সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কবে? 
    Ans: ১৯৭৬ সালে।
    Last Updated: 03-01-2025
  • ১৯৭২ সালের ৪ মে থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের 'জাতীয় কবি' ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 
    Ans: ২ জানুয়ারি, ২০২৫
    Last Updated: 03-01-2025
  • দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? 
    Ans: সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর।
    Last Updated: 03-01-2025
  • 'জেনারেশন বিটা' বা 'জেন-বিটা' প্রজন্মের যাত্রা শুরু কবে থেকে? 
    Ans: ১ জানুয়ারি, ২০২৫
    Last Updated: 02-01-2025
  • জেনারেশন আলফার সময়কাল কোনটি? 
    Ans: ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত।
    Last Updated: 02-01-2025
  • ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের পরিমাণ কত?  
    Ans: ২৬৩ কোটি ৯০ লাখ ডলার।
    Last Updated: 02-01-2025
  • ইপিবি'র তথ্যানুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের পণ্য রপ্তানি করে? 
    Ans: ৪ হাজার ৪৬৭ কোটি ডলার।
    Last Updated: 02-01-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ছয় মাসে বাংলাদেশ কত ডলারের পণ্য রপ্তানি করে? 
    Ans: ২ হাজার ৪৬২ কোটি মার্কিন ডলার।
    Last Updated: 02-01-2025
  • ২০২৫ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 
    Ans: রিও ডি জেনিরো (ব্রাজিল)
    Last Updated: 02-01-2025
  • খ্যাতিমান কবি ও সাহিত্যিক আহসান হাবীব জন্মগ্রহণ করেন কবে? 
    Ans: ২ জানুয়ারি, ১৯১৭
    Last Updated: 02-01-2025
  • প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমান জন্মগ্রহণ করেন কবে? 
    Ans: ২ জানুয়ারি, ১৯১৭
    Last Updated: 02-01-2025
  • ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: ৩৫তম। (শীর্ষ ভারত)
    Last Updated: 01-01-2025
  • 'এইচ-১বি ভিসা প্রোগ্রাম' মূলত কোন দেশে কাজের জন্য অনুমোদিত? 
    Ans:  যুক্তরাষ্ট্র।
    Last Updated: 01-01-2025
  • সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে আমেরিকার অর্থমন্ত্রণালয়ে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠে? 
    Ans: চীন।
    Last Updated: 01-01-2025
  • ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? 
    Ans: ১ জানুয়ারি, ১৯৯৯
    Last Updated: 01-01-2025
  • বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয় কবে?
    Ans: ১ জানুয়ারি, ১৯৯৫ (বর্তমান  সদস্য ১৬৬)
    Last Updated: 01-01-2025
  • জিমি কার্টার বাংলাদেশে প্রথম সফর করেন কোন বছর? 
    Ans: ১৯৮৬
    Last Updated: 01-01-2025
  • দেশবরেণ্য কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার জন্মগ্রহণ করেন কবে? 
    Ans: ১ জানুয়ারি, ১৯৫৭ (তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা- ১৪১)।
    Last Updated: 01-01-2025
  • পল্লী কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন কবে?
    Ans: ১ জানুয়ারি, ১৯০৩ (জন্ম: ফরিদপুর জেলা)।
    Last Updated: 01-01-2025
  • Mpox সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয়? 
    Ans: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
    Last Updated: 31-12-2024
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালকের নাম কী? 
    Ans: ড. ইফতেখারুজ্জামান। (দুর্নীতি দমন সংস্কার কমিশনেরও প্রধান তিনি)
    Last Updated: 31-12-2024
  • থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা কে? 
    Ans: ড. মুহাম্মদ ইউনূস।
    Last Updated: 31-12-2024
  • বিশ্বের প্রথম AI সফটওয়‍্যার ইঞ্জিনিয়ারের নাম কী? 
    Ans: Devin
    Last Updated: 31-12-2024
  • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার শান্তিতে নোবেল পুরস্কার পান কবে? 
    Ans: ২০০২ সালে।
    Last Updated: 31-12-2024
  • জিমি কার্টার যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? 
    Ans: ৩৯তম। (মৃত্যু: ২৯ ডিসেম্বর, ২০২৪)
    Last Updated: 31-12-2024
  • আইএমএফের হিসাব অনুযায়ী, বর্তমানে বিপিএম৬ অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
    Ans: ২ হাজার ১৩৩ কোটি ডলার (২১ বিলিয়ন)।
    Last Updated: 30-12-2024
  • কেএমথ্রিনেট (KM3NeT) কী ধরনের কণা শনাক্ত করে? 
    Ans: উচ্চ-শক্তির নিউট্রিনো।
    Last Updated: 30-12-2024
  • কেএমথ্রিনেট (KM3NeT) কী? 
    Ans: ভূমধ্যসাগরের নিচে স্থাপিত একটি নিউট্রিনো টেলিস্কোপ।
    Last Updated: 30-12-2024
  • স্টারলিংক প্রথম কোন দেশে সেবা চালু করে? 
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 30-12-2024
  • পাহাড়িয়া মাতৃভাষার কী-বোর্ডটি বিশ্বের কততম কী-বোর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে? 
    Ans: ২৯৫তম।
    Last Updated: 30-12-2024
Showing 1711 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events