সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে
    Ans: International Prize in the Field of Creative Economy
    Last Updated: 13-12-2020
  • আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন-
    Ans: নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে
    Hints:
    আইসিসির বর্তমান পূর্ণ সদস্যদেশ ১২
    সহযোগী সদস্য ৯২টি যার মধ্যে ওডিআই স্টেটাস পেয়েছে ৮টি দেশ।
    আইসিসি প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে। 
    Last Updated: 04-12-2020
  • ৫০ তম বিশ্ব অর্থনৈতিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হবে
    Ans: দাভোস,সুইজারল্যান্ড।
    Last Updated: 04-12-2020
  • ওআইসি'র নবনির্বাচিত মহাসচিব-
    Ans: চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসাইন ইসরাহিম তাহা।
    Last Updated: 04-12-2020
  • বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা প্রতিরোধী টিকার পরিবর্তিত নাম
    Ans: "বঙ্গভ্যাক্স"। পূর্বনাম - "ব্যানকোভিড"।
    Last Updated: 04-12-2020
  • নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
    Ans: নানাইয়া মাহুতা।
    Last Updated: 04-12-2020
  • বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে?
    Ans: ১৭ নভেম্বর, ২০২০
    Last Updated: 04-12-2020
  • বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
    Ans: ‘Regional Comprehensive Economic Partnership (RCEP)’ চুক্তি স্বাক্ষর - ১৫ নভেম্বর, ২০২০.
    Last Updated: 04-12-2020
  • সম্প্রতি দেশের কোথায় ‘ইন্দিরা মঞ্চ’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে?
    Ans: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
    Last Updated: 04-12-2020
  • Basic Exchange and Cooperation Agreement (BECA)’ কোন দুই দেশের মধ্যকার ভূস্থানিক সহযোগিতামূলক চুক্তি?
    Ans: যুক্তরাষ্ট্র ও ভারত। চুক্তি সম্পাদন - ২৭ অক্টোবর, ২০২০
    Last Updated: 04-12-2020
  • ফর্মুলা ওয়ানের ইতিহাসে বর্তমানে সবচেয়ে সেরা রেসার কে?
    Ans: লুইস হ্যামিল্টন।সম্প্রতি তিনি ৯২টি শিরোপা জিতে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখারকে ছাড়িয়ে গেছেন।
    Last Updated: 04-12-2020
  • পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তিতে সম্প্রতি কোন দেশ ৫০তম দেশ হিসেবে অনুমোদন করেছে?
    Ans: হন্ডুরাস
    Last Updated: 04-12-2020
  • ২০২০ সালের বর্ষপণ্য নির্বাচিত হয়েছে কোন পণ্যটি?
    Ans: লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
    Last Updated: 04-12-2020
  • দেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
    Ans: রাজশাহী
    Last Updated: 04-12-2020
  • বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে?
    Ans: খুলনা
    Last Updated: 04-12-2020
  • বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত?
    Ans: খুলনা
    Last Updated: 04-12-2020
  • প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় অবস্থিত?
    Ans: মাদারীপুরের শিবচরে।
    Last Updated: 04-12-2020
  • দেশের কোথায় রেল জাদুঘর নির্মিত হচ্ছে?
    Ans: সৈয়দপুর, নীলফামারী
    Last Updated: 04-12-2020
  • বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কতৃক উদ্ভাবিত হাঁসের নাম কি?
    Ans: BAU সাদা কালো
    Last Updated: 04-12-2020
  • কোন ব্যাথানাশক ওষুধকে সম্প্রতি সরকার মাদকদ্রব্য হিসাবে তালিকাভুক্ত করেছে?
    Ans: টাপেন্টাডল
    Last Updated: 04-12-2020
  • বিশ্বের সবচেয়ে ভাঙনপ্রবণ নদী হিসাবে নির্বাচিত হয়েছে কোনটি?
    Ans: পদ্মা
    Last Updated: 04-12-2020
  • দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক ঘাঁটি কোথায় নির্মিত হচ্ছে?
    Ans: নোয়াখালীর স্বর্ণদ্বীপে (পূর্ব নাম: জাহাইজ্যার চর)
    Last Updated: 04-12-2020
  • ম্যান বুকার পুরস্কার -২০২০
    Ans: Scottish author Douglas Stuart
    Hints: Stuart wins the prestigious literary prize for coming-of-age novel Shuggie Bain.
    Last Updated: 21-11-2020
  • অষ্টম T20 বিশ্বকাপ কোথায় ও কখন অনুষ্ঠিত হবে?
    Ans: অস্ট্রেলিয়া, অক্টোবর-নভেম্বর ২০২২ সাল
    Last Updated: 06-11-2020
  • সপ্তম T20 বিশ্বকাপ কোথায় ও কখন অনুষ্ঠিত হবে?
    Ans: ভারত, অক্টোবর-নভেম্বর ২০২১ সাল
    Last Updated: 06-11-2020
  • অষ্টম পঞ্চবার্ষিক পরিল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারন করা হয়েছে?
    Ans: ১৫.৬%
    Last Updated: 06-11-2020
  • সম্প্রতি ভারত-আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তির নামে-
    Ans: বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট বা বেকা (BECA) চুক্তি।
    Last Updated: 06-11-2020
  • ৩২ তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে?
    Ans: জাপান, ২০২১ সাল
    Last Updated: 27-10-2020
  • ৩৩তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে?
    Ans: ফ্রান্স, ২০২৪ সাল
    Last Updated: 27-10-2020
  • ৩৪ তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে?
    Ans: যুক্তরাষ্ট্র, ২০২৮ সাল
    Last Updated: 27-10-2020
Showing 3871 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events