সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার 'এমি এওয়ার্ড' লাভ করেন-
    Ans: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
    Last Updated: 30-10-2022
  • ভারতের বিমানবাহী প্রথম রণতরীর নাম -
    Ans: INS Vikrant
    Last Updated: 30-10-2022
  • কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ-
    Ans: আগস্ট ২০২২ বাংলাদেশ কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের নির্বাহী কমিটি (ExCo) এবং অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয় । উভয় কমিটিতে প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের সদস্য সাইদা মুনা তাসনিম। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য ExCo এবং ২০২২-২৩ মেয়াদের জন্য কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়। কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি ৮টি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়। এ কমিটি কমনওয়েলথের নতুন এবং অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে থাকে।
    Last Updated: 30-10-2022
  • প্রবাস বন্ধু কল সেন্টারের হটলাইন-
    Ans: ১৬১৩৫
    Last Updated: 30-10-2022
  • ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র -
    Ans: ব্যারিস্টার আবুল হাসনাত।
    Last Updated: 30-10-2022
  • সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচিত্র -
    Ans: রাসেলের জন্য অপেক্ষা। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচিত্রটি পরিচালনা করেন নূর-ই আলম।
    Last Updated: 30-10-2022
  • ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত-
    Ans: বান্দরবানের নাইক্ষ্যছড়িতে।
    Last Updated: 30-10-2022
  • সাধারণ জনগণের অংশগ্রহণমূলক সরকার ও শাসন ব্যবস্থা নিশ্চিত করতে জনগন সরকার সম্পৃক্ততা বা সেতু বন্ধন তৈরির সরকারি প্ল্যাটফর্ম -
    Ans: “জনতার সরকার”
    Last Updated: 30-10-2022
  • জাতীয় অধ্যাপক হিসবে নিয়োগে দিয়েছে সরকার -
    Ans: ডা. এম কিউ কে তালুকদারকে
    Last Updated: 30-10-2022
  • আইএমএফ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্বাভাস অনুসারেঃ
    Ans: - ২০২২ এর শেষে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭ দশমিক ২ শতাংশ
    - ২০২৩ এর শেষে প্রবৃদ্ধির হার কমে দাঁড়াবে ৬ শতাংশ।
    - ২০২৪ এর শেষে তা কিছুটা বেড়ে দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ।

    Last Updated: 29-10-2022
  • ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের 'আইনের শাসনের সূচক -২০২২' এ বাংলাদেশের অবাস্থান-
    Ans: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের ‘রুল অব ল ইনডেক্সে’ ১৪০ দেশের মধ্যে ১২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। এবারের তালিকায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ।
    Last Updated: 27-10-2022
  • যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২–এ বাংলাদেশের পয়েন্ট:
    Ans: ৭৯
    Last Updated: 27-10-2022
  • NTERPA এর ১১তম সম্মেলন-
    Ans: ১২-১৪ সেপ্টেম্বর ২০২২। ঢাকা, বাংলাদেশ।
    প্রতিপাদ্য : Digitalization of Policing
    অংশগ্রহণ : ৩৯টি দেশ।
    এবারের সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA'র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

    INTERPA : বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত International Association of Police Academies। সদস্য ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি।
    সদর দপ্তর আঙ্কারা, তুরস্ক।
    প্রতিষ্ঠা ২ জুলাই ২০১১।

    Last Updated: 20-10-2022
  • International Atomic Energy Agency (IAEA) ৬৬তম সাধারণ সভা-
    Ans: ২৬-৩০ সেপ্টেম্বর ২০২২, ভিয়েনা, অস্ট্রিয়া ।
    Last Updated: 20-10-2022
  • Eastern Economic Forum EEF ৭ম বৈঠক-
    Ans: ৫-৮ সেপ্টেম্বর ২০২২, ভ্লাদিভস্তক, রাশিয়া।
    Last Updated: 20-10-2022
  • United Nations General Assembly (UNGA) এর ৭৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়-
    Ans: ১৩ সেপ্টেম্বর ২০২২, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
    Last Updated: 20-10-2022
  • বাংলাদেশ পুলিশের নতুন পুলিশ মহাপরিদর্শক (IGP) -
    Ans: চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। ২২ সেপ্টেম্বর ২০২২ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর ২০২২ তিনি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)- এর স্থলাভিষিক্ত হন। তার জন্ম ১২ জানুয়ারি ১৯৬৪ সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। ১৫ এপ্রিল –২০২০ তিনি RAB'র মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
    Last Updated: 20-10-2022
  • বুরুন্ডির নতুন প্রধানমন্ত্রী -
    Ans: জারভেইস নাদিরাকুবুচা; দায়িত্ব গ্রহণ ৭ সেপ্টেম্বর ২০২২।
    Last Updated: 20-10-2022
  • সেনেগালের নতুন প্রধানমন্ত্রী-
    Ans: আমাদৌ বা; দায়িত্ব গ্রহণ ১৭ সেপ্টেম্বর ২০২২।
    Last Updated: 20-10-2022
  • ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (IUMS) এর নতুন চেয়ারপারসন-
    Ans: ড.হাবিব সালিম সাক্কাফ আল জাফরি (ইন্দোনেশিয়া); নির্বাচিত হন ১০ সেপ্টেম্বর ২০২২।
    Last Updated: 20-10-2022
  • আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ নতুন প্রতিনিধি-
    Ans: কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ; নিয়োগ ২ সেপ্টেম্বর ২০২২।
    Last Updated: 20-10-2022
  • RTGS'র পূর্ণরূপ কী?
    Ans: Real Time Gross Settlement
    Last Updated: 20-10-2022
  • বর্তমানে ইতালির আইন সভার মোট সদস্য কত?
    Ans: ৬০০;
    নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৪০০ ও
    উচ্চকক্ষ ২০০ (পূর্বে ছিল ৯৪৫; নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ৬৩০ ও উচ্চকক্ষ ৩১৫)।

    Last Updated: 20-10-2022
  • জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান কে?
    Ans: লুইস লিবেরিও কারিলহো।
    Last Updated: 20-10-2022
  • জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার কে?
    Ans: ভলকার তুর্ক (অস্ট্রিয়া)।
    Last Updated: 20-10-2022
  • যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ৫ নভেম্বর ২০২৪।
    Last Updated: 20-10-2022
  • 'গ্লাস্তনস্ত' (Glasnost) ও ‘পেরেস্ত্রোইকা’ (Perestroika) নীতির প্রবর্তক কে?
    Ans: মিখাইল গর্বাচেভ।
    Last Updated: 20-10-2022
  • সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা কে?
    Ans: মিখাইল গর্বাচেভ।
    Last Updated: 20-10-2022
  • বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনা টিকা আবিষ্কার করে?
    Ans: চীন
    Last Updated: 20-10-2022
  • যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কী?
    Ans: কুইন কনসর্ট।
    Last Updated: 20-10-2022
Showing 3061 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events