সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কী-বোর্ডের নাম কী? 
    Ans: মালত সাবা।
    Last Updated: 30-12-2024
  • বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশে মোট রিজার্ভের পরিমাণ কত? 
    Ans: ২,৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
    Last Updated: 30-12-2024
  • বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম কত বছর ধরে পরিচালিত হচ্ছে? 
    Ans: ২৫ বছর।
    Last Updated: 30-12-2024
  • মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
    Ans: দক্ষিণ কোরিয়া (২৯ ডিসেম্বর জেজু এয়ারের ৭সি২২১৬ বিমান বিধ্বস্ত হয়)।
    Last Updated: 29-12-2024
  • জার্মানির প্রেসিডেন্ট পরবর্তী সাধারণ নির্বাচন কবে হওয়ার ঘোষণা দিয়েছেন? 
    Ans: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫। (প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২৭ ডিসেম্বর পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে এ ঘোষণা দেন)
    Last Updated: 29-12-2024
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন কবে? 
    Ans: ২৯ ডিসেম্বর, ১৮৬৩।
    Last Updated: 29-12-2024
  • শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? 
    Ans: ময়মনসিংহ (জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯১৪)।
    Last Updated: 29-12-2024
  • বাংলা একাডেমির "সা'দত আলি আখন্ড সাহিত্য পুরস্কার ২০২৪' পেয়েছেন কে? 
    Ans: মোহাম্মদ হারুন-উর-রশিদ।
    Last Updated: 29-12-2024
  • 'বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২৪' দেওয়া হয় কতজন কে? 
    Ans: ৭ জন
    Last Updated: 29-12-2024
  • ২০২৪ সালের বর্ষপণ্য কোনটি? 
    Ans: হস্তশিল্পজাত পণ্য
    Last Updated: 29-12-2024
  • চিকিৎসার জন্য প্রতি বছর কী পরিমাণ লোক দেশের বাইরে যায়?
    Ans: ৮ লাখেরও বেশি মানুষ। 
    Last Updated: 28-12-2024
  • লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর তথ্যানুযায়ী, ২০৩৯ সালে বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ হবে? 
    Ans: ২১ তম
    Last Updated: 28-12-2024
  • সম্প্রতি সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়া নাসার মহাকাশযানটির নাম কী? 
    Ans: পার্কার সোলার প্রোব।
    Last Updated: 28-12-2024
  • সদ্য প্রায়ত ভারতে সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর রাজনৈতিক দলের নাম কী? 
    Ans: ভারতীয় জাতীয় কংগ্রেস।
    Last Updated: 28-12-2024
  • ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ কত? 
    Ans: ৪,৪৪৭ কোটি ডলার। (সূত্র: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
    Last Updated: 28-12-2024
  • দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন কে? 
    Ans: চোই সাং-মক।
    Last Updated: 28-12-2024
  • ২০২৪ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট (পুরুষ) পুরস্কার জিতেছেন–
    Ans: ভিনিসিয়ুস জুনিয়র
    Last Updated: 27-12-2024
  • দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন–
    Ans: ডোমারাজ গুকেশ
    Last Updated: 27-12-2024
  • বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা–
    Ans: দ্য অবজারভার
    Last Updated: 27-12-2024
  • ২০২৪ সালে ‘গেম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে কোন গেম?
    Ans: অ্যাস্ট্রো বট
    Last Updated: 27-12-2024
  • মস্কোয় ইউক্রেন কর্তৃক পরিচালিত বোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান–
    Ans: ইগর কিরিলভ
    Last Updated: 27-12-2024
  • চীনের বিখ্যাত ‘তিয়েন আনমেন’ স্কয়ারে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়–
    Ans: ১৯৮৯ সালে
    Last Updated: 27-12-2024
  • বিশ্বের বৃহত্তম দ্বীপ ‘গ্রিনল্যান্ড’ কোন দেশের অংশ?
    Ans: গ্রিনল্যান্ড
    Last Updated: 27-12-2024
  • ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এ সেরা খেলোয়াড়-
    Ans: ঋতুপর্ণা
    Last Updated: 27-12-2024
  • ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কোন খাত?
    Ans: জনপ্রশাসন
    Last Updated: 27-12-2024
  • সর্বশেষ এলডিসি উত্তীর্ণ দেশ কোনটি?
    Ans: সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে (১৩ ডিসেম্বর,২০২৪)
    Last Updated: 27-12-2024
  • সম্প্রতি ক্যানসার চিকিৎসায় এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছে-
    Ans:  রাশিয়া
    Last Updated: 27-12-2024
  • এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)–এর কোন মানকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়?
    Ans: ৩০১-৪০০
    Last Updated: 27-12-2024
  • মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ গেরিলা দল ‘আফতাব বাহিনী’ কোন এলাকায় গড়ে উঠেছিল?
    Ans: রৌমারি, কুড়িগ্রাম
    Last Updated: 27-12-2024
  • হোদেইদাহ শহর কোন দেশে অবস্থিত? 
    Ans: ইয়েমেন।
    Last Updated: 27-12-2024
Showing 1741 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events