সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • কৃষি পুরস্কার পেলেন এসিআই চেয়ারম্যান-
    Ans: এম আনিস উদ দৌলা
    Hints: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। কৃষি মন্ত্রণালয় তাঁকে এ পুরস্কার দিয়েছে। গত রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জাতীয় কৃষি পুরস্কার হিসেবে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য ও ১৮ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় ব্যবস্থায় উদ্বুদ্ধকরণ, কৃষিতে প্রযুক্তি উদ্ভাবন, নারীর অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষে বিশেষ অবদানের জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি পুরস্কারে ভূষিত করা হয়।
    Last Updated: 29-06-2021
  • কত ছর পর মিলল পিকাসোর শিল্পকর্ম?
    Ans: নয় বছর
    Hints: গ্রিসের ন্যাশনাল আর্ট গ্যালারিতে ডাকাতি হয়েছিল। ডাকাতেরা অন্যান্য জিনিসের সঙ্গে স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর একটি শিল্পকর্ম নিয়ে যায়। ওই ঘটনার নয় বছর পেরিয়ে গেছে। অবশেষে উদ্ধার হয়েছে পিকাসোর হারিয়ে যাওয়া সেই শিল্পকর্ম। গতকাল সোমবার গ্রিসের রাজধানী এথেন্সের পুলিশ এ তথ্য জানিয়েছে। ২০১২ সালে সেখানে ডাকাতি হয়। ১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনে জন্ম পাবলো পিকাসোর। তিনি একাধারে চিত্রকর ও ভাস্কর ছিলেন। জীবনের বড় একটি অংশ ফ্রান্সে কাটিয়েছেন তিনি। সেখানেই ১৯৭৩ সালের ৮ এপ্রিল পিকাসো মারা যান।
    Last Updated: 29-06-2021
  • দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের ১৫ মাসের কারাদণ্ড
    Ans: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ আদালত। রাষ্ট্রপতি থাকাকালীন দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় সাংবিধানিক আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন।
    Last Updated: 29-06-2021
  • করোনা মহামারিতে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হয়েছে-
    Ans: এক হাজার ৭০০ কোটি মার্কিন ডলার
    Hints: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক হিসাব অনুযায়ী ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে করোনা ভাইরাসজনিত কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক এক হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এ সময় অর্থনৈতিক অভিঘাত থেকে উত্তরণে আমরা ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার সমপরিমাণ ২৩টি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন ও বাস্তবায়ন করছি।’
    Last Updated: 29-06-2021
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে-
    Ans: আরব আমিরাত ও ওমানে
    Hints: টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতের সঙ্গে ওমানেও হবে বিশ্বকাপ। ১৭ অক্টোবর শুরু হয়ে কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা নামবে ১৪ নভেম্বরের ফাইনাল দিয়ে।
    Last Updated: 29-06-2021
  • বাংলাদেশ বর্তমানে মোট জনসংখ্যা কত-
    Ans: ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার।
    Hints: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএবি (৩য়) প্রকল্পের প্রতিবেদনে 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০' প্রকাশনায় এ তথ্য জানানো হয়েছে।
    জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর, পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।

    এতে আরো জানানো হয়েছে, মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশিমক ২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ।

    দেশের ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৫২ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ বলে জানানো হয়েছে প্রকাশনায়।
    Last Updated: 28-06-2021
  • ইস্তাম্বুল খাল: সুলতান সুলায়মানের স্বপ্নের প্রকল্প-
    Ans: ৩০০ মিটার প্রস্থ, ২১ মিটার গভীর আর ৪৫ কিলোমিটার
    Hints:
    বসফরাস প্রণালির উপর চাপ কমাতে মেগা প্রকল্প হিসেবে "ইস্তাম্বুল খাল" খননের উদ্বোধন করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান (২৬ জুন)।
    সোর্সঃ যুগান্তর (২৭ জুন, ২০২১)
    Last Updated: 28-06-2021
  • বিশ্বে শরণার্থীদের ৭০ শতাংশের উৎস ৫ দেশ: জাতিসংঘ
    Ans: সিরিয়া থেকে ৬৮ লাখ, ভেনেজুয়েলা থেকে ৪৯ লাখ, আফগানিস্তান থেকে ২৮ লাখ, দক্ষিণ সুদান থেকে ২২ লাখ এবং মিয়ানমার থেকে ১১ লাখ
    Hints: বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট কোটি ২৪ লাখ। ২০১৯ সালের তুলনায় গত বছর বিশ্বে এসব মানুষের সংখ্যা বেড়েছে চার শতাংশ। আর গত এক দশকে এই সংখ্যা হয়েছে দ্বিগুণ। বাস্তুচ্যুত মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা দুই কোটি ৭০ লাখ।
    Last Updated: 19-06-2021
  • ইরানের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট-
    Ans: ইব্রাহিম রাইসি (৬০)
    Last Updated: 19-06-2021
  • বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ফরাসি সংস্করণ ‘জার্নাল ডি প্রিজন’এর মোড়ক উন্মোচন করেন-
    Ans: ফরাসি অনুবাদক- অধ্যাপক ফিলিপে বেনোয়াঁ।
    Hints: সোর্সঃ দৈনিক প্রথম আলো, ১৯-০৬-২০২১
    Last Updated: 19-06-2021
  • Hisar A+ কোন দেশের ক্ষেপাণাস্ত্র-
    Ans: তুরস্ক
    Last Updated: 19-06-2021
  • AIIB এর বর্তমান সদস্য-
    Ans: ৮৬টি
    Hints: সর্বশেষ সদস্যপদ লাভ করেন 'আর্জেন্টিনা'
    Last Updated: 19-06-2021
  • যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল ওয়েবসাইট-
    Ans: 45office.com
    Last Updated: 19-06-2021
  • আম উৎপাদনে বাংলাদেশ-
    Ans: শীর্ষ
    Last Updated: 19-06-2021
  • জিআই সনদ পেল দেশের আরও ৬ পণ্য-
    Ans: ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেল ছয়টি পণ্য। সেগুলো হলো ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ ও বাংলাদেশি কালিজিরা।
    Hints:
    আজ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে জিআই সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ নিয়ে মোট নয়টি পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পেল। বাকি তিনটি হলো ইলিশ, জামদানি ও চাঁপাইনবাবগঞ্জের
    ক্ষীরশাপাতি আম।
    ♋ জিআই স্বীকৃতির মাধ্যমে বিশ্ববাজারে এসব পণ্যের চাহিদা বাড়বে। রপ্তানিও বাড়বে। একই সঙ্গে এসব পণ্যের দাম বাড়বে ৩০ শতাংশ পর্যন্ত। ফজলি আম ও বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
    সোর্সঃ প্রথমআলো, ১৭-০৬-২০২১
    Last Updated: 17-06-2021
  • প্রস্তাবিত 'পাট জাদুঘর ও বঙ্গবন্ধু বস্ত্র' করা হবে-
    Ans: নারায়গঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো শহরে।
    Last Updated: 17-06-2021
  • SDG অর্জন সূচক-২০২১ বাংলাদেশের অবস্থান-
    Ans: ১০৯ তম।
    Last Updated: 17-06-2021
  • সুন্দরবন নিয়ে আপডেট তথ্য-
    Ans: বাঘের সংখ্যা-১১৪ [ ২০১৮ সালের শুমারিতে]
    কার্বন মজুতের পরিমাণ- ২০১৯ সালে ১৩৯ মিলিয়ন টন

    প্রধানমন্ত্রী জানান, জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে এখন ৩৩৪ প্রজাতির উদ্ভিদ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড এবং ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী পাওয়া যায়। বন্য প্রাণীর মধ্যে ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর, ৩১৫ প্রজাতির পাখি, ২১০ প্রজাতির মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া আছে। সুন্দরবনের গাছপালা ও বন্য প্রাণিকুলকে রক্ষার জন্য বনকর্মীদের যুগোপযোগী করে তুলে এদের সংখ্যা বৃদ্ধির পদক্ষেপের কথাও জানান সরকারপ্রধান।

    ২০১৭ সালে বন্য প্রাণী অভয়ারণ্য এলাকা সম্প্রসারণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সুন্দরবনের প্রায় ৫৩ শতাংশ এলাকা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত।
    সোর্সঃ প্রথম আলো, ১৬-০৬-২০২১, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী 


    Last Updated: 16-06-2021
  • চীনের ক্রমবর্ধমান Belt & Road Initiative (BRI) প্রকল্পের প্রভাব মোকাবেলায় G-7 কি পরিকল্পনা গ্রহণ করেছে?
    Ans: Build Back Better World (B3W) নামে অবকাঠামো সহায়তা পরিকল্পনা গ্রহণ করেছে
    Hints: জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। 

    জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।

    রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।

    চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা কখনও এই জোটের সদস্য ছিল না।

    ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাধারণত জোটের সম্মেলনে উপস্থিত থাকেন। এ বছর, ভারত, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

    জি-৭ -এর এবারের সম্মেলন ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার ১১ই জুন থেকে রোববার ১৩ই জুন পর্যন্ত চলছে।

    পরবর্তী ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে: জার্মানিতে, ২০২২ সালে।

    Last Updated: 14-06-2021
  • যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক হলেন-
    Ans: জাহিদ কুরাইশি
    Hints: তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ও রাজ্যের ডিসট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউ জার্সিতে
    Last Updated: 14-06-2021
  • বিশ্বের সবচেয়ে দামি আম এর নাম কি?
    Ans: ‘সূর্যডিম’
    Hints: খাগড়াছড়ির কৃষক হ্ল্যাশিংমং চৌধুরী বাংলাদেশে প্রথম এই আম চাষ করেন।
    Last Updated: 14-06-2021
  • ‘অপারেশন ট্রোজান শিল্ড’ কি?
    Ans: এফবিআইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের ধরার অপারেশন।
    Hints: বিশ্বজুড়ে ৮০০ জনের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়েছেন তারা। সোর্সঃ প্রথম আলো, ০৯-০৬-২০২১
    Last Updated: 09-06-2021
  • 'অরণ্য নগরী' কোথায়?
    Ans: সিঙ্গাপুরের
    Hints: দ্য তেনগা প্রজেক্ট নামের এই আলোচিত প্রকল্পটি। ৭ হাজার হেক্টর জমির উপর তৈরি করা হবে ৪২ হাজার ঘর-বাড়ি। অক্সিজেনের ভরপুর শহরের প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ফরেস্ট সিটি অর্থ্যাৎ ‘অরণ্য নগরী’। নামেই শহর। আদতে জঙ্গল। আবার নাগরিক সব সুবিধাও থাকবে। থাকছে না কোনও যান্ত্রিক গাড়ি,শব্দদূষণ বা কারখানার ধোঁয়া।
    Last Updated: 09-06-2021
  • দ্বিতীয় মেয়াদে -জাতিসংঘের মহাসচিব হচ্ছেন
    Ans: গুতেরেস
    Hints: ৭২ বছর বয়সী পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন
    Last Updated: 09-06-2021
  • মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে হত্যা করার জন্য কত জন খেতাব হারালেন?
    Ans: ৪ জন
    Hints:
    বর্তমানে-
    বীরপ্রতীক- ৪২৪ জন
    বীরবিক্রম- ১৭৪ জন
    বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
    বীরশ্রেষ্ঠ- ০৭ জন
    মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
    খেতাব বাতিল হওয়ারা হলেন- লে. কর্ণেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে. কর্ণেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।

    নোটঃ  মেজর জামিল মুক্তিযোদ্ধা্র জন্য খেতাব পাননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচানোর চেষ্টা করার কারনে। 

    সোর্সঃ বাংলাভিশন নিউজ
    Last Updated: 07-06-2021
  • ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক ২০০৫ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২০২৫ মেয়াদে প্রথমবারের নির্বাচিত হল
    Ans: বাংলাদেশ ।
    Hints: গত ১ থেকে ৪ জুন ২০২১ এ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কনভেনশনের সদস্য রাষ্ট্রের অষ্টম সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্যসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাচিত হয়।ইউনেস্কোতে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রের কর্মকাণ্ড সমন্বিত হয় ২০০৫ কনভেনশনের মাধ্যমে.সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরষ্কার- প্রথমবারের মত আগামী নভেম্বর ২০২১ এ অনুষ্ঠেয় ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রদান করা হবে ।
    Last Updated: 05-06-2021
  • ফেসবুক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কত বছরের জন্য নিষিদ্ধ করে?
    Ans: ২ বছর
    Hints: নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৭ জানুয়ারি, ২০২১ ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ওইদিন থেকে দুই বছরের জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
    Last Updated: 05-06-2021
  • বর্তমানে ঘোষিত মোট স্থলবন্দরের সংখ্যা-
    Ans: ২৫ টি।
    Hints: সর্বশেষ ঘোষিত স্থলবন্দর (২৫তম): মুজিবনগর স্থল কাস্টমস স্টেশন। অবস্থান: মাঝপাড়া, মুজিবনগর, মেহেরপুর। স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়: ২৭ মে, ২০২১।
    Last Updated: 04-06-2021
  • চীনের কয়টি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হয়?
    Ans: ৫৯টি
    Hints: যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল চীনের ৩১টি প্রতিষ্ঠান। এখন সেটা বেড়ে হবে ৫৯টি। এর মধ্যে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েও রয়েছে। বাইডেনের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে। তথ্য সুত্রঃ প্রথমআলো, ০৪-০৬-২০২১
    Last Updated: 04-06-2021
  • চীনের দ্বিতীয় করোনার টিকা হিসেবে ডব্লিউএইচওর অনুমোদন দিয়েছেন-
    Ans: সিনোভ্যাক কোম্পানির টিকা
    Hints: এর আগে গত ৭ মে চীনের আরেক কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    Last Updated: 03-06-2021
Showing 3811 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events