সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ফিফা দ্য বেস্ট ২০২৩
    Ans: - ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ১৫ জানুয়ারি ২০২৪ ঘোষণা করা হয় ।
    - বিভিন্ন নামে ১৯৯১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
    - সেরা পুরুষ খেলোয়াড় ক্যাটাগরিতে আর্লিং হালান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মেসির।
    - ভোটাভুটিতে দুজনই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পান।
    - কিন্তু (নিয়মের ধারা অনুযায়ী) জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যকবার প্রথমে থেকে এগিয়ে যান মেসি।
    - এমবাপ্পে ৩৮ স্কোরিং পয়েন্ট পেয়ে তৃতীয় হন।

    এক নজরে__
    • নারী খেলোয়াড় : আইতানা বোনমাতি (স্পেন)
    • পুরুষ খেলোয়াড় : লিওনেল মেসি (আর্জেন্টিনা)
    • নারী গোলকিপার : মেরি আপস (ইংল্যান্ড)
    • পুরুষ গোলকিপার : এদেরসন (ব্রাজিল)
    • নারী কোচ : সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস)
    • পুরুষ কোচ : পেপ গার্দিওলা (স্পেন)
    • পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল)
    • স্পেশাল অ্যাওয়ার্ড : মার্তা (ব্রাজিল)
    • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : ব্রাজিল জাতীয় ফুটবল দল
    • ফ্যান অ্যাওয়ার্ড : হুগো দানিয়েল ইনিগুয়েজ

    Last Updated: 19-02-2024
  • বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ 
    Ans: - ১৬ দেশের চেষ্টায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী রেডিও টেলিস্কোপ ।
    - এ প্রকল্পের নাম 'স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি’ (SKAO)।
    - SKAO প্রকল্পের লক্ষ্য এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিশ্বের বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা ।
    - ‘স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি' দূরবীক্ষণ যন্ত্রটি দুটি ধাপে তৈরি হবে।
    ১। প্রথম পর্যায়ের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়।
    ২। ২০২৯ সালের মধ্যে দুটি ধাপের কাজই শেষ হবে।

    Last Updated: 19-02-2024
  • চাঁদের বুকে পঞ্চম দেশ জাপান 
    Ans: - ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে।
    - এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে।
    - স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি।
    - ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান ।
    - দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়।
    - এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।

    Last Updated: 19-02-2024
  • সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 
    Ans: - টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) অধীন বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্ট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা দেখা যায়।
    - ২৭ ডিসেম্বর ২০২৩ এ পাওয়ার প্ল্যান্টের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা।
    - ৮,২১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সাল থেকেই বন্ধ রয়েছে ।
    - ফুকুশিমা বিপর্যয়ের সেই সময়ে জাপানের সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই একে একে বন্ধ হয়ে যায় ।

    Last Updated: 19-02-2024
  • শেখ হাসিনার নেতৃত্বে ৫ম মন্ত্রীসভা 
    Ans: • ১১ জানুয়ারি ২০২৪ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করে।

    মন্ত্রী
    • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় - আ.ক.ম. মোজাম্মেল হক(গাজীপুর-১)
    • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় - ওবায়দুল কাদের(নোয়াখালী-৫)
    • অর্থ মন্ত্রণালয় - আবুল হাসান মাহমুদ আলী(দিনাজপুর-৪)
    • শিল্প মন্ত্রণালয় - নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন(নরসিংদী-৪)
    • স্বরাষ্ট্র মন্ত্রণালয় - আসাদুজ্জামান খান(ঢাকা-১২)
    • পররাষ্ট্র মন্ত্রণালয় - মোহাম্মদ হাছান মাহ্‌মুদ(চট্টগ্রাম-৭)
    • সমাজকল্যাণ মন্ত্রণালয় - ডা. দীপু মনি(চাঁদপর-৩)
    • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় - ডা. সামান্ত লাল সেন(হবিগঞ্জ-টেকনোক্র্যাট)
    • শিক্ষা মন্ত্রণালয় - মহিবুল হাসান চৌধুরী(চট্টগ্রাম-৯)

    প্রতিমন্ত্রী
    • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় - সিমিন হোসেন (রিমি)(গাজীপুর-৪)
    • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় - রুমানা আলী(গাজীপুর-৩)
    • বাণিজ্য মন্ত্রণালয় - আহসানুল ইসলাম টিটু(টাঙ্গাইল-৬)

    মন্ত্রীসভায় ৪ নারী
    - শেখ হাসিনা, ডা. দীপু মনি, সিমিন হোসেন (রিমি), রুমানা আলী।

    বিশ্বে দীর্ঘমেয়াদী নারী শাসক
    - দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত সংসদ নেতা হন শেখ হাসিনা ।
    - বিশ্বে পরপর টানা চার মেয়াদে এবং মোট পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড কেবল শেখ হাসিনার।
    - তিনি ৮বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

    Last Updated: 19-02-2024
  • ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা - ২০২২
    Ans: - জনশুমারি পরিচালনা করে সংস্থা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ।
    - জনশুমারি অনুষ্ঠিত হয় : ১০ বছর পর পর।
    - ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২।
    - গণনাকৃত জনসংখ্যা : ১৬,৫১,৫৮,৬১৬ জন।
    - জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২২%।
    - জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
    - পুরুষ ও নারীর অনুপাত : ৯৮ : ১০০।
    - দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) : ৭৪.৬৬%।
    - খানার সংখ্যা : ৪,১০,১০,০৫১ জন।
    - খানা প্রতি গড় সদস্য : ৪.০
    - প্রতিবন্ধী জনসংখ্যা : ২৩, ৬১, ৬০৪ জন।
    - শহুরে জনসংখ্যা : ৫,২০,০৯,০৭২ জন।
    - পল্লী জনসংখ্যা : ১১,৩০,৬৩,৫৮৭ জন।
    - জনসংখ্যায় বৃহত্তম বিভাগ : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন।
    - জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ : বরিশাল; ৯১,০০,১০২ জন।
    - জনসংখ্যা বৃদ্ধির হার বেশি : ঢাকা (১.৭৪%) বিভাগ।
    - জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে : বরিশাল (০.৭৯%) বিভাগে.
    - পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক ঢাকা; ১০৩.৪০ : ১০০ বিভাগে.
    - পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন চট্টগ্রাম; ৯৩.৩৮ : ১০০ বিভাগে.
    - জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।
    - জনসংখ্যার ঘনত্ব কম : বরিশাল বিভাগে(প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।
    - সাক্ষরতার হার সর্বাধিক : ঢাকা; ৭৮.০৯% বিভাগে।
    - সাক্ষরতার হার সর্বনিম্ন : ময়মনসিংহ; ৬৭.০৯% বিভাগে.
    - জনসংখ্যায় বৃহত্তম জেলা : ঢাকা; ১,৪৭,৩৪,০২৫ জন।
    - জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা : বান্দরবান; ৪,৮১,১০৯ জন।
    - পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক জেলা ঢাকা; ১১৫.৪৫ : ১০০।
    - পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া; ৮৬.৯৯ ঃ ১০০।
    - জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা জেলা(প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।
    - জনসংখ্যার ঘনত্ব কম রাঙ্গামাটি জেলা (প্রতি বর্গকিমি ১০৬ জন)।
    - সাক্ষরতার হার সর্বাধিক জেলা : পিরোজপুর; ৮৫.৪১%।
    - সাক্ষরতার হার সর্বনিম্ন জেলা : জামালপুর; ৬১.৫৩%।
    - জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন : ঢাকা উত্তর; ৫৯,৭৯,৫৩৭ জন।
    - জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন : বরিশাল; ৪,১৯, ৩৫১ জন।
    - সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)।
    - কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব কম : রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)।
    - মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা : ১৬,৫০,১৫৯ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা : পুরুষ ৮,২৪,৭৫১ জন ও নারী ৮,২৫,৪০৮ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার ০.৯৯%।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা : ৫০টি।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ বিভাগ : চট্টগ্রাম; ৯,৯০, ৮৬০ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন বিভাগ : বরিশাল; ৪,১৮১ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ জেলা :রাঙ্গামাটি; ৩,৭২,৮৬৪ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে সর্বনিম্ন জেলা : লালমনিরহাট; ১১৮ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে : চাকমা; ৪,৮৩, ২৯৯ জন।
    - ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে : ভিল; ৯৫ জন।

    Last Updated: 18-02-2024
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ 
    Ans: • ২৪ জানুয়ারি ২০২৪ 'বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০২৩' ঘোষণা করা হয়।
    • সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পেয়েছেন।

    কবিতা: শামীম আজাদ
    কথাসাহিত্য: নূরুদ্দিন জাহাঙ্গীর, সালমা বাণী
    প্রবন্ধ/গবেষণা: জুলফিকার মতিন
    অনুবাদ: সালেহা চৌধুরী
    নাটক ও নাট্যসাহিত্য (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র): মৃত্তিকা চাকমা, মাসুদ পথিক
    শিশুসাহিত্য: তপংকর চক্রবর্তী
    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: আফরোজা পারভীন, আসাদুজ্জামান আসাদ
    বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মো. মজিবুর রহমান
    বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান: ইনাম আল হক
    আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্য: ইসহাক খান
    ফোকলোর: তপন বাগচী, সুমনকুমার দা।

    Last Updated: 13-02-2024
  • NTRCA বিলুপ্ত
    Ans: • ১২ ডিসেম্বর ২০২৩ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) জন্য নতুন আইন তৈরি-সংক্রান্ত সভা হয়।
    • ২৮ মার্চ ২০২৩ শিক্ষা মন্ত্রণালয়ে NTRCA আইন, ২০০৫ সংশোধনের প্রস্তাব দেওয়া হয় (আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলে ৩০%-এর বেশি সংশোধনী থাকায় নতুন আইন তৈরির নির্দেশ দেয়)।
    • ‘বেসরকারি ; শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ' নামে নতুন আইনের খসড়া তৈরি করা হয়। নতুন আইন কার্যকর হলে NTRCA বিলুপ্ত হবে।
    • পরিবর্তে সরকারি কর্ম কমিশনের (PSC) আদলে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ গঠন করা হবে।
    • এটি পরিচালনা করবে ১৪ সদস্যের নির্বাহী বোর্ড।
    • ২০০৫ সাল থেকে পরীক্ষা নিয়ে নিবন্ধন সনদ দিচ্ছে NTRCA.

    Last Updated: 13-02-2024
  • নতুন মুদ্রানীতি ঘোষণা 
    Ans: • ১৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ ব্যাংক (জানুয়ারি-জুন ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করে।
    • আগামী জুন মাসের মধ্যে এ মুদ্রানীতিতে ৬% জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি সাড়ে ৭% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।
    • বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে সুদ হার ৯% থেকে বেড়ে ১২% দিতে হবে।
    • ডলারের দাম নির্ধারণে জন্য‘ক্রলিং পেগ’ পদ্ধতির ঘোষণা দেওয়া হয়।
    • ইতঃপূর্বে ২০২৩ সালের জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বাড়িয়ে ৬.৫% করে যা জুলাই এ কার্যকর হয়।
    • এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে।
    • পূর্বের ৯% সুদ হারের সীমা তুলে নেওয়া হয়।
    • ২০২৩ সালে মূল্যস্ফীতির হার ছিল জানুয়ারি-৮.৫৭%, অক্টোবর-৯.৯৩%, নভেম্বর ৯.৪৯%।

    Last Updated: 13-02-2024
  • উফশী ধান ও গমের জাত উদ্ভাবন
    Ans: • বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) বিজ্ঞানীরা প্রোটিনসমৃদ্ধ, উচ্চফলনশীল নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেন ( ব্রি ধান ১০৭ ও ব্রি ধান ১০৮)।
    • ৯ জানুয়ারি ২০২৪ জাতীয় বীজ বোর্ডের ১১১তম সভায় নতুন দুই জাতের ধানের অনুমোদন দেওয়া হয়।
    • নতুন দুই জাতসহ BRRI সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৫টি।
    • ধান উৎপাদন প্রতি হেক্টরে ৮.১৯ টন হতে পারে।

    Last Updated: 13-02-2024
  • কৃষি পরিসংখ্যান ২০২২
    Ans: এক নজরে বাংলাদেশ কৃষি পরিসংখ্যান (২০২২)

    মোট পরিবার/খানা- ৩,৫৫,৩৩,১৮০
    মোট কৃষি পরিবার/খানা- ১,৬৫,৬২,৯৭৪
    কৃষি বর্হিভূত পরিবার/খানা- ১,৮৯,৭০,২৬০
    মোট আবাদযোগ্য জমি- ৮৮,২৯,২৬৬ হেক্টর
    মোট সেচকৃত জমি- ৭৮,৭৮,৬৭৮ হেক্টর
    আবাদযোগ্য পতিত- ৪,৩১,৩৮৬ হেক্টর
    ফসলের নিবিড়তা (%)- ১৯৮%
    এক ফসলি জমি- ২১,১০,৮০০ হেক্টর
    দুই ফসলি জমি- ৪১,২৫,২৮৮ হেক্টর
    তিন ফসলি জমি-১৮,৬৬,৭৮০ হেক্টর
    চার ফসলি জমি- ২২,৬৬২ হেক্টর
    নিট ফসলি জমি- ৮১,২৬,৩৪০ হেক্টর
    মোট ফসলি জমি- ১,৬০,৫৬,৮১৬ হেক্টর
    জিডিপিতে কৃষি খাতের অবদান- ১১. ৫২ (চলতি মুল্যে ২০২১-২২)
    কৃষিতে নিয়োজিত জনশক্তি- ২,৪৬,৯৩,০০০

    উৎসঃ কৃষি ডাইরি ২০২৩
    তথ্যসূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

    Last Updated: 13-02-2024
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
    Ans: • নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪
    • মোট আসন : ৩০০ 
    • ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত] 
    • প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি
    • প্রদত্ত ভোটের হার : ৪১.৮% 
    • মোট প্রার্থী : ১,৯৭০ 
    • স্বতন্ত্র প্রার্থী : ৪৩৬ 
    • নারী প্রার্থী : ৯৪
    • ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী : ৭৯ 
    তৃতীয় লিঙ্গের প্রার্থী : ১
    • মোট ভোট ৪২,১০৩
    • মোট ভোটার : ১১,৯৬,৯১,৬৩৩
    • পুরুষ ভোটার : ৬,০৭, ৭১,৫৭৯ 
    • নারী ভোটার : ৫,৮৯,১৯,২০২
    • তৃতীয় লিঙ্গের ভোটার : ৮৫২
    • প্রথমবার ভোট দেয় : ১,৫৪,৫২,০০০
    • দেশে নিবন্ধিত রাজনৈতিক দল : ৪৪টি
    • বিদেশি পর্যবেক্ষক : দুইশর বেশি
    • দেশি পর্যবেক্ষক : ২০,৭৭৩
    • দেশি সাংবাদিক : ১০,০০০ 
    • বিদেশি সাংবাদিক : ৯২ 


    সংসদ নেতা-উপনেতা
    - ১০ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
    - বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।
    - নুর-ই-আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ হিসেবে এবং মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), সাইমুম সরওয়ার কমল, (কক্সবাজার-১) ও নজরুল ইসলাম বাবুকে (নারায়ণগঞ্জ-২) দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করা হয়।
    ♦ এছাড়া জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের নেতা নির্বাচিত হন জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত করা হয় মুজিবুল হক (চুন্নু)-কে।
    • স্পিকার-ডেপুটি স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

    Last Updated: 08-02-2024
  •  জাতিসংঘের তিন সংস্থার বোর্ড সভাপতি
    Ans: • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং জাতিসংঘ প্রকল্প সেবাগুলোর কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয় (কলম্বিয়া, জার্মানি, রোমানিয়া এবং ইথিওপিয়ার রাষ্ট্রদূতরা সহ-সভাপতি নির্বাচিত হয়)
    • ১০ জানুয়ারি ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
    • ২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এ তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে।
    - UNDP মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে।
    - UNFPA কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনার বিষয়ে।
    - UNOPS শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলির প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে।
    • ২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের পর থেকে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি এবং UNDP, UNFPA, UNOPS'র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    Last Updated: 08-02-2024
  • হস্তশিল্পজাত পণ্য ২০২৪ সালের বর্ষপণ্য 
    Ans: • ২১ জানুয়ারি ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন।
    • আদি ও মধ্যযুগে হস্তশিল্প হিসেবে প্রসিদ্ধ ছিল বয়ন, ধাতব পদার্থের কাজ, জুয়েলারি, বিশেষ করে রুপার তৈরি অলঙ্কার, কাঠের কাজ, বেত এবং বাঁশের কাজ, মাটি ও মৃৎপাত্র। 
    ২০২৩ সালে পাটজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করা হয়।

    Last Updated: 08-02-2024
  • চিকিৎসা অ্যাক্রেডিটেশন কাউন্সিল
    Ans: • ১৮ সেপ্টেম্বর ২০২৩ চিকিৎসা শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের উদ্দেশ্যে প্রণিত আইন প্রণয়ন করা হয়।
    • উক্ত আইনের ৪(১) নং ধারায় বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করা হয়।
    • ৩ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হয়।
    • কাউন্সিলের সদস্য একজন চেয়ারম্যান, (৪ জন পূর্ণকালীন সদস্য- সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা সরকারের প্রশাসনিক কার্যে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি) এবং ৮ জন খণ্ডকালীন সদস্যের সমন্বয়ে কাউন্সিল গঠিত হবে।  

    Last Updated: 08-02-2024
  • স্মার্ট মিউটেশন
    Ans: • দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ চালু করবে ভূমি মন্ত্রণালয়।
    • ৩০ ডিসেম্বর ২০২৩ রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়। 
    • প্রথম প্রজন্মের ই-নামজারি ব্যবস্থা প্রায় ৬ বছর ধরে চালু আছে। এর অভিজ্ঞতা থেকেই স্মার্ট মিউটেশন করা হবে।
    • ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি ‘স্মার্ট ল্যান্ড সার্ভিস' পোর্টালে ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই- মিউটেশন’-কে প্রতিস্থাপন করবে।

    Last Updated: 08-02-2024
  • খাদ্য মূল্যস্ফীতি সূচক
    Ans: • প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ (বিশ্বব্যাংক)।
    • খাদ্যের মূল্যস্ফীতি কোন দেশে কতটা বেশি সেটি বোঝাতে বিভিন্ন দেশকে ৪টি শ্রেণিতে ভাগ করে বিশ্বব্যাংক।
    • শ্রেণি ৪টি হলো— সবুজ, হলুদ, লাল ও বেগুনি।
    • কোনো দেশের খাদ্যের মূল্যস্ফীতি ২% এর কম হলে ‘সবুজ’, ২%-৫% হলে 'হলুদ', ৫%-৩০% হলে 'লাল' এবং ৩০% বা এর বেশি হলে ‘বেগুনি’ শ্রেণির অন্তর্ভুক্ত হবে।
    এ তালিকায় বাংলাদেশ ‘লাল’ শ্রেণিতে রয়েছে।
    • খাদ্যের মূল্যস্ফীতির হার > বাংলাদেশ ১২.৬% (অক্টোবর), ভারত ৮% (নভেম্বর), শ্রীলংকা -৩.৬% (নভেম্বর), নেপাল ৮.৪% (অক্টোবর), ভুটান ৫.২% (অক্টোবর), পাকিস্তান ২৮% (নভেম্বর)।

    Last Updated: 07-02-2024
  • বৈশ্বিক স্বর্ণ মজুত
    Ans: • ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী—
    • মজুত তালিকার শীর্ষ ৫ দেশ (টন) > যুক্তরাষ্ট্র : ৮১৩৩; জার্মানি : ৩৩৫৩; ইতালি : ২৪৫২; ফ্রান্স : ২৪৩৭ ও রাশিয়া : ২৩৩৩।
    • সার্কভুক্ত দেশের অবস্থান (টন) > ভারত : ৮০১; পাকিস্তান : ৬৪.৬৬; আফগানিস্তান : ২১.৮৭; বাংলাদেশ : ১৪.০৩; নেপাল : ৭.৯৯ ও শ্রীলংকা : ০.৪৭।

    Last Updated: 07-02-2024
  • হেনলি পাসপোর্ট সূচক
    Ans: • প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ (যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners)।
    সূচক অনুযায়ী—
    • অন্তর্ভুক্ত দেশ : ১৯৯টি।
    • সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এ ছয়টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯৪টি দেশে। এবারই প্রথম সর্বাধিক ছয়টি দেশ যৌথভাবে শীর্ষ স্থান দখল করে।
    • ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ও উত্তর কোরিয়া ।
    • বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪২টি দেশ ভ্রমণ করতে পারবে।
    • সর্বনিম্ন দেশ আফগানিস্তান, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৮টি দেশে।

    Last Updated: 07-02-2024
  • ৮১তম গোল্ডেন গ্লোব
    Ans: - ৭ জানুয়ারি ২০২৪ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ব্রেভারলি হিলসে ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার ঘোষণা করা হয়।
    - এ আসরে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ ছবি সর্বোচ্চ পাঁচটি পুরস্কার লাভ করে।
    এক নজরে বিজয়ীরা—
    • চলচ্চিত্র (ড্রামা) : ওপেনহাইমার
    • চলচ্চিত্র (মিউজিক্যাল/ কমেডি) : পুওর থিংস
    • পরিচালক : ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)
    • অভিনেতা (ড্রামা) : কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
    • অভিনেত্রী (ড্রামা) : লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
    • চিত্রনাট্য : অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ব্রিয়েত, আর্থার হারারি)
    • বিদেশি ভাষার চলচ্চিত্র : অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)
    • অ্যানিমেটেড সিনেমা : দ্য বয় অ্যান্ড দ্য হেরন (জিকিডস)
    • মৌলিক গান : হোয়াট ওয়াজ আই মেড ফর (সিনেমা : বার্বি, গীতিকার ও সুরকার : বিলি আইলিশ এবং ফিনিয়াস ও কনেল) ।

    Last Updated: 07-02-2024
  • ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
    Ans: - ফ্রান্সের রাজনীতিতে উদীয়মান নেতা ৩৪ বছর বয়সি গ্যাব্রিয়েল আতাল দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
    -  এর আগে তিনি দেশটির শিক্ষামন্ত্রী ছিলেন।
    - ফ্রান্সের নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি দায়িত্ব গ্রহণের দুই বছর পর ৮ জানুয়ারি ২০২৪ পদত্যাগ করেন।
    - ৯ জানুয়ারি ২০২৪ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গ্যাব্রিয়েল আতালকে এ পদে নিয়োগ দেন।
    - আতাল ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী।
    - এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হন ৩৭ বছর বয়সি লোরা ফ্যাবিউস।
    - অন্যদিকে, ইমানুয়েল ম্যাখোঁও দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।
    - ১৯৯১ সালে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এডিথ ক্রেসন।
    - ২০২৪ সালের জুনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্সের সরকার প্রধানের নেতৃত্ব দিতে হবে।

    Last Updated: 07-02-2024
  • নিচের কোন ফুটবল খেলোয়াড়কে বুড়ো নেকড়ে (old wolf) বলা হয়?
    Ans: মারিও জাগালো (ব্রাজিল)।
    Last Updated: 06-02-2024
  • ২০২৩ সালের ‘ফিফা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন কে?
    Ans: আইতানা বোনমাতি (স্পেন)।
    Last Updated: 06-02-2024
  • দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন?
    Ans: কাজী আনিসুর রহমান।
    Last Updated: 06-02-2024
  • আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এর আয়োজক কোন দেশ?
    Ans: দক্ষিণ আফ্রিকা।
    Last Updated: 06-02-2024
  • ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের মৃত্যুর শতবর্ষ কবে পালিত হয়? 
    Ans:  ২১ জানুয়ারি ২০২৪।
    Last Updated: 06-02-2024
  • অযোধ্যায় ঐতিহাসিক স্থানে নতুন রাম মন্দির কবে উদ্বোধন করা হয়?
    Ans: ২২ জানুয়ারি ২০২৪।
    Last Updated: 06-02-2024
  • চীনে শিশুদের দেশপ্রেম শিক্ষার উদ্দেশ্যে পেট্রিয়টিক এডুকেশন ল’ আইনটি কবে থেকে কার্যকর হয়?
    Ans: ১ জানুয়ারি ২০২৪।
    Last Updated: 06-02-2024
  • ১ জানুয়ারি ২০২৪ জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?
    Ans: ইশিকাওয়া ।
    Last Updated: 06-02-2024
  • মিস আমেরিকা ২০২৪ নির্বাচিত হন কে?
    Ans: ম্যাডিসন মার্শ।
    Last Updated: 06-02-2024
Showing 2371 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events