সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • কমনওয়েলথের বর্তমান মহাসচিবের নাম কী?
    Ans: প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, ডোমিনিকা।
    Last Updated: 05-10-2022
  • বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার কোনটি?
    Ans: জামনগর তেল শোধনাগার, গুজরাট, ভারত।
    Last Updated: 05-10-2022
  • রানি দ্বিতীয় এলিজাবেথের পুরো নাম কী?
    Ans: এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর।
    Last Updated: 05-10-2022
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
    Ans: লিজ ট্রাস।
    Last Updated: 05-10-2022
  • যুক্তরাজ্যের নতুন রাজার নাম কী?
    Ans: রাজা চার্লস।
    Last Updated: 05-10-2022
  • রাশিয়ার সাথে যুক্ত হতে লুহানস্ক ও পিপলস রিপাবলিক কবে গণভোটের আয়োজন করে?
    Ans: ২৩-২৭ সেপ্টেম্বর ২০২২।
    Last Updated: 05-10-2022
  • নোবেল পুরষ্কার ২০২২ চিকিৎসা বিজ্ঞানে পেলেন-
    Ans: সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।
    Last Updated: 04-10-2022
  • নোবেল পুরষ্কার -২০২২ পদার্থবিজ্ঞানে পলেন ৩জন-
    Ans: ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয় বলে আজ মঙ্গলবার নোবেল কমিটি জানায়।
    Last Updated: 04-10-2022
  • ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট কত তারিখে?
    Ans: ০৩ সেপ্টেম্বর, ২০২২ -এ রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ এই অনুমোদন দেয়।
    Last Updated: 04-10-2022
  • ইউক্রেনের কোন চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যে রাশিয়ায় অন্তর্ভুক্ত করেছে?
    Ans: ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া।
    Last Updated: 04-10-2022
  • দেশে বর্তমানে আন্তঃনগর ট্রেনের সংখ্যা কতটি?
    Ans: ১০৪টি।
    Last Updated: 03-10-2022
  • মীনা দিবস ২০২২ এর প্রতিপাদ্য কী?
    Ans: নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা।
    Last Updated: 03-10-2022
  • নতুন ফুল ‘ম্যান্ডেভিলা’র উদ্ভিদতাত্ত্বিক নাম কী?
    Ans: Mandevilla splendens.
    Last Updated: 03-10-2022
  • একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকারের নাম কী
    Ans: শামসুল হক টুকু
    Last Updated: 03-10-2022
  • জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম প্রশ্ন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ভাষণ দেন?
    Ans: ২৩ সেপ্টেম্বর ২০২২
    Last Updated: 03-10-2022
  • বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?
    Ans: ১১১টি। নার্সিং ইনস্টিটিউট ৩৫০টি।
    Last Updated: 03-10-2022
  • বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড লাভ করে?
    Ans: আদিম; পরিচালক যুবরাজ শামীম
    Last Updated: 03-10-2022
  • ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি হয়?
    Ans: ২০৩টি- এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৯১টির সঙ্গে। আর অনুকূলে ১১২টির সঙ্গে।
    Last Updated: 03-10-2022
  • জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?
    Ans: প্রধানমন্ত্রী
    Last Updated: 03-10-2022
  • ১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়?
    Ans: চীনা মুদ্রা ইউয়ান ।
    Last Updated: 03-10-2022
  • সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে?
    Ans: ১৫ সেপ্টেম্বর ২০২২।
    Last Updated: 03-10-2022
  • মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে?
    Ans: ১৬ ডিসেম্বর ২০২২।
    Last Updated: 03-10-2022
  • বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান?
    Ans: ৫৫টি
    Last Updated: 03-10-2022
  • দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়?
    Ans: ঢাকা বিশ্ববিদ্যালয়.
    Last Updated: 03-10-2022
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে?
    Ans: ১৯ নভেম্বর ২০২২। সমাবর্তনে প্রধান বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড.জ্যাতিরোল ।
    Last Updated: 03-10-2022
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?
    Ans: কচা নদী
    Last Updated: 03-10-2022
  • দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?
    Ans: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
    Last Updated: 03-10-2022
  • বাংলাদেশ ইন্টারপার ভাইস প্রসিডেন্ট নির্বাচিত-
    Ans: বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিসের (ইন্টারপা) ১১তম বার্ষিক সম্মেলন 'ডিজিটালাইজেশন অব পুলিশিং' প্রতিপাদ্যে ১২ সেপ্টেম্বর ২০২২ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইন্টারপা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ঢাকায় শুরু হওয়া ১১তম বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কাতারও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২২ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নেয়। ৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা এই সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করে। ইন্টারপার সদর দপ্তর তুর্কিয়ে অবস্থিত।
    Last Updated: 02-10-2022
  • বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়?
    Ans: বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে থাই ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ আগস্ট ২০২২ দেশটির চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্টাডি সেন্টার ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে গ্রন্থটির করা হয়। গ্রন্থটির থাই ভাষায় অনুবাদক দলের প্রধান চলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্টাডি সেন্টারের পরিচালক সহকারী অধ্যাপক ড. জিরায়ুধ সিন্তুফান ।
    Last Updated: 02-10-2022
  • বাংলাদেশ ও ভারতের সাথে ৭ সমঝোতা সাক্ষর সই-
    Ans: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২২ ভারতের হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলো হলো-
    ১. রহমিপুর হয়ে বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় ১৫৩ কিউসেক পানি বণ্টনে সমঝোতা স্মারক।
    ২. ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতায় সমঝোতা স্মারক।
    ৩. ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক।
    ৪. বাংলাদেশ রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
    ৫. বাংলাদেশ রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
    ৬. প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক।
    ৭. মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার মধ্যে সমঝোতা স্মারক।

    Last Updated: 02-10-2022
Showing 3121 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events