সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • প্লাস্টিকের মতো শতভাগ পাটের তৈরি পরিবেশবান্ধব সোনালী ব্যাগের উদ্ভাবক -
    Ans: বিজ্ঞানী মোবারক আহমদ খান। এছাড়াও তিনি পাটের তৈরি জুটিন নাম ঢেউটিন, পাটের তৈরি হেলমেট ও টাইল্‌স উদ্ভাবন করেছেন।
    Last Updated: 17-10-2021
  • ডলফিন রক্ষায় সরকার ঘোষিত অভয়ারণ্যের সংখ্যা-
    Ans: ৯টি
    Last Updated: 17-10-2021
  • প্রথমবারের মত দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NTCB) ৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের বই প্রকাশ করেছে-
    Ans: চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরী। এই পাঠ্যপুস্তক ২৪টি জেলায় সরবরাহ করা হয়েছে।
    Last Updated: 17-10-2021
  • ২০২০ সালে সংশোধিত "নারী ও শিশু নির্যাতন দমন আইন" অনুসারে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি -
    Ans: মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতির সম্মতিতে জারি করেছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২০) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। 
    ২০০০ সালের ৮ নম্বর আইনের ধারা ৯  সংশোধনের জন্য জারি করা অধ্যাদেশে বলা হয়, ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে’ শব্দগুলোর পরিবর্তে ‘মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।

    Last Updated: 16-10-2021
  • বর্তমানে UNICEF - এর শুভেচ্ছাদূত হলেন-
    Ans: মুশফিকুর রহিম। ৪ অক্টোবর,২০২০ সালে যোগদান করেছেন।
    Last Updated: 16-10-2021
  • বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন-
    Ans: এডভোকেট মাহবুবে আলম. দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০৯ সালের ১৩ই জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি।
    Last Updated: 16-10-2021
  • বর্তমানে দেশে সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি-
    Ans: ২৪টি
    Last Updated: 16-10-2021
  • গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনের নাম-
    Ans: বঙ্গভ্যাক্স
    Last Updated: 16-10-2021
  • বাংলাদেশে প্রথম ব্যাক্তি হিসাবে কোভিড-১৯ টিকা নিয়েছে০
    Ans: রনু বেরুনিকা কস্তা
    Last Updated: 16-10-2021
  • "সাউথ এশিয়া ফর কোভিড ফ্যাসিলেটেড ভ্যাকসিন" কি-
    Ans: ভারতকে বাদ দিয়ে চীনের প্রস্তাবিত নতুন জোট। জরুরি প্রয়োজনে যেন রাস্ট্রগুলো টিকা পায়। রাষ্ট্র গুলো হল- চীন, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, শ্রিলাঙ্কা ও পাকিস্তান
    Last Updated: 16-10-2021
  • করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসুচির নাম-
    Ans: Save Our Future
    Last Updated: 16-10-2021
  • প্রথম আধুনিক ভেন্টিলেটর আবিষ্কারক-
    Ans: ফরেস্ট বার্ড, যুক্তরাস্ট্র
    Last Updated: 16-10-2021
  • বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান-
    Ans: দ্যা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, ভারত। এটি ভারতের পুনে শহরে অবস্থিত।
    Last Updated: 16-10-2021
  • বিশ্বে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম চূড়ান্ত অনুমোদন দেয়-
    Ans: রাশিয়া।
    Last Updated: 16-10-2021
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি টকা ব্যাহহারের অনুমোদন দেয়-
    Ans: যুক্তরাস্ট্র
    Last Updated: 16-10-2021
  • বাংলাদেশে অনুমোদিত করোনা ভ্যাকসিন ৬টিঃ
    Ans: ১। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ও ভারতের সেরাম ইন্সটিটিউটের উৎপাদিত টিকা 'কোভিশিল্ড'
    ২। স্পুটনিক ভি (রাশিয়া)
    ৩ সিনোফার্ম (চীন)
    ৪। সিনোভ্যাক (চীন)
    ৫। ফাইজার-বায়োএন্টকের টিকা (যুক্তরাষ্ট্র ও জার্মানি)
    ৬। জনসন অ্যান্ড জনসনের (যুক্তরাষ্ট্র)

    Last Updated: 16-10-2021
  • দারিদ্র ও সমবৃদ্ধি অংশীদার -২০২০:ভাগ্য বিপর্যয়-
    Ans: প্রকাশকঃ বিশ্বব্যাংক। 
    প্রতিবেদনের শিরোনামঃ দারিদ্র ও সমবৃদ্ধি অংশীদার-২০২০:ভাগ্য বিপর্যয় 
    প্রকাশকালঃ ৯ নভেম্বর ২০২০ 
    প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় - 
    ১ম - ভারত 
    ২য় - নাইজেরিয়া 
    ষষ্ঠ - বাংলাদেশ

    Last Updated: 14-10-2021
  • 'অসমাপ্ত আত্তজীবনীর' ব্রেইল সংস্করণ প্রকাশ করে-
    Ans: ৭ অক্টোবর ২০২০ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৬ খন্ডে ব্রেইল সংস্করণ প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। 
    Last Updated: 13-10-2021
  • বৈশ্বিক শান্তি সূচক-২০২১ বাংলাদেশের অবস্থান-
    Ans: ৯১তম
    Hints:
    বৈশ্বিক শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম এবং এ বছর ৯১তম স্থানে। বৃহস্পতিবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই তালিকা প্রকাশ করেছে।
    পুরো বিশ্বে ছয় ধাপ উন্নতির ফলে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। গত বছরের তুলনায় ১৯ ধাপ পিছিয়ে বর্তমানে দ্বীপ রাষ্ট্রটির অবস্থান ৯৫তম স্থানে এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ।
    প্রতি বছর বিশ্বের ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। আর চলতি বছর সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়ন এই তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়েছে।
    বৈশ্বিক শান্তি সূচক-২০২১ তে সবার নিচে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১৬৩তম)। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে ভূটান এবং বিশ্বে ২২তম। দ্বিতীয় স্থানে থাকে নেপালের বৈশ্বিক অবস্থান ৮৫তম।
    Last Updated: 13-10-2021
  • শীর্ষে ধনী দেশ লুক্সেমবার্গ, বাংলাদেশ ১৪০তম-
    Ans: গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ। ম্যাগানটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

    প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।

    চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে। চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৩ হাজার ৫০৮ ডলারে।

    ফাইন্যান্স ম্যাগাজিন যেই তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮ ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।
    সোর্সঃ ইত্তেফাক


    Last Updated: 13-10-2021
  • বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি?
    Ans: ৬১টি
    Hints:

    ৫৯= কমিউনিটি পুলিশ ব্যাংক
    ৬০= বেঙ্গল ব্যাংক
    ৬১=সিটিজেন ব্যাংক

    Last Updated: 11-10-2021
  • একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নাট্যকার ড. ইনামুল হক মারা যান-
    Ans: ১১ অক্টোবর ২০২১ বেলা ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
    Last Updated: 11-10-2021
  • ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন-
    Ans: ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস
    Last Updated: 11-10-2021
  • "অকাস(AUKUS)" কি-
    Ans: ১৫ সেপ্টেম্বর ২০২১, চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
    Last Updated: 06-10-2021
  • অস্ট্রেলিয়ার সাথে বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement-TIFA) করেছেন বাংলাদেশ কখন-
    Ans: ১৫ সেপ্টেম্বর ২০২১
    Last Updated: 06-10-2021
  • সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল-
    Ans: Hycean Exoplanet
    Last Updated: 06-10-2021
  • শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে-
    Ans: মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে
    Last Updated: 06-10-2021
  • কার্বন ডাই অক্সাইড সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট 'ওরকা' চালু করেছে-
    Ans: আইসল্যান্ড
    Last Updated: 06-10-2021
  • ২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন
    Ans: যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্যুকুরো মানাবে ও জার্মানের বিজ্ঞানী ক্লাউস হেসেলমান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি।

    পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন স্যুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলমান। তাঁরা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।

    পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে, তা আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি।

    Last Updated: 06-10-2021
  • নোবেল পুরষ্কার -২০২১ চিকিৎসাশাস্ত্রে (Physiology or medicine) পেলেন-
    Ans: যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কার অবদানের জন্য
    Last Updated: 06-10-2021
Showing 3631 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events