পালস্‌ অক্সিমিটারের কাজ কী?

A রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই

B রক্তে শর্করার মাত্রা যাচাই

C বাতাসে অক্সিজেনের মাত্রা যাচাই

D পানিতে অক্সিজেনের মাত্রা যাচাই

Solution

Correct Answer: Option A

পালস্‌ অক্সিমিটার একটি হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র ।ক্ষুদ্র এই যন্ত্রটি আঙুলের মাথায় লাগিয়ে রক্তে অক্সিজেনের পরিমাণ জানা যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions