কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয় ?

A অবলেম টুরেসি

B সারাহ গিলবার্ট

C হ্যামিলটন বিনেট

D আদর পূনেওয়ালা

Solution

Correct Answer: Option B

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক এবং ভেক্সিটেকের সহ -প্রতিষ্ঠাতা সারাহ গিলবার্টের নেতৃত্বে এই টিকা আবিষ্কার করেন । আবিষ্কৃত টিকার নাম হয় -Vaxzevria/Covishield .বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত টিকা প্রয়োগের অনুমোদন দেয় ১৫ ফেব্রুয়ারি ২০২১ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions