সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?
    Ans: মিউট এগেদে।
    Last Updated: 06-02-2025
  • বিশ্বগ্রামের জনক কে?
    Ans: হারবার্ট মার্শাল ম্যাকলুহান।
    Last Updated: 06-02-2025
  • 'সিআইএ' কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা? 
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 06-02-2025
  • চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি ডিপসিককে পাল্লা দিতে ওপেন এআই নিয়ে এসেছে- 
    Ans: ডিপ রিসার্চ।
    Last Updated: 06-02-2025
  • "ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫” কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: দুবাই। (১১ - ১৩ ফেব্রুয়ারি)
    Last Updated: 06-02-2025
  • বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) হিসাবে, দেশে ইস্পাত খাতে স্বয়ংক্রিয় কারাখানা কতটি?
    Ans: ৪০টি প্রায়।
    Last Updated: 06-02-2025
  • 'রাজধানী মহানগর সরকার'-এর সুপারিশ করেছে কোন কমিশন? 
    Ans: জনপ্রশাসন সংস্কার কমিশন।
    Last Updated: 06-02-2025
  • ইপিবির তথ্যানুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করে? 
    Ans: ৭২০ কোটি ডলার।
    Last Updated: 06-02-2025
  • বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
    Ans: চীন।
    Last Updated: 05-02-2025
  • বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম-
    Ans: যমুনা।
    Last Updated: 05-02-2025
  • 'প্রীতিলতা ব্রিগেড' কী?
    Ans: নারী নিপীড়নবিরোধী সেল।
    Last Updated: 05-02-2025
  • ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে-
    Ans: ৮ ফেব্রুয়ারি।
    Last Updated: 05-02-2025
  • মার্কিন প্রযুক্তি কোম্পানি 'ডেল' এর প্রধান নির্বাহী কর্মকর্তা এর নাম কী?
    Ans: মাইকেল এস ডেল।
    Last Updated: 05-02-2025
  • ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার এর নাম কী?
    Ans: অজিত সিং।
    Last Updated: 05-02-2025
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালকের নাম কী?
    Ans: ড. ইফতে খায়রুজ্জামান।
    Last Updated: 05-02-2025
  • ২০২৪-২৫ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ কত?
    Ans: ২২৩২ কোটি ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
    Last Updated: 05-02-2025
  • ২০২৪-২৫ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত?
    Ans: ১৩.৭৮ বিলিয়ন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
    Last Updated: 05-02-2025
  • বর্তমানে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি কত?
    Ans: ১০.৭২ শতাংশ। (সূত্র: বিবিএস)
    Last Updated: 05-02-2025
  • জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ এর প্রতিপাদ্য কী?
    Ans: সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার।
    Last Updated: 05-02-2025
  • 'ডিএমটিসিএল'-এর পূর্ণরূপ কী? 
    Ans: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
    Last Updated: 05-02-2025
  • 'বেগমপাড়া' কোথায় অবস্থিত?
    Ans: টরেন্টো, কানাডা।
    Last Updated: 05-02-2025
  • জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখ?
    Ans: ৫ ফেব্রুয়ারি।
    Last Updated: 05-02-2025
  • সামাজিক যোগাযোগ মাধ্যম FACEBOOK কবে চালু হয়?
    Ans: ৪ ফেব্রুয়ারি, ২০০৪ সালে।
    Last Updated: 04-02-2025
  • জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (IRO) কবে গঠিত হয়?
    Ans: ১৯৪৭ সালে।
    Last Updated: 04-02-2025
  • 'NCA' কী?
    Ans: যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা। (যা "Britain's FBI" নামেও পরিচিত)
    Last Updated: 04-02-2025
  • বর্তমানে বাংলাদেশে মোট ক্যান্সার রোগীর সংখ্যা কত?
    Ans: প্রায় ১৫ লক্ষ। (সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
    Last Updated: 04-02-2025
  • বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
    Ans: ০৪ ফেব্রুয়ারি।
    Last Updated: 04-02-2025
  • ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ এর কত শতাংশ নবায়ণযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার?
    Ans: ৪০ শতাংশ।
    Last Updated: 04-02-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি মাসের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত? 
    Ans: ৪৪৪ কোটি ডলার (প্রবৃদ্ধি ৫.৭০ শতাংশ)।
    Last Updated: 04-02-2025
  • সম্প্রতি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা কত?
    Ans: ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।
    Last Updated: 04-02-2025
Showing 1351 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events