কপ :
- COP'র পূর্ণরূপ Conference of the Parties
- ১৯৯২ সালে জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর COP অনুাষ্ঠত হয়।
তথ্যবহুল কপ-২৮ :
- ১৯৮ টি দেশ ও অঞ্চলের প্রায় ৭০,০০০ লোক অংশগ্রহনের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে কপ-২৯ অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
- ব্রাজিল ২০২৫ সালের কপ-৩০ এর আয়োজন করবে।
- ২০২৮ সালের কপ-৩৩ আয়োজনের প্রস্তাব করে ভারত।
- ক্যারিবীয় দেশ বার্বাডোজ ক্লাইমেট ভালনাবেরল ফোরামের(CVF) নতুন সভাপতি হয়।
- জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলা সংক্রান্ত তহবিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুনর্গঠন।
- সুলতান আল-জাবের কপ-২৮ এর সভাপতি।
সম্মেলনে প্রাপ্তি :
• জীবাশ্ম জ্বালানী চুক্তি :
- কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার শুরু করার বিষয়ে ১৩ ডিসেম্বর ২০২৩ এ ২০০ টি দেশ ও অঞ্চল একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে জীবাশ্ম জ্বালানী থেকে আসতে ’অন্তর্বর্তীকালীন জ্বালানি’ হিসেবে গ্যাস ও কার্বন দূষণ কমানো কষ্টসাধ্য েএমন খাতে কার্বন নিয়ন্ত্রণ ও সংরক্ষণ (CCS) প্রযুক্তি ব্যবহার করবে।
• গ্লোবাল স্টোকটেক :
- গ্লোবাল স্টোকটেক এবারের সম্মেলনের ঘোষনা হিসেবে আসা মূল দলিল।
- বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য যে জীবাশ্ম জ্বালানি দায়ী সেটা এ দলিলের মাধ্যমে প্রকাশ পায় এবং জাতিসংঘ সেটি মেনে নেয়।
• নবায়নযোগ্য জ্বালানীর সক্ষমতা বৃদ্ধি :
- কপ-২৮ সম্মেলনে নবায়নযোগ্য সক্ষমতা তিন গুন বৃদ্ধিতে সম্মত হন বিশ্ব নেতারা।
- ১১৮ টি দেশ ২-৩ ডিসেম্বর ‘গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন চুক্তিতে’ স্বাক্ষর করেন।
- বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমানের ৩.৪ টেরাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে ১১ টেরাওয়াটে উন্নীত করা এর উদ্দেশ্য।
• রেকর্ড তহবিল :
- এ প্রকল্পের অর্থের প্রবাহ বৃদ্ধি করতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষনা দেয় সংযুক্ত আরব আমিরাত।
- ১ ডিসেম্বর ২০২৩ ঘোষিত তহবিলটির নাম দেওয়া হয় ‘আলতেরা’।
- ২০৩০ সাল নাগাদ মোট ২৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে উক্ত তহবিলটি।
- এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে গ্রীষ্মমন্ডলীয় রোগের(এনটিডি) সাথে লড়াই করার জন্য ৭৭৭ বিলিয়ন ডলারের ভিত্তি তৈরি করেছে।
current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন
