকেলের দলকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনে জয়ী হয় মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ।মোট ৭৩০ টি আসনের লাশেটের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পায় দ্বিতীয় সর্বোচ্চ ১৯৪ টি আসন ।