সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • 'সান্টা আনা' শব্দটি কী বোঝায়?
    Ans: একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু
    Last Updated: 17-01-2025
  • লস অ্যাঞ্জেলেসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জন্য কোন ধরনের বাতাস দায়ী? 
    Ans: সান্টা আনা বাতাস।
    Last Updated: 17-01-2025
  • মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে ম্রো ভাষায় রচিত গ্রন্থের লেখক-
    Ans: ইয়াংঙান স্রো।
    Last Updated: 17-01-2025
  • ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কবে থেকে?
    Ans: ১৯ জানুয়ারি, ২০২৫।
    Last Updated: 17-01-2025
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণাও দেন?
    Ans: ১০০ বছর।
    Last Updated: 17-01-2025
  • জাতিসংঘ ঘোষিত 'নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ'-
    Ans: ২০২৬ সাল।
    Last Updated: 17-01-2025
  • "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির রচয়িতা কে?
    Ans: গোবিন্দলাল হালদার। (মৃত্যু: ১৭ জানুয়ারি ২০১৫)
    Last Updated: 17-01-2025
  • Global Firepower Ranking 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 
    Ans: ৩৫তম।
    Last Updated: 17-01-2025
  • স্বল্পোন্নত দেশ এখন ৪৪টি
    Ans: - ১৩ ডিসেম্বর ২০২৪ সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়। যার ফলে স্বল্পোন্নত দেশের সংখ্যা এখন ৪৪টি।
    - স্বল্পোন্নত দেশ: LDCs'র পূর্ণরূপ Least Developed Countries অর্থাৎ, স্বল্পোন্নত দেশসমূহ।
    - সর্বশেষ ২০১২ সালে LDC- তে যুক্ত হয় দক্ষিণ-সুদান।

    LDC থেকে উত্তরণ প্রাপ্ত দেশসমূহ- 
      দেশের নাম: অন্তর্ভুক্তি → উত্তরণ
    ১. বতসোয়ানা: ১৯৭১ → ১৯ ডিসেম্বর ১৯৯৪
    ২. কেপভার্দে: ১৯৭৭ → ২০ ডিসেম্বর ২০০৭
    ৩. মালদ্বীপ: ১৯৭১ → ১ জানুয়ারি ২০১১
    ৪. সামোয়া: ১৯৭১ → ১ জানুয়ারি ২০১৪
    ৫. নিরক্ষীয় গিনি: ১৯৮২ → ৪ জুন ২০১৭
    ৬. ভানুয়াতু: ১৯৮৫ → ৪ ডিসেম্বর ২০২০
    ৭. ভুটান: ১৯৭১ → ১৩ ডিসেম্বর ২০২৩
    ৮. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে: ১৯৮২ → ১৩ ডিসেম্বর ২০২৪

    উত্তরণের পথে দেশসমূহ- 
      দেশের নাম: অন্তর্ভুক্তি → উত্তরণ হবে 
    ১. বাংলাদেশ: ১৯৭৫ → ২৪ নভেম্বর ২০২৬
    ২. লাওস: ১৯৭১ → ২৪ নভেম্বর ২০২৬
    ৩. নেপাল: ১৯৭১ → ২৪ নভেম্বর ২০২৬
    ৪. সলোমন দ্বীপপুঞ্জ: ১৯৯১ → ১৩ ডিসেম্বর ২০২৭ 


    Last Updated: 16-01-2025
  • বর্ষসেরা শব্দ ২০২৪
    Ans: ১. ক্যামব্রিজ ডিকশনারি:
    - শব্দ: Manifest
    - অর্থ: স্পষ্ট বা প্রকাশ

    ২. অক্সফোর্ড ডিকশনারি:
    - শব্দ: Brain rot
    - অর্থ: মস্তিষ্ক পচা

    ৩. কলিন্স ডিকশনারি:
    - শব্দ: Brat
    - অর্থ: বাচ্চা

    ৪. ডিকশনারি ডট কম:
    - শব্দ: Demure
    - অর্থ: সংযম

    ৫. অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ডিকশনারি:
    - শব্দ: Enshittification
    - অর্থ: পণ্যের ধীরে ধীরে অবনতি

    ৬. মেরিয়াম-ওয়েবস্টার:
    - শব্দ: Polarization
    - অর্থ: মেরুকরণ। 

    Last Updated: 16-01-2025
  • বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৪
    Ans:

    - প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ (খাদ্য ও কৃষি সংস্থা- FAO)।

    বিষয়
    ━━ শীর্ষ দেশ ━━ বাংলাদেশের অবস্থান

    • খাদ্য আমদানি ━━ চীন ━━ ৩৭তম

    • খাদ্য রপ্তানি ━━ যুক্তরাষ্ট্র ━━ ৭৬তম

    • ধান উৎপাদন ━━ চীন ━━ তৃতীয়

    • চাল আমদানি ━━ চীন ━━ ১৫তম

    • চাল রপ্তানি ━━ ভারত ━━ ৪৯তম

    • গম উৎপাদন ━━ চীন ━━ ৫১তম

    • গম আমদানি ━━ চীন ━━ ১৪তম

    • গম রপ্তানি ━━ অস্ট্রেলিয়া ━━ -

    • ভুট্টা উৎপাদন ━━ যুক্তরাষ্ট্র ━━ ২৭তম

    • ভুট্টা আমদানি ━━ চীন ━━ ২৩তম

    • ভুট্টা রপ্তানি ━━ যুক্তরাষ্ট্র ━━ ৫২তম

    • চিনি উৎপাদন ━━ ব্রাজিল ━━ ৩৯তম

    • আলু উৎপাদন ━━ চীন ━━ সপ্তম

    • সয়াবিন তেল উৎপাদন ━━ চীন ━━ ১৭তম

    • পাম অয়েল উৎপাদন ━━ ইন্দোনেশিয়া ━━ -

    • মৎস্য উৎপাদন ━━ চীন ━━ সপ্তম। 


    Last Updated: 16-01-2025
  • বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত? 
    Ans: ৫০টি।
    Last Updated: 16-01-2025
  • দেশের ৫১তম জিআই (GI) পণ্য কোনটি? 
    Ans: দিনাজপুরের বেদানা লিচু।
    Last Updated: 16-01-2025
  • বর্তমানে দেশে মোট কতটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে? 
    Ans: ৪৯টি।
    Last Updated: 16-01-2025
  • স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর ঢাকার কততম নবাব ছিলেন? 
    Ans: চতুর্থ নবাব (মৃত্যু: ১৬ জানুয়ারি, ১৯১৫)।
    Last Updated: 16-01-2025
  • বাঙ্গলা সাহিত্যের কথা' গ্রন্থের রচয়িতা কে?
    Ans: সুকুমার সেন (জন্ম: ১৬ জানুয়ারি, ১৯০০)।
    Last Updated: 16-01-2025
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোঃ মনসুর আলী জন্মগ্রহণ করেন কবে? 
    Ans: ১৬ জানুয়ারি, ১৯১৯
    Last Updated: 16-01-2025
  • বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচক
    Ans: - প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪
    - প্রকাশক: সুইডেন ও দক্ষিণ কোরিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সোলাবিলিটি'
    - অন্তর্ভুক্ত দেশ: ১৯১টি। 

    সূচক অনুযায়ী- 
    - শীর্ষ দেশ: সুইডেন
    - সর্বনিম্ন দেশ: সোমালিয়া

    সার্কভুক্ত দেশগুলোর অবস্থান:
    ৫৬. ভুটান,
    ৮৩. নেপাল,
    ৮৫. মালদ্বীপ,
    ৮৭. শ্রীলংকা,
    ৯০. ভারত,
    ১১৬. বাংলাদেশ,
    ১৭৭. পাকিস্তান ও
    ১৮৭. আফগানিস্তান।

    Last Updated: 15-01-2025
  • 'বর্ডার-গাভাস্কার ট্রফি' কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম? 
    Ans: ভারত, অস্ট্রেলিয়া।
    Last Updated: 15-01-2025
  • লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? 
    Ans: নাওয়াফ সালাম। (আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট)
    Last Updated: 15-01-2025
  • এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) ২০২২' অনুযায়ী, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 
    Ans: ১৭৭তম।
    Last Updated: 15-01-2025
  • গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২৪-২৫
    Ans: - প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪
    - প্রকাশক: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)

    প্রতিবেদন অনুযায়ী- 
    শ্রমিকদের স্বল্প মজুরি প্রদানের ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানে।

    প্রথম তিন দেশের অবস্থান:
    - ১ম শ্রীলংকা: ২৫.৯%
    - ২য় ভুটান: ১৩.৭%
    - ৩য় বাংলাদেশ: ১১.২%
    - ৪র্থ নেপাল: ১০.৫%
    - ৫ম ভারত: ৯.৫%
    - ৬ষ্ঠ পাকিস্তান: ৯.৪%। 

    Last Updated: 15-01-2025
  • লস অ্যাঞ্জেলেস জুড়ে ছড়ানো গোলাপি গুঁড়ার নাম কী? 
    Ans: ফস-চেক।
    Last Updated: 14-01-2025
  • 'শাহেদ-১৩৬' ড্রোন কোন দেশের তৈরি?
    Ans: ইরান। 
    Last Updated: 14-01-2025
  • ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে কত প্রবাসী আয় এসেছে?
    Ans: প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার।
    Last Updated: 14-01-2025
  • চলতি ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে কোন দেশ থেকে?
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 14-01-2025
  • ফারসি ভাষায় রচিত আকবরনামা কে লিখেছেন?
    Ans: শেখ আবুল ফজল ইবনে মুবারক। (জন্ম: ১৪ জানুয়ারি, ১৫৫১)
    Last Updated: 14-01-2025
  • সেলিম আল দীনের প্রথম লেখা নাটক কোনটি?
    Ans: সর্পবিষয়ক গল্প।
    Last Updated: 14-01-2025
  • বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা কে?
    Ans: নাট্যাচার্য সেলিম আল দীন। (মৃত্যু: ১৪ জানুয়ারি, ২০০৮)
    Last Updated: 14-01-2025
  • ২০২৪ সালে গড় মূল্যস্ফীতি কত ছিল?
    Ans: ১০ দশমিক ৩৪ শতাংশ।
    Last Updated: 14-01-2025
Showing 1561 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events