সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • 'নেটজারিম' করিডোর কোথায় অবস্থিত?
    Ans: গাজা, প্যালেস্টাইন।
    Last Updated: 10-02-2025
  • অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে?
    Ans: ৩ বছর।
    Last Updated: 10-02-2025
  • 'বিশ্ব সরকার সম্মেলন' অনুষ্ঠিত হবে কোন শহরে?
    Ans: দুবাই।
    Last Updated: 10-02-2025
  • চতুর্থ শিল্পবিপ্লবের জনক কে?
    Ans: জার্মান অর্থনীতিবিদ ক্লাউস।
    Last Updated: 10-02-2025
  • আগামী ৪ এপ্রিল ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: ব্যাংকক। (বিমসটেকের সদস্য দেশ সাতটি)
    Last Updated: 10-02-2025
  • বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী কোথায় অবস্থিত?
    Ans: সীতাকুণ্ড। (১৫০টি কারখানা রয়েছে)
    Last Updated: 10-02-2025
  • সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে কোন তিন মূলনীতি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে?
    Ans: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র।
    Last Updated: 10-02-2025
  • প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর নাম কী?
    Ans: এ এম এম নাসির উদ্দীন।
    Last Updated: 10-02-2025
  • 'জুলাই অভ্যুত্থান-২০২৪' এর স্মৃতি ধরে রাখতে বাংলাদেশ ডাক বিভাগ কত টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট চালু করে?
    Ans: ১০ টাকা।
    Last Updated: 10-02-2025
  • বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে কবে?
    Ans: ২০২৬ সালে।
    Last Updated: 10-02-2025
  • গুগলের নতুন এআই (AI) মডেলের নাম কী?
    Ans: জেমিনি ২.০
    Last Updated: 09-02-2025
  • বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্টের নাম কী?
    Ans: মার্টিন রাইজার।
    Last Updated: 09-02-2025
  • তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়- 
    Ans: ২০১১ সালে।
    Last Updated: 09-02-2025
  • 'কেসিএনএ' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
    Ans: উত্তর কোরিয়া।
    Last Updated: 09-02-2025
  • প্যারিসে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য টেক্সওয়ার্ল্ড/অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী অনুষ্ঠিত হবে কবে?
    Ans: ১০ থেকে ১২ ফেব্রুয়ারি।
    Last Updated: 09-02-2025
  • 'অলিগার্ক' শব্দের অর্থ কী? 
    Ans: লুটেরা গোষ্ঠী।
    Last Updated: 09-02-2025
  • 'ডেজার্ট রক রিসোর্ট' নামের অবকাশযাপন কেন্দ্র কোথায়?
    Ans: সোদি আরব।
    Last Updated: 09-02-2025
  • চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে-
    Ans: পানামা।
    Last Updated: 09-02-2025
  • বাংলাদেশের কোন জেলায় 'গারো পাহাড়' অবস্থিত?
    Ans: শেরপুর।
    Last Updated: 09-02-2025
  • ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?
    Ans: সিঙ্গাপুর। [দ্বিতীয় অবস্থানে- জাপান ও দক্ষিণ কোরিয়া।]
    Last Updated: 09-02-2025
  • ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ৯৩তম। [২০২৪ সালে ছিল ৯৭তম।]
    Last Updated: 09-02-2025
  • বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠিত হয়-
    Ans: ১ জানুয়ারি, ২০২৫
    Last Updated: 09-02-2025
  • দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় 'অপারেশন ডেভিল হান্ট' শুরু হয় কবে?
    Ans: ৮ ফেব্রুয়ারি, ২০২৫
    Last Updated: 09-02-2025
  • জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান কে?
    Ans: ড. মুহাম্মদ ইউনূস।
    Last Updated: 09-02-2025
  • চলতি বছরে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে?
    Ans: ইরান।
    Last Updated: 08-02-2025
  • প্রাথমিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটের পরিমাণ-
    Ans: ৮ লাখ ৩০ হাজার কোটি টাকা।
    Last Updated: 08-02-2025
  • ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?
    Ans: ৭৩৪ কোটি মার্কিন ডলার। [সূত্র: অটেক্সা]
    Last Updated: 08-02-2025
  • 'গবেষণায়' একুশে পদক ২০২৫ পেয়েছেন কে?
    Ans: মঈদুল হাসান।
    Last Updated: 08-02-2025
  • বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?
    Ans: একুশে পদক।
    Last Updated: 08-02-2025
  • 'কেএনএফ' এর পূর্ণরূপ কী?
    Ans: কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট।
    Last Updated: 08-02-2025
Showing 1291 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events