সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বাংলাদেশ গম ও ভুট্টা গভেষণা ইনস্টিটিউট(BWMRI) ব্লাস্ট রোগ প্রতিরোধী গমের জাত উদ্ভাবন করেন-
    Ans: ডব্লিউএমআরআই গম-৩
    Last Updated: 05-10-2021
  • প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব রিপোর্ট-২০২১
    Ans: প্রকাশঃ আগস্ট ২০২১
    প্রকাশকঃ রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টার (RISSC), জর্ডান
    প্রতিবেদন শিরোনামঃ The 500 Most Influential Muslims.
    প্রতিবেদন অনুযায়ী-
    ইউমেন অব দ্যা ইয়ারঃ বিলকিস বানো, ভারত।
    ম্যান অব দ্যা ইয়ারঃ ইলহাম, তোহাতি, চীনের নির্যাতিত উইঘুরদের পক্ষে লড়াই করে যাওয়া সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক।
    শীর্ষ তিন মুসলিম ব্যক্তিত্বঃ
      ১। রিসেপ তাইয়েপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট;
      ২। সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ, সৌদি আরবের বাদশাহ।
      ৩। আয়াতুল্লাহ আলী খোমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

    Last Updated: 05-10-2021
  • ভারতের মহাকাশ গভেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation) এর দ্বিতীয় মহাকাশ কেন্দ্র তৈরি করেছে-
    Ans: তামিলনাড়ুতে।
    Last Updated: 02-10-2021
  • প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিক ইতিহাসে ব্যাক্তিগত বিভাগে ছয়টি সোনা জিতেন-
    Ans: কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র)
    Last Updated: 02-10-2021
  • ১৮ জুলাই ২০২১ -এ ICC এর ৭৮তম বার্ষিক সভায় সদস্যপদ লাভ করে-
    Ans: মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড ও তাজিকিস্তান
    Last Updated: 02-10-2021
  • আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিলের (ICC) বর্তমান সদস্য দেশ-
    Ans: ১০৬টি
    Last Updated: 02-10-2021
  • সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী-
    Ans: ফিমে নাওমি মাতা`আফা।
    Last Updated: 02-10-2021
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন-
    Ans: নরেন্দ্র মোদি।
    Last Updated: 02-10-2021
  • ২০২১ সালে আইনের শাসনে শীর্ষ দেশ-
    Ans: ডেনমার্ক
    Last Updated: 01-10-2021
  • মাথাপিছু কার্বন নিঃসরনে শীর্ষ দেশ-
    Ans: সৌদি আরব
    Last Updated: 01-10-2021
  • মাথাপিছু গ্রীনহাউস গ্যাস নিঃসরণে-
    Ans: অস্ট্রেলিয়া
    Last Updated: 01-10-2021
  • ১৩তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে-
    Ans: অক্টোবর ২০২১, মালদ্বীপ।
    Last Updated: 01-10-2021
  • ২৪তম আন্তজার্তিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে-
    Ans: মন্টিল, কানাডা।
    Last Updated: 01-10-2021
  • বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে হবে-
    Ans: ৩০ নভেম্বর - ৩ ডিসেম্বর ২০২১, জেনেভা, সুইজারল্যান্ড।
    Last Updated: 01-10-2021
  • যুক্তরাস্ট্রের নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন-
    Ans: ক্যাথি হকুল
    Last Updated: 01-10-2021
  • International Year of Glass সাল-
    Ans: ২০২২ সাল
    Last Updated: 01-10-2021
  • আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা এস-৫০০ কোন দেশের তৈরি?
    Ans: রাশিয়া
    Last Updated: 01-10-2021
  • তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে-
    Ans: ১৫ আগস্ট ২০২১
    Last Updated: 01-10-2021
  • বর্তমান মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা-
    Ans: ৩ জন
    Last Updated: 01-10-2021
  • বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর সংখ্যা-
    Ans: ২০ জন
    Last Updated: 01-10-2021
  • বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীর সংখ্যা-
    Ans: ২৬ জন
    Last Updated: 01-10-2021
  • বর্তমান মন্ত্রিসভার মোট সদস্যা সংখ্যা-
    Ans: ৪৯ জন
    Last Updated: 01-10-2021
  • বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি (টাকার অংকে)?
    Ans: তুলা
    Last Updated: 01-10-2021
  • জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক প্রস্তাব গৃহীত-
    Ans: প্রতিরোধযোগ্য অন্ধত্বের শিকার বিশ্বের ১১০ কোটি মানুষকে ২০৩০ সালের মধ্যে চক্ষু স্বাস্থ্য সেবার সুযোগ করে দেবে জাতিসংঘ। এই অঙ্গীকার নিয়েই জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো 'সবার জন্য দৃষ্টি: টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ ত্বরান্বিত করার পদক্ষেপ' শীর্ষক দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক প্রথম রেজুলেশন। ২৩ জুলাই ২০২১ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে 'ফ্রেন্ডস অব ভিশনের' পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
    Last Updated: 30-09-2021
  • নতুন ছয়টি আমন ধানের জাত উদ্ভাবন-
    Ans: দীর্ঘ ১০ বছর ধরে একাধারে চেস্টার পর খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারাম্পুর গ্রামের কৃষক অরুণা সরকার আমন ধানের ৬টি জাত উদ্ভাবন করেন-আলো ধান, লোকজ ধান, অরুনি ধান, গঙ্গা ধান, মৈত্রী ধান ও লক্ষীভোগ ধান।
    Last Updated: 30-09-2021
  • শিশুদের জলবায়ু ঝুঁকি সুচক-২০২১
    Ans: প্রকাশঃ ১৯ আগস্ট ২০২১
    প্রকাশকঃ জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)
    প্রতিবেদনের শিরোনামঃ Children`s Climate Risk Index
    সবচেয়ে ঝুঁকিপুর্ণ দেশঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
    কম ঝুঁকিপুর্ণ দেশঃ আইসল্যান্ড
    বাংলাদেশের অবস্থান: ১৫তম

    Last Updated: 30-09-2021
  • প্রাচীন মাচুপিচু স্থাপনা আরো প্রাচীন-
    Ans: লাতিন আমেরিকার দেশ পেরুর ঐতিহাসিক স্থাপনা মাচুপিচু ইনকা সভ্যতার প্রাচীন নিদর্শন। রেডিওকার্বন প্রযুক্তি ব্যাবহার করে বিজ্ঞানীরা বলেছে এটি চৌদ্দশত শতাব্দীর। এর আগে বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছিল এটি ষোড়শ শতাব্দীর।
    Last Updated: 29-09-2021
  • প্রাচীনতম মরুভূমির নাম-
    Ans: নামির মরুভূমি। যার অবস্থান অ্যাঙ্গোলার দক্ষিণাঞ্চল ও নামিবিয়ার উত্তরাঞ্চলের মধ্যবর্তী।
    Last Updated: 29-09-2021
  • মেজর ধ্যান চাঁদ খেলরত্ন কি-
    Ans: মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন) ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত। ৬ আগস্ট ২০২১ সালে এর নতুন নামকরণ করা হয় ভারতীয় হকির জাদুকর ধ্যান চাঁদ এর নামে।
    Last Updated: 29-09-2021
  • বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনাঃ ২০২১
    Ans: প্রতিবেদন শিরোনামঃ World Trade Statistical Review 2021 
    প্রকাশকঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
    ১৯৯৫ সালের ১ জানুয়ারি বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য।


    ✔ বিশ্বে রপ্তানি শীর্ষ দেশ- চীন
    ✔ আমদানিতে শীর্ষ দেশ-যুক্তরাষ্ট্র
    ✔ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ- চীন
    ✔ একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ- তৃতীয়
    ✔ একক দেশ হিসেবে তৈরি পোশাক আমদানিতে শীর্ষে- যুক্তরাষ্ট্র
    ✔ একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ- চীন
    ✔ একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষে- যুক্তরাষ্ট্র
    ✔ একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বাংলাদেশ- ষষ্ঠ
    ✔ বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান- ৪৯তম।

    Last Updated: 29-09-2021
Showing 3661 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events