সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • 'ডার্ট' মহাকাশযান কি?
    Ans: ইচ্ছাকৃত ভাবে কোন গ্রহানুকে আঘাত করার জন্য নাসার মহাকাশযান। ২৭ আগস্ট ২০২২ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডার্ট নামে একটি মহাকাশযান আকাশে একটি গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে। ডার্ট মহাকাশযানটি ডাইমরফোস নামে ১৬০ মিটার চওড়া পাথরখণ্ডকে ধাক্কা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত এর ক্যামেরা থেকে প্রতি সেকেন্ডে একটি করে ছবি পাঠায়।
    Last Updated: 27-09-2022
  • সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা-
    Ans: প্রতিবেদন প্রকাশ কালঃ ১৩ জুন ২০২২ 
    প্রতিবেদন অনুসারেঃ
    মোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।

    পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা:
    - রাশিয়া (৫,৯৭৭),
    - যুক্তরাষ্ট্র (৫,৪২৮),
    - চীন (৩৫০),
    - ফ্রান্স (২৯০),
    - যুক্তরাজ্য (২২৫),
    - পাকিস্তান (৬৫) ইত্যাদি।

    Last Updated: 24-09-2022
  • এশিয়া কাপের ১৫তম আসর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন-
    Ans: সাকিব আল হাসান।
    Last Updated: 23-09-2022
  • ২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপ কোন দল?
    Ans: বাংলাদেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে। এমন স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। এই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাবিনা খাতুন ৮টি গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
    Last Updated: 21-09-2022
  • এশিয়া কাপের ১৫তম আসর বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন-
    Ans: আফিফ হোসেন ধ্রুব।
    Last Updated: 21-09-2022
  • এশিয়া কাপ ১৫তম আসর - ২০২২ চ্যাম্পিয়ন দল-
    Ans: শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী হয়। রানার্সআপ হয়- পাকিস্তান।
    ১৯৮৪ সালে মরুর দেশটিতেই উদ্বোধনী আসরের পর্দা উঠেছিল। ১৯৮৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত গেল ১৪ আসরের মধ্যে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে তারা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শিরোপাজয়ী শ্রীলঙ্কা। এ ছাড়া দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান। 

    Last Updated: 21-09-2022
  • রাশিয়া থেকে কয়লা আমদান বন্ধ করল ইউরোপীয় ইউনিয়ন-
    Ans: রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করল ইইউ। ৮ আগস্ট ২০২২ থেকে ইইউ এ সিদ্ধান্ত পূর্ণ কার্যকর করেছে। ইইউর ভাষ্যমতে, নিষেধাজ্ঞা রাশিয়াকে কঠোরভাবে আঘাত করবে। কারণ, ইইউভুক্ত দেশগুলো রাশিয়ার সবচেয়ে বড় কয়লা-বাণিজ্যের অংশীদার। ফলে দেশটিতে বছরে প্রায় চার বিলিয়ন ইউরো রাজস্ব ক্ষতি হবে। প্রসঙ্গত, ইইউ তার কয়লা আমদানির প্রায় ৪৫ শতাংশ রাশিয়ার ওপর নির্ভর করে। জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস—এই তিন দেশ রাশিয়ার কয়লার সবচেয়ে বড় ক্রেতা।
    Last Updated: 20-09-2022
  • রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কোন দেশের পার্লামেন্টে বিল পাশ হয়?
    Ans: লাটিভিয়ার পার্লামেন্ট
    Last Updated: 20-09-2022
  • দুর্নীতির মামলায় অং সান সু চির ছয় বছরের কারাদণ্ড হয়েছে-
    Ans: দুর্নীতির মামলায় সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ঐ দেশের জান্তা কর্তৃপক্ষ। ১৫ আগস্ট ২০২২ বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন। শান্তিতে নোবেলজয়ী সু চির বয়স এখন ৭৭ বছর। প্রসঙ্গত, দুর্নীতি, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে তাঁর মোট ১১ বছরের কারাদণ্ড হয়েছে।
    Last Updated: 18-09-2022
  • যুক্তরাষ্ট্র নতুন আফ্রিকা নীতি ঘোষণা করেন-
    Ans: ৭ আগস্ট ২০২২ সালে যুক্তরাষ্ট্রের পররাস্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় জান। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এখনো নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকা। পশ্চিমাদের আহ্বানের পরও মস্কোর নিন্দা জানায়নি দেশটি। ব্লিঙ্কেন ৮ আগস্ট ২০২২ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে বৈঠক করেন এবং যুক্তরাষ্ট্রের নতুন আফ্রিকা নীতি ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আফ্রিকার দেশগুলোকে নিজেদের স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থার প্রচার, জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তাহীনতা ও বিশ্বব্যাপী মহামারির প্রভাব মোকাবিলায় প্রযুক্তিগত ও অর্থনৈতিক ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অংশীদার বলে মন্তব্য করে।
    Last Updated: 18-09-2022
  • বাংলাদেশ এক চীন নীতিতে অটল-
    Ans: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ৩ আগস্ট ২০২২ তাইওয়ান সফর ঘিরে উত্তেজনার কারণে ‘এক চীন নীতি' বিশ্বরাজনীতিতে আবার আলোচনায় উঠে আসে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ আগস্ট ২০২২ এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘের সনদ ও সংলাপের মাধ্যমে সব পক্ষকে মতভেদ দূর করার আহ্বান জানায়। প্রসঙ্গত, ‘এক চীন’ নীতি বলতে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে চীন।
    Last Updated: 17-09-2022
  • বাংলাদেশে প্রথম হীরা শনাক্তকারী ল্যাবের যাত্রা শুরু-
    Ans: ১৩ আগস্ট ২০২২ বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক হীরা শনাক্তকারী ল্যাব সলিটায়ার জ্যামোলজিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেড (এসজিএল)। এসজিএল আন্তর্জাতিক রত্ন পরীক্ষার একটি ল্যাব। এই স্বাধীন ল্যাবটি রত্ন বিক্রেতা ও ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য রত্ন গ্রেডিং প্রাপ্তি নিশ্চয়তার জন্য বিশ্বস্ত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এসজিএল ব্রিটিশ-আমেরিকান হীরা সার্টিফিকেশন এবং প্রমাণীকরণ ল্যাবরেটরি নেটওয়ার্ক, যার সদর দপ্তর লন্ডন ও নিউইয়র্কে অবস্থিত।
    Last Updated: 17-09-2022
  • আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশ-
    Ans: অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার' পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান তুর্কমেনিস্তান ও ডি-৮-এরও দায়িত্ব পালনকারী তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানের মাধ্যমে ১ আগস্ট ২০২২ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
    Last Updated: 17-09-2022
  • দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল-
    Ans: ২৮ আগস্ট ২০২২ উদ্বোধন করা হয় দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) অধীনে ৩.৪ একর জমিতে নির্মিত হাসপাতালটি ৭৫০ শয্যা বিশিষ্ট ১১ তলা বিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। হাসপাতালটির বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার ICU । জরুরি বিভাগে রয়েছে ১০০ শয্যা, VVIP কেবিন ৬টি, VIP কেবিন ২৩টি এবং ডিল্যাক্স শয্যা রয়েছে ৩৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে রয়েছে ৮টি করে শয্যা। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে এক্স-রে, এমআরআই, সিটি-স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা । ১৩ সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
    Last Updated: 15-09-2022
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ওয়েব চেক-ইন চালু করেছে-
    Ans: ১ আগস্ট ২০২২ থেকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করে। এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী, আসন নির্বাচন এবং ডিজিটাল বোর্ডিং পাস বা কার্ড- বের করতে পারবেন। ১ জুন ২০২২ প্রথম অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করে বিমান। বিমানের ওয়েবসাইট www.biman- airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ২৪ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা আগে ওয়েব চেক-ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘণ্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে।
    Last Updated: 15-09-2022
  • মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড অবশেষে চালু-
    Ans: দেশে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হয়েছে। ২৮ জুলাই ২০২২ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রাথমিকভাবে ১৭ জেলার মোট ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৬ হাজার ৮০৩ জনকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৪ হাজার ৭৬১ জন জীবিত এবং ২২ হাজার ৪ জন মৃত মুক্তিযোদ্ধা।
    Last Updated: 14-09-2022
  • বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী'র ডাচ সংস্করণের ই-বুক উদ্বোধন-
    Ans: বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১৫ আগস্ট ২০২২ নেদারল্যান্ডসের রাজধানী হেগের হিউম্যানিটি হাবে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ডাচ ভাষার ই-ভার্সন উদ্বোধন করা হয়। প্রথম ডিজিটাল ভার্সন হিসেবে বইটির ই-ভার্সন উদ্বোধন করেন ১৯৭৩ সালে তৎকালীন ডাচ উন্নয়নমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ইয়ান প্ৰংক। প্রসঙ্গত, ২০২১ সালে 'অসমাপ্ত আত্মজীবনী'র মূল ডাচ সংস্করণটি (হার্ড কপি) উন্মুক্ত হয়। বিখ্যাত ডাচ প্রকাশনা কোম্পানি এল এম পাবলিশার্স বইটি প্রকাশ করে।
    Last Updated: 14-09-2022
  • কুয়েটে ‘বঙ্গবন্ধু চেয়ার’-
    Ans: ১০ আগস্ট ২০২২ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) 'বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. খুরশীদা বেগম। দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক। 'বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর' নিয়োগে KUET দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। এর আগে ১০ ও ১৭ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৩তম পভায় ‘বঙ্গবন্ধু চেয়ার' নীতিমালা অনুমোদন দেওয়া হয়।
    Last Updated: 14-09-2022
  • ট্রানজিটের প্রথম জাহাজ বাংলাদেশে-
    Ans: ট্রান্সশিপমেন্টের আওতায় ৮ আগস্ট ২০২২ ভারতীয় পণ্যের পরীক্ষামূলক চালান নিয়ে প্রথমবারের মতো মোংলা সমুদ্রবন্দরে এসে পৌঁছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি রিশাদ রায়হান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৫ সালের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশের ভেতর হয়ে ভারতের উত্তর- পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে পণ্য পরিবহনের বিষয়ে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। ২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ৫ অক্টোবর ২০১৯ ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এ-সংক্রান্ত পরিচালন পদ্ধতির যান (SOP) স্বাক্ষরিত হয়। ২১ জুলাই ২০২০ পরীক্ষামূলক চার কনটেইনারের একটি চালান কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। চালানটি পরে সড়কপথে ভারতের ত্রিপুরায় নেওয়া হয়, যাতে ছিল রড ও মসুর ডাল।
    Last Updated: 14-09-2022
  • গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়ে-
    Ans: ইউরোপ, ইউরোপের খরা পর্যবেক্ষণকারী সংস্থা European Drought Observatory (EDO) ২০২২ সালের আগস্টে Drought in Europe শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়ে ইউরোপ। এ বছরের শুরু থেকে ইউরোপের অনেক অঞ্চলে তীব্র খরা দেখা দেয়। আগস্টের প্রথম দিকে আরও নতুন নতুন এলাকায় খরা দেখা দেয় এবং তা ভয়াবহ রূপ ধারণ করে। এ মহাদেশের দুই-তৃতীয়াংশ অঞ্চলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সতর্কতা জারি করা হয়। পাশাপাশি অভ্যন্তরীণ জাহাজ চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বেশকিছু ফসল উৎপাদন কমে গেছে। ইউরোপ মহাদেশের ৪৭% অঞ্চল সতর্ক অবস্থার মধ্যে রয়েছে। এসব অঞ্চলের মাটির আর্দ্রতা দারুণভাবে কমে গেছে এবং শাকসবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
    Last Updated: 13-09-2022
  • বাংলাদেশে পাখি তালিকায় যুক্ত হওয়া নতুন পাখির নাম-
    Ans: 'উদয় জিরিয়া' এ পাখিটি মূলত সৈকতপাখি। এর ইংরেজি নাম Oriental Plover এবং বৈজ্ঞানিক নাম Charadrius veredus। সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা থেকে এ পাখির ছবি তুলে রেকর্ড গড়েন পাখি আলোকচিত্রী সুলতান আহমেদ। এই পাখির জন্ম চীন এবং মঙ্গোলিয়াতে।
    Last Updated: 13-09-2022
  • ২৬ জুলাই ২০২২ ICC কোন দেশের সদস্যপদ বাতিল করে?
    Ans: রাশিয়া
    Last Updated: 13-09-2022
  • ২০২৬ সালের ICC নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: ইংল্যান্ড ও ওয়েলস।
    Last Updated: 13-09-2022
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী অস্থায়ী সদস্য সংখ্যা কত?
    Ans: ১৬টি
    Last Updated: 13-09-2022
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা কত?
    Ans: ২৪টি
    Last Updated: 13-09-2022
  • কোন আদিবাসী নারী নোভোচারী হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে?
    Ans: যুক্তরাষ্ট্রের নিকোল অনাপ মান, যাত্রার তারিখঃ ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে
    Last Updated: 12-09-2022
  • তাইওয়ান নিয়ে চীন The Taiwan Question and China`s Reunification in the New Era শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে?
    Ans: ১০ আগস্ট ২০২২ সালে।
    Last Updated: 12-09-2022
  • .৪ আগস্ট ২০২২ সালে দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে কোন অরবিটার উৎক্ষেপণ করে?
    Ans: দানুরি।
    Last Updated: 12-09-2022
  • অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটরের নাম কি?
    Ans: আফগান বংশভুত ফাতিমা পায়মান।
    Last Updated: 12-09-2022
  • বাংলাদেশ কোন দেশের সাথে Comprehensive Economic Z Partnership Agreement (CEPA) সাক্ষর করতে যাচ্ছে-
    Ans: ভারত
    Last Updated: 10-09-2022
Showing 3151 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events