সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মহাপরিচালক কে?
    Ans: গিলবার্ট এফ. হাউংবো
    Last Updated: 30-11-2022
  • ইরাকের নতুন প্রেসিডেন্ট কে?
    Ans: আবদুল লতিফ রাশিদ
    Last Updated: 30-11-2022
  • সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে?
    Ans: মোহাম্মদ বিন সালমান
    Last Updated: 30-11-2022
  • ২২ অক্টোবর ২০২২ ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীঁ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
    Ans: জর্জিয়া মেলোনি
    Last Updated: 30-11-2022
  • ৩০ সেপ্টেম্বর ২০২২ কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
    Ans: বুরকিনা ফাসো
    Last Updated: 30-11-2022
  • ৩০ সেপ্টেম্বর ২০২২ কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
    Ans: বুরকিনা ফাসো
    Last Updated: 30-11-2022
  • রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুর নাম-
    Ans: কাৰ্চ সেতু
    Last Updated: 30-11-2022
  • ৯৫তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে কোন চলচ্চিত্রটি?
    Ans: হাওয়া
    Last Updated: 30-11-2022
  • দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয় করে?
    Ans: ১০ অক্টোবর ২০২২
    Last Updated: 30-11-2022
  • দেশের প্রথম ৬ লেনের সেতুর নাম কী?
    Ans: মধুমতি সেতু
    Last Updated: 30-11-2022
  • বাংলাদেশ কততম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে?
    Ans: ১১৬তম
    Last Updated: 30-11-2022
  • বাংলাদেশ কবে WIPO'র মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে?
    Ans: ২৬ সেপ্টেম্বর ২০২২
    Last Updated: 30-11-2022
  • ৫ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়-
    Ans: রোনালদো
    Last Updated: 24-11-2022
  • কাতার বিশ্বকাপের মাস্কটের নাম-
    Ans: 'লা ইব' (La'eeb)। আরবি ভাষার 'লা ইব' শব্দের অর্থ - অত্যন্ত দক্ষ খেলোয়ার।
    Last Updated: 22-11-2022
  • জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার–২০২২’ বৈশ্বিক প্রতিবেদনে:
    Ans: স্বাদুপানির মাছ উৎপাদনে এবারও বাংলাদেশ তৃতীয় স্থান ধরে রেখেছে। আর চাষের মাছে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। চাষের মাছের উৎপাদনে ছয় বছর ধরে পঞ্চম অবস্থানে ছিল।
    Last Updated: 22-11-2022
  • ‘অসমাপ্ত আত্মজীবনী' ত্রিপুরা ভাষায়-
    Ans: ‘অসমাপ্ত আত্মজীবনী' ত্রিপুরা ভাষায় ত্রিপুরা ভাষায় (ককবরক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী যুবরাজ দেববর্মা। দেববর্মার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরাপল্লিতে। তিনি ‘ককবরক’ বইটির নাম দিয়েছেন ‘পাইথাকয়া লাংমা'; এর অর্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’। ভূমিকা, টীকা ইত্যাদিসহ ৩০৩ পৃষ্ঠার পুরোটাই অনুবাদ করেছেন যুবরাজ। শব্দ হয়েছে প্রায় এক লাখ। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট বইটি প্রকাশের প্রাথমিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তৃতীয় বৃহত্তম জাতি হলো ত্রিপুরা। তাদের মাতৃভাষা ‘ককবরক' অর্থ মানুষের ভাষা আর ব্যবহারিক অর্থ ত্রিপুরাদের ভাষা।
    Last Updated: 22-11-2022
  • বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কানেকটিভিটি।
    Ans: ভারতে আসামের নয়া ধুবড়ি থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু। এটিই হতে যাচ্ছে ভারতের দীর্ঘতম সেতু। এ সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়ন করছে জাপানি উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সেতুটি নির্মিত হলে বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে ভুটানে পণ্য ও যাত্রী পরিবহন বাড়বে। অন্যদিকে মেঘালয়ের তুরা থেকে ডালু পর্যন্ত হাইওয়ে নির্মাণের কাজ চলছে এবং মেঘালয়ের শিলং থেকে ডাউকি পর্যন্ত বিদ্যমান হাইওয়েকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হচ্ছে। মূলত বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের কানেকটিভিটি তৈরিতেই মহাসড়ক দুটির উন্নয়নকাজ চলছে। দুটি প্রকল্পেই অর্থায়ন করছে জাইকা। এ ছাড়া আসামের শ্রীরামপুর থেকে ধুবড়ি পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে চলমান নির্মাণ ও উন্নয়নকাজও হচ্ছে জাইকার অর্থায়নে। এ প্রকল্পগুলোও মূলত আসাম ও মেঘালয়ের সঙ্গে বাংলাদেশ, ভুটান ও নেপালের কানেকটিভিটি তৈরির উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।
    Last Updated: 19-11-2022
  • বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই।
    Ans: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌল্লাহর উপস্থিতিতে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এগুলো হচ্ছে বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারক, নাবিকদের সনদ স্বীকৃতিসংক্রান্ত সমঝোতা স্মারক এবং দুই দেশের মধ্যে গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক। ১৫ থেকে ১৭ অক্টোবর ২০২২ বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌল্লাহ।
    Last Updated: 19-11-2022
  • আন্তর্জাতিক সৌরজোটের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ
    Ans: ভারতের রাজধানী দিল্লিতে ২০২২ সালের ১৮ অক্টোবর আন্তর্জাতিক সৌরজোটের (আইএসএ) পঞ্চম সমাবেশে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ সহসভাপতি নির্বাচিত হয়েছে। এ জোটে সভাপতি নির্বাচিত হয়েছে ভারত এবং সহসভাপতি নির্বাচিত হয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক সৌরজোট ১০০ ও চুক্তিবদ্ধ দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। কার্বনমুক্ত ভবিষ্যতের জন্য সৌরশক্তিই একটি সুস্থায়ী পথ, তা প্রচার-প্রসারের লক্ষ্যে কাজ করার পাশাপাশি সৌরশক্তির সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার স্বার্থে বিভিন্ন দেশের সরকারগুলোর সঙ্গে সহযোগিতা রক্ষা করে সংগঠনটি।
    Last Updated: 19-11-2022
  • সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ-
    Ans: ২০২২ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ও ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি পেয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ। এ অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়া অন্য তিনটি নির্বাচিত সদস্য হলো মালদ্বীপ (প্রাপ্ত ভোট ১৫৪), ভিয়েতনাম (প্রাপ্ত ভোট ১৪৫) ও কিরগিজস্তান (প্রাপ্ত ভোট ১২৬)। এ অঞ্চলে বাংলাদেশসহ মোট সাতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিদ্বন্দ্বী অন্য দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইন। উল্লেখ্য, ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে দুই মেয়াদে (২০১৫ থেকে ২০২১ পর্যন্ত) সদস্য ছিল বাংলাদেশ।
    Last Updated: 19-11-2022
  • দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদের উদ্দেশে যুক্তরাষ্ট্রর মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে-
    Ans: আর্টেমিস–১ । এটি যাত্রীবিহীন অভিযান। এর মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করা।
    Last Updated: 16-11-2022
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিং অ্যাপ এর নাম-
    Ans: বিনিময়।
    Last Updated: 12-11-2022
  • ২০২২ সালের ‘শাখারভ পুরস্কার’ লাভ করে কে?
    Ans: ইউক্রেনের জনগণ।
    Last Updated: 12-11-2022
  • প্রথম ফরাসি নারী লেখক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে?
    Ans: অ্যানি আরনো; তিনি সাহিত্যে নোবেল জয়ী ১৭তম নারী ।
    Last Updated: 12-11-2022
  • অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
    Ans: ক্যারোলিন আর, বার্তোজ্জি।
    Last Updated: 12-11-2022
  • ২০২২ সালের নোবেলজয়ী সোয়ান্তে প্যাবোর বাবা সুনে বার্গস্ট্রোম করে নোবেল পুরস্কার লাভ করেন?
    Ans: ১৯৮২ সালে চিকিৎসাবিজ্ঞানে।
    Last Updated: 12-11-2022
  • ২০২২ সালের কিডস রাইটস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ১০২তম।
    Last Updated: 12-11-2022
  • ২০২২ সালের কিডস রাইটস সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
    Ans: শাদ।
    Last Updated: 12-11-2022
  • ২০২২ সালের কিডস রাইটস সূচকে শীর্ষ দেশ কোনটি?
    Ans: আইসল্যান্ড।
    Last Updated: 12-11-2022
  • জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ দূত কে?
    Ans: সিওবান মোল্লালী।
    Last Updated: 12-11-2022
Showing 3001 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events