সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • কনজ্যুমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CCMS)-এর ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়?
    Ans: ২০ জানুয়ারি ২০২৫।
    Last Updated: 04-02-2025
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ডেমোক্রেসি ল্যাব কবে প্রতিষ্ঠা করা হয়?
    Ans: ৭ জানুয়ারি ২০২৫।
    Last Updated: 04-02-2025
  • দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স কবে গঠন করা হয়? 
    Ans: ১ জানুয়ারি ২০২৫
    Last Updated: 04-02-2025
  • বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে কবে?
    Ans: ৩১ আগস্ট ২০২৫।
    Last Updated: 04-02-2025
  • ২২ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের সিনেটে কোন সাংস্কৃতিক বিষয়ের স্বীকৃতি দেওয়া হয়?
    Ans: বাংলা নববর্ষ।
    Last Updated: 04-02-2025
  • মেজর জেনারেল অব. কে এম সফিউল্লাহ্ মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
    Ans: ৩ নং।
    Last Updated: 04-02-2025
  • বিশ্বের বৃহত্তম গবেষণাগার স্কয়ার কিলোমিটার অ্যারে (SKA) কোন দেশে অবস্থিত?
    Ans: দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়।
    Last Updated: 04-02-2025
  • এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে শীর্ষ দেশ কোনটি?
    Ans: চীন।
    Last Updated: 04-02-2025
  • সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়?
    Ans: পাকিস্তান।
    Last Updated: 04-02-2025
  • বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কী?
    Ans: থ্রি জর্জেস বাঁধ (তিব্বত; চীন)।
    Last Updated: 04-02-2025
  • বিশ্বে প্রথম গরুর ঢেঁকুরের উপর কর আরোপ করে কোন দেশ?
    Ans: ডেনমার্ক।
    Last Updated: 04-02-2025
  • রিমেইন ইন মেক্সিকো' নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত?
    Ans: মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
    Last Updated: 04-02-2025
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে কোন পরিকল্পনাটি গ্রহণ করেন?
    Ans: AI অপরচুনিটিস অ্যাকশন প্ল্যান।
    Last Updated: 04-02-2025
  • বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে?
    Ans: চীনে।
    Last Updated: 04-02-2025
  • ১৫ জানুয়ারি ২০২৫ প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠায় কোন সংস্থা?
    Ans: National Aeronautics and Space Administration (NASA)
    Last Updated: 04-02-2025
  • PRSC-EO1-এর পূর্ণরূপ কী?
    Ans: Pakistan Remote Sensing Satellite - Earth Observation 1।
    Last Updated: 04-02-2025
  • ২১ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নির্বাচিত ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
    Ans: মার্কো রুবিও।
    Last Updated: 04-02-2025
  • ২৫ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা ২৯তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
    Ans: পিট হেগসেথ।
    Last Updated: 04-02-2025
  • স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয়?
    Ans: ডেনমার্কে।
    Last Updated: 04-02-2025
  • ১০-১১ জানুয়ারি ২০২৫ চীনের কুনমিং শহরে শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় কোন সংগঠন?
    Ans: মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (MNDAA) I
    Last Updated: 04-02-2025
  • হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
    Ans: সিঙ্গাপুর (বাংলাদেশ ১০০তম)।
    Last Updated: 04-02-2025
  • Global Firepower Ranking ২০২৫ অনুযায়ী সামরিক বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: ৩৫তম।
    Last Updated: 04-02-2025
  • গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) অনুযায়ী, সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 04-02-2025
  • ২০২৪ সালের বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
    Ans: জার্মানি ও সুইজারল্যান্ড (বাংলাদেশ ৬৮তম)।
    Last Updated: 04-02-2025
  • টি-২০ ইতহাসে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেন কোন বাংলাদেশি?
    Ans: তাসকিন আহমেদ।
    Last Updated: 04-02-2025
  • বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করবেন?
    Ans: সাথিরা জাকির জেসি।
    Last Updated: 04-02-2025
  • অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ এ নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কে?
    Ans: ম্যাডিসন কিস। (যুক্তরাষ্ট্র), যানিক সিনার (ইতালি)।
    Last Updated: 04-02-2025
  • ২০২৪ সালের ICC'র বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার হন কে কে?
    Ans: যথাক্রমে আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান) ও যশপ্রীত বুমরা (ভারত)।
    Last Updated: 04-02-2025
  • বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ?
    Ans: জাপান।
    Last Updated: 03-02-2025
  • বুড়িমারী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
    Ans: লালমনিরহাট।
    Last Updated: 03-02-2025
Showing 1381 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events