সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম?
    Ans: ভারত, অস্ট্রেলিয়া। 
    Last Updated: 13-01-2025
  • HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে? 
    Ans: ২০১৭ সালে।
    Last Updated: 13-01-2025
  • ২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে- 
    Ans: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র: স্কোপাসের গবেষণা) 
    Last Updated: 13-01-2025
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক নেতা করতে চান? 
    Ans:  'এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান'।
    Last Updated: 13-01-2025
  • খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী? 
    Ans: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ অবস্থান ৭৬তম) 
    Last Updated: 13-01-2025
  • বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন কারা? 
    Ans: লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।
    Last Updated: 13-01-2025
  • খাদ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী? 
    Ans:  চীন। (বাংলাদেশের অবস্থান ৩৭ তম)
    Last Updated: 12-01-2025
  • বৃহৎ জ্বালানি তেল কোম্পানি 'গাজপ্রম নেফটও' কোন দেশের মালিকানাধীন? 
    Ans: রাশিয়া।
    Last Updated: 12-01-2025
  • সম্প্রতি কোন দুটি দেশ রুশ জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে? 
    Ans: যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।
    Last Updated: 12-01-2025
  • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন- 
    Ans: নিকোলাস মাদুরো। (২০১৩ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে আছেন)
    Last Updated: 12-01-2025
  • এনবিআরের প্রাক্কলন অনুযায়ী, রাজস্ব ঘাটতি কমাতে শুল্ক-কর থেকে কত বাড়তি রাজস্ব আদায় সম্ভব? 
    Ans: ১২ হাজার কোটি টাকা।
    Last Updated: 12-01-2025
  • বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে? 
    Ans: ৫৭ টি।
    Last Updated: 12-01-2025
  • মাস্টারদা সূর্য সেনের পুরো নাম কী? 
    Ans: সূর্য কুমার সেন। (মৃত্যুঃ ১২ জানুয়ারি ১৯৩৪)
    Last Updated: 12-01-2025
  • 'বিশ্বের সবচেয়ে খাড়া' ক্যাবল কার চালু হয় কোন দেশে?
    Ans: সুইজারল্যান্ডে।
    Last Updated: 12-01-2025
  • ২০ ডিসেম্বর ২০২৪ মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়?
    Ans: স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের মধ্যে শ্বাসব্যাঘাত)।
    Last Updated: 12-01-2025
  • মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে?
    Ans: ইরান।
    Last Updated: 12-01-2025
  • হায়াত তাহরির আল শামের (HTS)-এর প্রধানের নাম কী?
    Ans: আবু মোহাম্মদ আল জোলানি।
    Last Updated: 12-01-2025
  • 'ওয়াটারমেলন' কোন দেশের গুপ্তচর বাহিনী?
    Ans: মিয়ানমার; যার অর্থ তরমুজ।
    Last Updated: 12-01-2025
  • ১০ ডিসেম্বর ২০২৩ Stockholm International Peace Research Institute-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
    Ans: লকহিড মার্টিন কর্পোরেশন (যুক্তরাষ্ট্র)।
    Last Updated: 12-01-2025
  • ২০২৪ সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে?
    Ans: মাসাকো।
    Last Updated: 12-01-2025
  • ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ?
    Ans: হকি যুব বিশ্বকাপে।
    Last Updated: 12-01-2025
  • আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল- সেঞ্চুরি করেন কে?
    Ans: মাহমুদউল্লাহ রিয়াদ।
    Last Updated: 12-01-2025
  • ফিফার ২০২৪ সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে?
    Ans: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ; ব্রাজিল)।
    Last Updated: 12-01-2025
  • নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
    Ans: ভারত; রানার্সআপ বাংলাদেশ।
    Last Updated: 12-01-2025
  • সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার?
    Ans: হামজা চৌধুরী।
    Last Updated: 12-01-2025
  • বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে?
    Ans: ১০১টি।
    Last Updated: 12-01-2025
  • দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি?
    Ans: সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর।
    Last Updated: 12-01-2025
  • আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (icddr,b) তথ্যমতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি?
    Ans: বাংলাদেশ।
    Last Updated: 12-01-2025
  • বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত?
    Ans: ৫৩%।
    Last Updated: 12-01-2025
  • বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত?
    Ans: চট্টগ্রাম।
    Last Updated: 12-01-2025
Showing 1591 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events