'কবির চেতনায় সাদা পাখির 'পা সবুজ ' ও নখ তীব্র লাল ' -'সবুজ' ও 'লাল' কোন তাৎপর্য বহন করে?
Solution
Correct Answer: Option C
'লোক -লোকান্তর 'কবিতায় আল মাহমুদের চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব পাখিতুল্য সেই কবিসত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্নসৌধ বিরাজমান ।প্রাণের মধ্যে ,প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে তার বসবাস ।এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে,আহত করে ।তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী ।তাঁর সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী ।এ প্রত্যয় তাঁর বিচ্ছিনতাবোধের বেদনাকে প্রশমিত করে।