বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ২৩এ’
‘এ২৩এ’ নামের হিমশৈলটি আয়তনে ৩,৮০০ বর্গকিলোমিটার, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। এর ঘনত্ব ৪০০ মিটার। ৩০ বছরের বেশি সময় এটি ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করে স্থির ছিল।
বর্তমান অবস্থা:
২০২০ সাল থেকে এটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণাবর্তে ঘুরছিল।
বিজ্ঞানীদের মতামত:
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (BAS) মতে, এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার পথে। সেখানে উষ্ণ পানির সঙ্গে ধাক্কা লেগে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে।
current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন
