সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নাম কী?
    Ans: জেমিনি।
    Last Updated: 07-03-2024
  • ২২ জানুয়ারি ২০২৪ কোন দেশ সমুদ্রের তলদেশে রেলওয়ে টানেল নির্মাণের ঘোষণা দেয়?
    Ans: মালদ্বীপ।
    Last Updated: 07-03-2024
  • মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন চিপ স্থাপন করে কোন প্রতিষ্ঠান?
    Ans: নিউরালিংক।
    Last Updated: 07-03-2024
  • ৩ ফেব্রুয়ারি ২০২৪ থাইল্যান্ড ও শ্রীলংকার মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়?
    Ans: মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)।
    Last Updated: 07-03-2024
  • বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরি ‘আইকন অব দ্য সিজ' কবে যাত্রা শুরু করে?
    Ans: ২৭ জানুয়ারি ২০২৪।
    Last Updated: 07-03-2024
  • ‘অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স' বলতে কী বোঝায়?
    Ans: ইরান-সমর্থিত বাহিনীর নেটওয়ার্ক।
    Last Updated: 07-03-2024
  • ‘মুস্তারিবিন’ কোন দেশের কুখ্যাত গুপ্তচর বাহিনী?
    Ans: ইসরায়েল।
    Last Updated: 07-03-2024
  • সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কোন শহর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়?
    Ans: আভদিভকা ।
    Last Updated: 07-03-2024
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?
    Ans: মরিয়ম নওয়াজ।
    Last Updated: 07-03-2024
  • ২১ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
    Ans: পূর্ণ।
    Last Updated: 07-03-2024
  • ‘৫৭০’ চলচ্চিত্রটির পরিচালক কে?
    Ans: আশরাফ শিশির।
    Last Updated: 07-03-2024
  • BBS বর্তমানে GDP'র হিসাব প্রকাশ করে—
    Ans: ত্রৈমাসিক।
    Last Updated: 07-03-2024
  • ২০২২-২৩ সালের GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু GDP কত?
    Ans: ২,৬২,৮৬৮ টাকা।
    Last Updated: 07-03-2024
  • ২০২২-২৩ সালের GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় কত?
    Ans: ২,৭৩,৩৬০ টাকা ।
    Last Updated: 07-03-2024
  • ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হবে?
    Ans: ৪৫ বছর; সর্বোচ্চ ৭৫ বছর।
    Last Updated: 07-03-2024
  • বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি?
    Ans:  ১৮টি।
    Last Updated: 07-03-2024
  • বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার বিনিময় বা সোয়াপ ব্যবস্থা চালু করে কবে?
    Ans: ১৫ ফেব্রুয়ারি ২০২৪।
    Last Updated: 07-03-2024
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কী?
    Ans: বঙ্গবন্ধু ।
    Last Updated: 07-03-2024
  • ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (ITFC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঋণ চুক্তি কবে স্বাক্ষর করে?
    Ans: ৭ ফেব্রুয়ারি ২০২৪।
    Last Updated: 07-03-2024
  • দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন?
    Ans: ৭০ জন (সরাসরি নির্বাচিত ২০জন)।
    Last Updated: 07-03-2024
  •  দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি?
    Ans: ৩৯টি।
    Last Updated: 07-03-2024
  • মাইকেল মধুসূদন পদক ২০২৩ লাভ করেন কে?
    Ans: সুহিতা সুলতানা।
    Last Updated: 07-03-2024
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুযায়ী, শিল্পে নিয়োজিত জনগোষ্ঠী কত শতাংশ?
    Ans: ১২.৪৯%।
    Last Updated: 07-03-2024
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৪ দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়?
    Ans:  সিলেট।
    Last Updated: 07-03-2024
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (BAU) উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কী?
    Ans: নিউট্রিয়েন্ট ব্যালেন্স।
    Last Updated: 07-03-2024
  • বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে?
    Ans: ১৫.৫৮% (জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে)।
    Last Updated: 07-03-2024
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কতটি ভাষায় অনূদিত হয়?
    Ans: ৬টি- চাকমা, মারমা, ককবরক, আচিক, কুড়মালি ও সাদরি।
    Last Updated: 07-03-2024
  • অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩
    Ans: • মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।
    • জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।
    • জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।
    • পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০
    • সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।
    • গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১)
    • মুদ্রাস্ফীতি : ৯.২৪%
    • মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।
    • মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।
    • দারিদ্র্যের হার : ১৮.৭%
    • চরম দারিদ্র্যের হার : ৫.৬০%
    • স্বাক্ষরতার হার : ৭৬.৪%
    • জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%
    • জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০%
    • জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬%
    • জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪%
    • মোট ব্যাংক : ৬১টি
    • ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
    • বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে।
    • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি)
    • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)

    Last Updated: 27-02-2024
  • বাংলাদেশের একমাত্র স্কাইডাইভার হিসেবে স্বীকৃতি পেয়েছে-
    Ans: আশিক চৌধুরী
    Last Updated: 24-02-2024
  • আরকান আর্মি-
    Ans: মেজর জেনারেল তোয়ান মারত এবং ব্রিগেডিয়ার জেনারেল নিয়ো টোয়ানের নেতৃত্বে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। তাদের ক্যারিশম্যাটিক নেতৃত্ব রাজ্যের জনগণের জন্য একটি নতুন আশা জাগিয়েছিল। এর আগে আরাকান লিবারেশন আর্মি/আরাকান লিবারেশন পার্টি একটি স্বাধীন আরাকান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ২০১৪ সালে আরাকান আর্মি (এএ) ‘আরাকান ড্রিম ২০২০’ নামে একটি রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ করে। এই রোডম্যাপ প্রকাশের পর থেকে আরাকান আর্মির জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে থাকে।
    Last Updated: 21-02-2024
Showing 2341 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events