সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ঢাকা-কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে?
    Ans: ১ ডিসেম্বর ২০২৩।
    Last Updated: 28-01-2024
  • ঢাকা-কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত?
    Ans: ৪৮০ কিমি; তবে এ রেলপথের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিমি ।
    Last Updated: 28-01-2024
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ সালে দ্য হেগ অ্যাওয়ার্ডে ভূষিত হন কে?
    Ans: অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ।
    Last Updated: 28-01-2024
  • ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কার লাভ করেন?
    Ans: ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড।
    Last Updated: 28-01-2024
  • ২ ডিসেম্বর ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পান কে?
    Ans: অধ্যাপক হারুন-অর-রশিদ।
    Last Updated: 28-01-2024
  • স্বল্পোন্নত দেশ
    Ans: - LDCs’র পূর্ণরূপ Least Developed Countries অর্থাৎ, স্বল্পোন্নত দেশসমূহ।
    - ষাট এর দশকে স্বল্পোন্নত ধারনাটি আসে।
    - জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত এ দু ্শ্রেণীতে সব দেশকে ভাগ করে।
    - ১৮ নভেম্বর ১৯৭১ জাতিসংঘের এক প্রস্তাবের মাধ্যমে এটি গঠিত হয়।
    - সর্বশেষ ২০১২ সালে LDC- তে দক্ষিন সুদান যুক্ত হয়।

    উত্তরণের মানদন্ড :

    সূচক             -               উত্তরণ
     GNI             -            ১,২২৮$ বা এর বেশি (বাংলাদেশ ১৮২৭$)
     HAI             -             ৬৬ বা এর বেশি
     EVI             -              ৩২ বা এর কম

    ৭ দেশের উত্তরণ : 

    দেশ              -            উত্তরণ

    বতসোয়ানা      -           ১৯ ডিসেম্বর ১৯৯৪
    কেপভার্দে       -           ২০ ডিসেম্বর ২০০৭
    মালদ্বীপ         -           ১ জানুয়ারি ২০১১
    সামোয়া          -           ১ জানুয়ারি ২০১৪
    নিরক্ষীয় গিনি   -           ৪ জুন ২০১৭
    ভানুয়াতু         -           ৪ ডিসেম্বর ২০২০
    ভুটাণ            -           ১৩ ডিসেম্বর ২০২৩

    উত্তরণের পথে রয়েছে : 

    দেশ                              -           উত্তরণ হবে

    সাওটোমে অ্যান্ড প্রিন্সিডপ    -          ১৩ ডিসেম্বর ২০২৪
    বাংলাদেশ                        -          ২৪ নভেম্বর ২০২৬
    লাওস                             -          ২৪ নভেম্বর ২০২৬
    নেপাল                            -          ২৪ নভেম্বর ২০২৬
    সলোমন দ্বীপপুঞ্জ               -          ১‘৩ ডিসেম্বর ২০২৭

    Last Updated: 20-01-2024
  • কপ-২৮শেষের শুরু
    Ans:

    কপ :

    - COP'র পূর্ণরূপ Conference of the Parties
    - ১৯৯২ সালে জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
    - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর COP অনুাষ্ঠত হয়।

    তথ্যবহুল কপ-২৮ :
    - ১৯৮ টি দেশ ও অঞ্চলের প্রায় ৭০,০০০ লোক অংশগ্রহনের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়। 
    - ২০২৪ সালে কপ-২৯ অনুষ্ঠিত হবে আজারবাইজানে
    - ব্রাজিল ২০২৫ সালের কপ-৩০ এর আয়োজন করবে।
    - ২০২৮ সালের কপ-৩৩ আয়োজনের প্রস্তাব করে ভারত। 
    - ক্যারিবীয় দেশ বার্বাডোজ ক্লাইমেট ভালনাবেরল ফোরামের(CVF) নতুন সভাপতি হয়।
    - জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলা সংক্রান্ত তহবিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুনর্গঠন
    - সুলতান আল-জাবের কপ-২৮ এর সভাপতি।

    সম্মেলনে প্রাপ্তি : 
    • জীবাশ্ম জ্বালানী চুক্তি
    - কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার শুরু করার  বিষয়ে ১৩ ডিসেম্বর ২০২৩ এ ২০০ টি দেশ ও অঞ্চল একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
    - চুক্তিতে জীবাশ্ম জ্বালানী থেকে আসতে ’অন্তর্বর্তীকালীন জ্বালানি’ হিসেবে গ্যাস ও কার্বন দূষণ কমানো কষ্টসাধ্য েএমন খাতে কার্বন নিয়ন্ত্রণ ও সংরক্ষণ (CCS) প্রযুক্তি ব্যবহার করবে।
    গ্লোবাল স্টোকটেক
    - গ্লোবাল স্টোকটেক এবারের সম্মেলনের ঘোষনা হিসেবে আসা মূল দলিল।
    - বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য যে জীবাশ্ম জ্বালানি দায়ী সেটা এ দলিলের মাধ্যমে প্রকাশ পায় এবং জাতিসংঘ সেটি মেনে নেয়।
    নবায়নযোগ্য জ্বালানীর সক্ষমতা বৃদ্ধি
    - কপ-২৮ সম্মেলনে নবায়নযোগ্য সক্ষমতা তিন গুন বৃদ্ধিতে সম্মত হন বিশ্ব নেতারা।
    - ১১৮ টি দেশ ২-৩ ডিসেম্বর ‘গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন চুক্তিতে’ স্বাক্ষর করেন।
    - বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমানের ৩.৪ টেরাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে  ১১  টেরাওয়াটে উন্নীত করা এর উদ্দেশ্য।
    • রেকর্ড তহবিল : 
    - এ প্রকল্পের অর্থের প্রবাহ বৃদ্ধি করতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষনা দেয় সংযুক্ত আরব আমিরাত
    - ১ ডিসেম্বর ২০২৩ ঘোষিত তহবিলটির নাম দেওয়া হয় ‘আলতেরা’।
    - ২০৩০ সাল নাগাদ মোট ২৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে উক্ত তহবিলটি।
    - এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে গ্রীষ্মমন্ডলীয় রোগের(এনটিডি) সাথে লড়াই করার জন্য ৭৭৭ বিলিয়ন ডলারের ভিত্তি তৈরি করেছে।


    Last Updated: 18-01-2024
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
    Ans: আয়োজন : দশম 
    • আয়োজক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল 
    • সময়কাল : ৮-১৭ ডিসেম্বর ২০২৩ 
    • স্বাগতিক : সংযুক্ত আরব আমিরাত
    • ভেন্যু : আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল একাডেমি
    • অংশগ্রহনকারী দল : ৮টি
    • মোট ম্যাচ : ১৫ টি
    • চ্যাম্পিয়ন : বাংলাদেশ (প্রথমবার)
    • রানার্স আপ : সংযুক্ত আরব আমিরাত
    • টুর্নামেন্ট সেরা : আশিকুর রহমান শিবলী ( বাংলাদেশী)
    • সর্বাধিক রান : আশিকুর রহমান শিবলী ( বাংলাদেশী); ৩৭৮ রান
    • সর্বাধিক উইকেট : ১২ টি

    Last Updated: 17-01-2024
  • কোভিডের নতুন ধরন
    Ans: - ২০২৩ সাল থেকে করোনার অমিক্রন উপধরণ জেএন.১ ( JN.1 ) বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।
    - প্রথমে এ উপধরণটিকে বিশ্ব স্বাস্থ্য বিএ.২.৮৬ ( BN2.86 ) এর অংশ হিসেবে শ্রেণিভুক্ত করেন।
    - যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর ২০২৩ এ এটি প্রথম শনাক্তর হয়।
    - ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এটি ৪৮ টি দেশে ছড়ায়।

    Last Updated: 17-01-2024
  • BRICS জোটে নতুন ৫ দেশ
    Ans: - BRIC ‘র বর্তমান চেয়ার এবং দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ২৪ আগস্ট ২০২৩ সালে ৬ টি দেশকে ব্রিকসের সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানান।
    - দেশগুলো --- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
    - ১ জানুয়ারি ২০২৪ থেকে তারা ব্রিকসের সদস্য হয়েছে।
    - উল্লেখ্য যে ১৯ নভেম্বর ২০২৩ আর্জেন্টিনার প্রিসিডেন্ট নির্বাচিত হওয়ায় ৩০ নভেম্বর ২০২৩ নভেম্বর ঘোষনা দেয় যে তারা ব্রিকস এ যোগ দিবে না।

    Last Updated: 17-01-2024
  • IMF'র ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়
    Ans: - আন্তর্জজাতিক মুদ্রা তহবিল (IMF) ১২ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের অনুকূলে দ্বিতীয় কিস্তি বাবদ ৬৮ কোটি ২০ লাখ ডলার ছাড় করার অনুমোদন করেন।
    - ১৫ ডিসেম্বর ২০২৩ অনুমোদনটি রিজার্ভে যুক্ত হয়।
    - ৩০ জানুয়ারি ২০২৩ IMF ‘র নিবার্হী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋন প্রস্তাবের অনুমোদন করা হয়।
    - IMF বাংলাদেশ থেকে প্রথম কিস্তি পায় ২ ফেব্রুয়ারি ২০২৩।

    Last Updated: 17-01-2024
  • নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ
    Ans: - চীনকে পিছনে ফেলে বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নে (EU) শীর্ষস্থান দখল করে।
    - ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশ থেকে ভুক্ত দেশগুলো ৯০০ কোটি মার্কিন ডলারের নিট পোশাক ক্রয় করে।
    - একই সময়ে তারা চীন থেকে ৮৯৬ কোটি ডলারের নিট পোশাক ক্রয় করে।

    Last Updated: 17-01-2024
  • দেশে ব্যাংকাসুরেন্স চালু
    Ans: - ১২ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের মাধ্যমে ‘ব্যাংকাসুরেন্স’ চালু করে।
    - ২০ ডিসেম্বর ২০২৩ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১) (ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক বীমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ এ নীতিমালা জারি করে।
    - ফ্রান্স ও স্পেন ১৯৮০ সালে এটি প্রথম জারি করে।

    Last Updated: 17-01-2024
  • ফোর্বসের তালিকায় বাংলাদেশের সাকিব
    Ans: - বাংলাদেশের তরুন সাকিব জামাল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের সম্মনজনক অনূর্ধ্ব- ৩০ তালিকায় স্থান পান।
    - ভেঞ্চার ক্যাপিটাল ( স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হন।

    Last Updated: 17-01-2024
  • রেল আ্যাটেনডেন্টে প্রথম নারী
    Ans: - ১ ডিসেম্বর ২০২৩ কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়।
    - উক্ত ট্রেনের যাত্রায় দেশের রেলওয়ে ইতিহাসে প্রথমবারের মতো ৯ জন নারী অ্যাটেনডেন্ট যুক্ত হয়।
    - তারা ট্রেনে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি নারী যাত্রীদের প্রতি দায়িত্ব পালন করেন।

    Last Updated: 17-01-2024
  • সাইবার নিরাপত্তা এজেন্সি
    Ans: - ৩ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় সংসদে ’সাইবার নিরাপত্তা বিল’ পাস হয়।
    - রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে ১৮ সেপ্টেম্বর ২০২৩ আইনে পরিণত হয়।
    - আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৭ নভেম্বর ২০২৩ সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করে, যা ১৭ নভেম্বর ২০২৩ গেজেট আকারে প্রকাশ হয়।
    - এজেন্সির প্রধান কার্যালয় ঢাকা তবে সরকারের প্রয়োজনে দেশের যেকোন স্থানে এর শাখা  কার্যালয় স্থাপন করতে পারেন।
    - এজেন্সিটি প্রশাসনিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে যুক্ত।

    Last Updated: 17-01-2024
  • সিলেটে গ্যাসক্ষেত্র তেলের সন্ধান
    Ans: - ৮ ডিসেম্বর ২০২৩ সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপে ১,৩৯৭-১,৪৪৫ মিটার গভীরতায় তেলের উপস্থিতি শনাক্ত করেন।
    - উক্ত গ্যাসক্ষেত্রটি সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত অনুসন্ধান কূপে সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোম্পানি (SGFL) দুই মাস আগে শনাক্ত করেন।
    - উল্লেখ্য, সিলেটের হরিপুরে ২৩ ডিসেম্বর ১৯৮৬ দেশের প্রথম তেলের সন্ধান প৫াওয়া যায়।
    - ৭ সেপ্টেম্বর ১৯৯৪ হরিপুর তেলক্ষেত্রে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়।

    Last Updated: 17-01-2024
  • প্রথম বাংলাদেশী দ্য হেগ অ্যাওয়ার্ড বিজয়ী
    Ans: - ২৭ নভেম্বর- ১ ডিসেম্বর ২০২৩ নেদারল্যান্ডেসের দ্য হেগ রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (OPCW) রাসায়নিক অস্ত্র কনভেনশন স্বাক্ষরকারী দেশসমূহের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
    - সম্মেলনে যৌথভাবে বাংলাদেশের ড. সৈয়দা সুলতানা রাজিয়া, আফ্রিকান সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয় এবং সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি উক্ত অ্যাওয়ার্ড এ ভূষিত হন।
    - ড. সুলতানা রাজিয়া প্রথম বাংলাদেশি হিসেবে উক্ত পুরষ্কার লাভ করেন।

    Last Updated: 17-01-2024
  • ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন - শেখ হাসিনা
    Ans: - বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব এবং সোচ্চার কন্ঠস্বরের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত পুরষ্কার পান।
    - জাতিসংঘ এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা ( IOM )-  সমর্থিত জোট Global Centre for Climate Mobility ( GCCM )  তাকে এ পুরস্কারে ভূষিত করে।
    - ১ ডিসেম্বর ২০২৩ পুরস্কারটি হস্তান্তর করা হয়।

    Last Updated: 16-01-2024
  • প্রবাসী আয়
    Ans: প্রকাশঃ ডিসেম্বর ২০২৩, বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট'(KNOMAD) |
    প্রতিবেদন অনুযায়ী—
    • প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশের মধ্যে > ১ম- ভারত, ২য়- মেক্সিকো, ৩য়- চীন, ৭ম- বাংলাদেশ ।


    Last Updated: 14-01-2024
  • বর্ষসেরা ব্যক্তি
    Ans: - ২০২৩ সালের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টেইলর সুইফট।
    - শিল্পকলায় তিনি প্রথম ব্যক্তি যিনি বিনোদন জগৎ থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের সম্মাননা পান।

    Last Updated: 14-01-2024
  • ব্যয়বহুল শহর
    Ans: প্রকাশঃ ৩০ নভেম্বর ২০২৩, যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) |
    অন্তর্ভুক্ত শহরঃ ১৭৩টি। প্রতিবেদন অনুযায়ী—
    • সর্বচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি এবং জুরিখ (সুইজারল্যান্ড)
    • সর্বচেয়ে সস্তা শহর দামেস্ক (সিরিয়া)

    Last Updated: 14-01-2024
  • বিশ্বের ক্ষমতাধর নারী 
    Ans: প্রকাশঃ ৫ ডিসেম্বর ২০২৩, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন Forbes ।
    • ১ম অবস্থানে- উরসুলা ভন ডার লেন(ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট)।
    • ৪৬তম অবস্থান- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    Last Updated: 14-01-2024
  • সামরিক ব্যয় র‍্যাংকিং
    Ans: প্রকাশ: ডিসেম্বর ২০২৩, গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) |
    তালিকা অনুযায়ী—
    • সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ > যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও জার্মানি।
    • সামরিক খাতে ব্যয়ে সর্বনিম্ন ৫ দেশ > আইসল্যান্ড, লাইবেরিয়া, সিয়েরা লিওন, বেলিজ ও ভুটান। 


    Last Updated: 14-01-2024
  • বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩
    Ans: প্রকাশঃ ২৯ নভেম্বর ২০২৩ (খাদ্য ও কৃষি সংস্থা- FAO)

    বিষয়          -     শীর্ষ দেশ
    খাদ্য আমদানি - চীন(বাংলাদেশ ৩য়)
    খাদ্য রপ্তানি    - যুক্তরাষ্ট্র
    ধান উৎপাদন  -  চীন(বাংলাদেশ ৩য়)
    চাল আমদানি  -  চীন(বাংলাদেশ ৩য়)
    চাল রপ্তানি     -  ভারত(বাংলাদেশ ৫২তম)
    গম উৎপাদন  -   চীন(বাংলাদেশ ৫০তম)
    গম আমদানি  -   ইন্দোনেশিয়া(বাংলাদেশ ৭তম)
    গম রপ্তানি     -   রাশিয়া
    ভুট্টা উৎপাদন  -  যুক্তরাষ্ট্র(বাংলাদেশ ৩০তম)
    ভুট্টা আমদানি  -  চীন(বাংলাদেশ ২৬তম)
    ভুট্টা রপ্তানি     -  যুক্তরাষ্ট্র(বাংলাদেশ ৫৫তম)
    চিনি উৎপাদন  -  ব্রাজিল(বাংলাদেশ ৩৬তম)
    আলু উৎপাদন   - চীন(বাংলাদেশ ৭ম)
    মৎস্য উৎপাদন  - চীন(বাংলাদেশ ৮ম)
    সবজি উৎপাদন - চীন(বাংলাদেশ ২০তম)
    ফল উৎপাদন   - চীন(বাংলাদেশ ৩৭তম)
    পাম অয়েল উৎপাদন - ইন্দোনেশিয়া
    সামুদ্রিক মাছ আহরণ -  চীন(বাংলাদেশ ৩০তম)
    মিঠা পানির মাছ উৎপাদন - চীন(বাংলাদেশ ৫ম)
    সয়াবিন তেল উৎপাদন -  চীন(বাংলাদেশ ১৮তম)

    Last Updated: 09-01-2024
  • থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের-
    Ans: মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে।
    Last Updated: 30-12-2023
  • ব্যালন ডি'অর ২০২৩ 
    Ans: - ৩০ অক্টোবর ২০২৩ ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে বিশ্ব ফুটবলের অন্যতম গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর-এর আসর বসে।
    - ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ২০২৩ ফুটবল ম্যাগাজিন প্রতিবছর দেয় মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড ।
    • বর্ষসেরা পুরুষ : লিওনেল মেসি।
    • বর্ষসেরা নারী : আইতানা বোনামাতি। 
    • লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক) : এমিলিয়ানো মার্টিনেজ।
    • জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার) : আর্লিং হলান্ড। 
    • সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা) : ভিনিসিয়ুস জুনিয়র।
    • কোপা ট্রফি (সেরা উদীয়মান খেলোয়াড়) : জুড বেলিংহাম।
    • বর্ষসেরা ক্লাব (পুরুষ) : ম্যানচেস্টার সিটি।
    • বর্ষসেরা ক্লাব (নারী) : বার্সেলোনা।
    • বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে অষ্টমবারের মতো এই ট্রফি লাভ করেন  মেসি

    Last Updated: 13-12-2023
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্ৰ
    Ans: • প্রকল্পের নাম : মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।
    • বাস্তবায়নকারী সংস্থা : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (BIFPCL)।
    • দ্বিতীয় ইউনিট উদ্বোধন : ১ নভেম্বর ২০২৩। 
    • ধরণ : কয়লা চালিত।
    • অবস্থান : রামপাল, বাগেরহাট।
    • যে নদীর তীরে অবস্থান : পশুর নদী।
    • উৎপাদন ক্ষমতা : ১,৩২০ (২ × ৬৬০) মেগাওয়াট।
    • অর্থায়নে : বাংলাদেশ ও ভারত।
    • নির্মাতা প্রতিষ্ঠান : ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেড (BHEL)।
    • ভিত্তিপ্রস্তর স্থাপন : ৫ অক্টোবর ২০১৩।
    • আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বে বাংলাদেশ ১৩তম।
    • আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে এশিয়ায় ৭ম।

    Last Updated: 13-12-2023
  • মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র
    Ans: • প্রকল্পের নাম : মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট।
    • অবস্থান : কক্সবাজার জেলার, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘটা ইউনিয়নে। 
    • ঋণ চুক্তি স্বাক্ষর : ১৬ জুন ২০১৪।
    • একনেকে অনুমোদন : ১২ আগস্ট ২০১৪। 
    • নির্মাণ কাজ উদ্বোধন : ২৮ জানুয়ারি ২০১৮। 
    • আয়তন : ১,৪১৪ একর।
    • মোট ইউনিট : ২টি।(প্রতিটিতে ৬০০ করে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা)।
    • অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (JICA), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL) ও বাংলাদেশ সরকার। 
    • ধরণ : কয়লা চালিত।
    • আনুষ্ঠানিকভাবে প্রথম ইউনিটের উদ্বোধন : ১১ নভেম্বর ২০২৩
    • প্রথম ইউনিটের বাণিজ্যিকভাবে উৎপাদন : ২০২৪ সালের জানুয়ারি ও(দ্বিতীয় ইউনিট ২০২৪ সাল জুলাই মাসে)।
    • কয়লার চাহিদা : প্রতিদিন ১৩,০০০ টন। 

    Last Updated: 13-12-2023
  • দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে
    Ans: • ১৪ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন।
    • প্রকল্প শুরুর সময় নাম : চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
    • বর্তমান নাম : মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে।
    • সংযুক্ত স্থান : লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত।
    • একনেকে অনুমোদন : ১১ জুলাই ২০১৭।
    • নির্মাণ কাজ উদ্বোধন : ২৪ ফেব্রুয়ারি ২০১৯।
    • অর্থায়নে : বাংলাদেশ সরকার।
    • নির্মাতা প্রতিষ্ঠান : ম্যাক্স-র‍্যাংকন।
    • পরিচালনায় : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA)।
    • মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য : ১৬ কিমি।
    • র‍্যাম্পসহ > দৈর্ঘ্য : ২৮.৫ কিমি ও প্রস্থ : ১৬.৫ মিটার।
    • মোট লেন : ৪টি।
    • র‍্যাম্প : ১৪টি।
    • এটি বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ।
    • দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

    Last Updated: 13-12-2023
Showing 2461 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events