সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর
    Ans: • প্রকল্পের নাম : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
    • অবস্থান : মহেশখালী, কক্সবাজার।
    • একনেকে অনুমোদন : ১০ মার্চ ২০২০।
    • ভিত্তিপ্রস্তর স্থাপন : ১১ নভেম্বর ২০২৩।
    • যে সমুদ্রের তীরে : বঙ্গোপসাগর।
    • অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক।
    • চ্যানেলের গভীরতা : ১৬ মিটার (৫২ ফুট)।
    ● চ্যানেলের দৈর্ঘ্য: ১৪.৩ কিমি ও প্রস্থ: ৩৫০ মিটার।
    • জিডিপিতে অবদান : ২-৩%।
    • এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর।
    • দেশে সমুদ্রবন্দর রয়েছে ৩টি— চট্টগ্রাম, মোংলা ও পায়রা।
    • উল্লেখ্য,২৫ এপ্রিল ২০২৩ প্রথমবার মাতারবাড়ী সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো । 

    Last Updated: 13-12-2023
  • বিশ্বে প্রথমবারের মতো চোখ প্রতিস্থাপন  
    Ans: - যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক বিশ্বে প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপন করে ।
    - চোখ দান করেন ৩০ বছর বয়সি এক ব্যক্তি(নাম অ্যারন জেমস)।
    - প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ

    Last Updated: 13-12-2023
  • চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন 
    Ans: - ৯ নভেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (FDA) মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র ।
    - ইউরোপের ভালনেভা কোম্পানি টিকাটি তৈরি করে।
    - Ixchia নামে এই টিকা বাজারজাত হবে।
    - জীবন্ত এবং দুর্বল হয়ে পড়া চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করে Ixchiq টিকাটি তৈরি করা হয়।
    - আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। 

    Last Updated: 13-12-2023
  • ওয়ানডে বিশ্বকাপ ২০২৩(বাকি অংশ) 
    Ans: দলীয় রেকর্ড
    সর্বোচ্চ রানঃ ৪২৮/৫;দক্ষিণ আফ্রিকা- শ্রীলংকার বিপক্ষে।
    সর্বনিম্ন রানঃ ৫৫/১০;শ্রীলংকা-ভারতের বিপক্ষে।

    ব্যাটিং
    সর্বাধিক রানঃ ৭৬৫; বিরাট কোহলি (ভারত)।
    সেরা ব্যাটিংঃ ২০১ ; গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)-বিপক্ষ আফগানিস্তান।
    সবচেয়ে বেশি ছক্কাঃ ৩১; রোহিত শর্মা (ভারত)।
    সর্বাধিক সেঞ্চুরিঃ কুইন্টন ডি কক (৪টি); দ. আফ্রিকা ।
    সর্বাধিক হাফ সেঞ্চুরিঃ বিরাট কোহলি (৬টি); ভারত।

    বোলিং
    সর্বাধিক উইকেটঃ ২৪টি; মোহাম্মদ শামি (ভারত)।
    সর্বাধিক ক্যাচঃ ১১টি; ডিজে মিচেল (নিউজিল্যান্ড)।

    টুর্নামেন্ট রেকর্ড
    ম্যান অব দ্য টুর্নামেন্টঃ বিরাট কোহলি।
    সেঞ্চুরিঃ ৪০টি ও হাফ সেঞ্চুরিঃ ১১৯টি।
    মোট ছক্কাঃ ৬৪৪টি।

    ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ
    • মোট ম্যাচঃ ৯টি; • জয়ঃ ২টি; • পরীজয়ঃ ৭টি ।
    • সর্বাধিক রানঃ মাহমুদুল্লাহ রিয়াদ; ৩২৮ (৮ ম্যাচে)।
    • সর্বাধিক উইকেটঃ মেহেদী হাসান মিরাজ; ১০টি (৯ ম্যাচে) ও শরিফুল ইসলাম; ১০টি (৮ ম্যাচে)।
    • সর্বাধিক ছয়ঃ মাহমুদুল্লাহ রিয়াদ ১৪টি।

    ১৪তম ওয়ানডে বিশ্বকাপ
    - ১৪তম বিশ্বকাপের আসর হবে ২০২৭ সালে, আফ্রিকার তিনটি দেশে(দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া)।
    - এ বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল।
    - ম্যাচ হবে ৫৪টি।
    - বাছাই পর্বে ৩২টি দল খেলবে।
    উল্লেখ্য,২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে।

    Last Updated: 13-12-2023
  • বিশ্বকাপে বাংলাদেশ(১৯৯৯-২০২৩)
    Ans: - ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম ওয়ানডে বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ।
    - ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ম বারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ

    আপ টু ডেট(১৯৯৯-২০২৩)
    • মোট ম্যাচঃ ৫১টি (জয় ১৬টি, পরাজয় ৩২টি,  ফলাফল হয়নি ১টি ও পরিত্যক্ত ২টি ইনিংস)।
     সর্বোচ্চঃ ৩৩৩/৮; বিপক্ষ অস্ট্রেলিয়া; নটিংহ্যাম ও সর্বনিম্নঃ ৫৮; বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ঢাকা।
    • জয় সর্বোচ্চ রানেঃ ১০৫ রানে; বিপক্ষ আফগানিস্তান।
    • সর্বাধিক রানঃ সাকিব আল হাসান; ৩৬ ম্যাচে ১,৩৩২ রান [২০০৭-২০২৩]
    • ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানঃ ১২৮; মাহমুদুল্লাহ রিয়াদ; বিপক্ষ নিউজিল্যান্ড; হ্যামিল্টন।
    • শতরানঃ ৬টি; মাহমুদুল্লাহ রিয়াদ ৩টি, সাকিব আল হাসান ২টি এবং মুশফিকুর রহিম ১টি।
    • সর্বাধিক উইকেটঃ সাকিব আল হাসান; ৩৬ ম্যাচে ৪৩টি (২০০৭-২০২৩]
    • সর্বাধিক ক্যাচঃ সৌম্য সরকার; ১৪ ম্যাচে ১৩টি [২০১৫-২০১৯]
    • সর্বাধিক ম্যাচঃ মুশফিকুর রহিম; ৩৮টি [২০০৭-২০২৩]
    • অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচঃ সাকিব আল হাসান; ১৪ ম্যাচ [২০১১-২০২৩]।

    Last Updated: 13-12-2023
  • দোহাজারি-কক্সবাজার রেলপথ 
    Ans: • প্রকল্পের নাম : দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প। 
    • একনেকে অনুমোদন : ৬ জুলাই ২০১০ (সিঙ্গেল লাইন মিটারগেজ ট্র্যাক) এবং ৯ সেপ্টেম্বর ২০১৪ (ডুয়েলগেজ ট্র্যাক)
    • নির্মাণ কাজ উদ্বোধন : ৩ এপ্রিল ২০১১
    • ADB'র সঙ্গে নির্মাণ চুক্তি স্বাক্ষর : ২৩ মে ২০১৯
    • নির্মাণ শুরু : ১৩ মার্চ ২০১৮
    • আনুষ্ঠানিক উদ্বোধন : ১১ নভেম্বর ২০২৩
    • সর্বসাধারণের জন্য উন্মুক্ত : ১ ডিসেম্বর ২০২৩
    • নির্মাণকারী প্রতিষ্ঠান : চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (CREC) ও বাংলাদেশের
    তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (CCECC) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 
    • মোট স্টেশন : ৯টি।
    • রেলপথের দৈর্ঘ্য : ১০১ কিমি। 
    • অর্থায়নে : বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)।

    কক্সবাজার আইকনিক রেল স্টেশন
    • অবস্থান : চান্দের পাড়া, জিলংজা, কক্সবাজার।
    • আয়তন : ১,৮৭,০৩৭ বর্গফুট।
    • নির্মাণকারী প্রতিষ্ঠান : ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (বাংলাদেশ)
    • স্থপতি : মো. ফয়েজ উল্লাহ।
    • এটি দেশের প্রথম আইকনিক রেল স্টেশন, দেশের একমাত্র এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মিত হয়েছে

    Last Updated: 13-12-2023
  • আখাউড়া-আগরতলা রেলপথ
    Ans: • প্রকল্পের নাম : আখাউড়া-আগরতলা রেলপথ। 
    • একনেকে অনুমোদন : ১৬ আগস্ট ২০১৬।
    • ভিত্তিপ্রস্তর স্থাপন : ৩১ জুলাই ২০১৬।
    • নির্মাণ কাজ শুরু : ২৯ জুলাই ২০১৮।
    • অর্থায়নে : বাংলাদেশ ও ভারত।
    • আনুষ্ঠানিক উদ্বোধন : ১ নভেম্বর ২০২৩।
    • মোট স্টেশন : ৪টি— আখাউড়া, গঙ্গাসাগর, নিশ্চিন্তপুর এবং আগরতলা। 
    • রেলপথের দৈর্ঘ্য : ১২.২৪ কিমি (বাংলাদেশ অংশে ৬.৭৮ কিমি)।
    • রুট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেলস্টেশন পর্যন্ত।

    Last Updated: 13-12-2023
  • দেশের তৃতীয় মেট্রোরেল
    Ans: • প্রকল্পের নাম : MRT Line-5: Northern Route
    • প্রকল্প গ্রহণ : ৭ আগস্ট ২০১৮
    • একনেকে অনুমোদন : ১৫ ডিসেম্বর ২০১৯
    • JICA 'র সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর : ২৮ জুন ২০২২
    • নির্মাণ কাজ উদ্বোধন : ৪ নভেম্বর ২০২৩ 
    • নির্মাণকাজ শেষ : ২০২৮ সালে
    • নির্মাতা প্রতিষ্ঠান : TOE Corporation and Spectra Engineers Limited
    • অর্থায়নে : বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)
    • দৈর্ঘ্য : ২০ কিমি • পাতাল : ১৩.৫০ কিমি,• উড়াল : ৬.৫০ কিমি.
    • স্টেশন : ১৪ টি।
    • ডিপো নির্মাণকারী : টিওই কর্পোরেশন ও স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

    Last Updated: 13-12-2023
  • CTBT থেকে প্রত্যাহার
    Ans: - ১৮ অক্টোবর ২০২৩ রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ স্টেট ডুমা এবং উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ২৫ অক্টোবর ২০২৩ CTBT অনুমোদন বাতিল করে একটি বিলের সংশোধনী পাস করে।
    - ২ নভেম্বর ২০২৩ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) প্রত্যাহারের আইনে স্বাক্ষর করেন।
    - এর মাধ্যমে দেশটি আনুষ্ঠানিকভাবে CTBT থেকে প্রত্যাহার করে নেয়।
    - উল্লেখ্য, ৩০ জুন ২০০০ রাশিয়া CTBT অনুমোদন করে

    Last Updated: 13-12-2023
  • ২০২৩ সালের সেরা শব্দ
    Ans: - বর্তমান সময়ের একটি আলোচিত প্রপঞ্চ কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence - AI)নামে বিশ্বে পরিচিত।
    - যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ AI-কে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' ঘোষণা করে।

    Last Updated: 13-12-2023
  • বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ চীন
    Ans: • ৬ নভেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের কলেজ অব উইলিয়াম অ্যান্ড মেরির গবেষণা প্রতিষ্ঠান AidData-এর তথ্য অনুসারে চীন এখন বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ।
    • চীন ২০০০- ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে ১.৩৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়।
    • মোট ঋণের প্রায় ৮০% আর্থিক সংকটে থাকা বিভিন্ন দেশ পেয়েছে।
    •  চীনের তথ্য অনুসারে ১৫০-এর বেশি দেশ BRI প্রকল্পে যুক্ত হয়।

    Last Updated: 13-12-2023
  • ষষ্ঠ শ্রেণিতে প্রথমবারের মতো রেজিস্ট্রেশন
    Ans: - ১ নভেম্বর ২০২৩ প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়।
    - ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলে।
    • রেজিস্ট্রেশন ফি ৫৮ টাকা
    • জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হয়। সর্বোচ্চ সীমা ১৫ বছর। 

    Last Updated: 13-12-2023
  • বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডিগ্রি প্রদান 
    Ans: - ২৯ অক্টোবর ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ‘ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা হয়।
    - বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    Last Updated: 13-12-2023
  • দেশের ৫৫তম সরকারি বিশ্ববিদ্যালয়
    Ans: - দেশের ৫৫তম সরকারি বিশ্ববিদ্যালয় ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর’ ।
    - ১৩ নভেম্বর ২০২৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান।
    - ২ ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় সংসদে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল, ২০২৩ পাস হয়।
    - ১৩ ফেব্রুয়ারি ২০২৩ রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়।

    Last Updated: 13-12-2023
  • দেশের সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন 
    Ans: নাম: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি (GPFPLC)।
    GPFPLC- Ghorashal Palash Fertilizer Public Limited Company.
    অবস্থানঃ  খানেপুর,ঘোড়াশাল, পলাশ উপজেলা, নরসিংদী জেলা।
    একনেকে অনুমোদনঃ ৯ অক্টোবর ২০১৮।
    GPFPLC নামকরণঃ  ১ জুলাই ২০২১।
    ভিত্তিপ্রস্তর স্থাপনঃ ২১ এপ্রিল ২০২২ ।
    পরীক্ষামূলক উৎপাদন শুরুঃ ১২ অক্টোবর ২০২৩।
    উদ্বোধনঃ ১২ নভেম্বর ২০২৩।
    আয়তনঃ ১১০ একর।
    নির্মাতা প্রতিষ্ঠানঃ জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং চীনের চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নং-৭ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসি-৭) এর যৌথ কনসোর্টিয়াম।
    দৈনিক উৎপাদন ক্ষমতাঃ ২,৮০০ মেট্রিক টন।
    বার্ষিকউৎপাদন ক্ষমতাঃ ৯,২৪,০০০ মেট্রিক টন।
    দেশে ইউরিয়ার চাহিদাঃ বছরে ২৬ লাখ মেট্রিক টন।

    Last Updated: 13-12-2023
  • ন্যাশনাল পে-কার্ডের যুগে বাংলাদেশ
    Ans: - ১ নভেম্বর ২০২৩ আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে এবং বিদেশি মুদ্রা সাশ্রয়ে 'টাকা পে' কার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব যুগে প্রবেশ করে। 
    - বাংলাদেশের প্রথম জাতীয় মুদ্রা কার্ড স্কিম 'টাকা পে'(Taka Pay)।
    - বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড ফ্রান্সের প্যারিসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান 'ফিম'Fime তৈরি করে।
    - কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হবে ম্যাগনেটিক স্ট্রিপ(নতুন করে EMV).
    - দেশের অভ্যন্তরে বর্তমানে ৪৩টি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করে( সবচেয়ে বেশি ব্যবহৃত কার্ড 'ভিসা')।
    - ২ জুন ২০২৩ বাংলাদেশ ব্যাংকের পক্ষে থেকে ন্যাশনাল ডেবিট কার্ড প্রণয়নের কথা জানানো হয়। এরপর ১৮ জুন ২০২৩ ঘোষণা করা হয় বাংলাদেশ ব্যাংকের 'টাকা পে' নামের ডেবিট কার্ডের কথা। 
    - প্রাথমিকভাবে ৮টি ব্যাংককে পাইলট ভিত্তিতে এ কার্ড ইস্যু করা সুযোগ দেওয়া হয়।
    - উদ্বোধনী দিনে সোনালী ব্যাংক পিএলসি ও দি সিটি ব্যাংক লিমিটেড এ কার্ড ইস্যু করে।
    - ২০২৩ সালের ডিসেম্বরে ডুয়েল কারেন্সি বা দ্বৈত মুদ্রা ব্যবহারের সুবিধা চালু হলে বাংলাদেশ ও ভারতীয়রা সু্যোগ পাবে।
    - বাংলাদেশিরা ভারতে গেলে 'টাকা পে' কার্ডের মাধ্যমে ভ্রমণ কোটায় ভারতীয় মুদ্রা রুপি ব্যবহার করে ১২,০০০ ডলার পর্যন্ত খরচ করতে পারবে।

    বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব কার্ডের নামঃ
    ভারত-RuPay, পাকিস্তান-PayPak, শ্রীলংকা-LankaPay, সৌদি আরব-Mada, 'টাকা পে' এর মাধ্যমে বাংলাদেশও যুক্ত হলো সেই তালিকা।



    Last Updated: 04-12-2023
  • বাংলা একাডেমি প্রদত্ত পুরস্কার
    Ans: - ৫ নভেম্বর ২০২৩ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৩ সালে ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
    - ২৫ নভেম্বর ২০২৩ বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় গুণীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয় ।
    - সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার(কবি ওমর কায়সার)
    - মযহারুল ইসলাম কবিতা পুরস্কার(কবি নির্মলেন্দু গুণ) 
    - অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার(রামেন্দু মজুমদার)
    - মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার(ডা. এ বি এম আবদুল্লাহ)
    - সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার(ড. অনুপম সেন)
    - আবু রুশদ সাহিত্য পুরস্কার(ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ)
    - হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার(আবদুল গাফ্ফার)।

    Last Updated: 04-12-2023
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২
    Ans: আজীবন সম্মাননাঃ কামরুল আলম খান খসরু ও রোজিনা।
    চলচ্চিত্রঃ কুড়া পাখির শূন্যে উড়া(মুহাম্মদ আব্দুল কাইউম) ও পরাণ(মোঃ তামজিদ উল আলম)।
    স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রঃ ঘরে ফেরা(এস.এম.কামরুল আহসান)।
    প্রামাণ্য চলচ্চিত্রঃ বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়(ড.এ জে এম শফিউল আলম ভূইয়া)।
    বিজয়ী পরিচালকঃ সৈয়দা রুবাইয়াত হোসেন, শিমু চলচ্চিত্র।
    অভিনেতাঃ সুচিন্ত্য চৌধুরি (চঞ্চল চৌধুরি), হাওয়া ।
    অভিনেত্রীঃ জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)।
    গীতিকারঃ রবিউল ইসলাম (ধীরে ধীরে তোর স্বপ্নে...) পরাণ চলচ্চিত্র।


    Last Updated: 04-12-2023
  • নতুন দায়িত্ব পেলেন যারা 
    Ans: প্রেসিডেন্টঃ 
    • নাউরু: ডেভিড আদেয়াং; দায়িত্ব গ্রহণ ৩০ অক্টোবর ২০২৩।
    • মালদ্বীপ: মোহাম্মদ মুইজ্জু; দায়িত্ব গ্রহণ ১৭ নভেম্বর ২০২৩।
    • আর্জেন্টিনা: হাভিয়ের মিলেই; ১৯ নভেম্বর ২০২৩ নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণ ১০ ডিসেম্বর ২০২৩।
    • লাইবেরিয়া: জোসেফ বোকাই; ১৪ নভেম্বর ২০২৩ নির্বাচিত হন। দায়িত্ব
    গ্রহণ ২২ জানুয়ারি ২০২৪।

    প্রধানমন্ত্রীঃ 
    • মন্টিনিগ্রো: মিলোজকো স্পাজিচ: দায়িত্ব গ্রহণ ৩১ অক্টোবর ২০২৩।
    • ইসওয়াতিনি: রাসেল দিলামনি; দায়িত্ব গ্রহণ ৪ নভেম্বর ২০২৩।
    • আলজেরিয়া: নাদির লারবাউই; দায়িত্ব গ্রহণ ১১ নভেম্বর ২০২৩।
    • লুক্সেমবার্গ: লুক ফ্রাইডেন; দায়িত্ব গ্রহণ ১৭ নভেম্বর ২০২৩।

    মহাসচিবঃ
    • বিমসটেক: ইন্দ্ৰ মনি পাণ্ডে; ২০ অক্টোবর ২০২৩ ভারত সরকার তাকে এই পদে মনোনয়ন দেয়।
    • সার্ক: মো.গোলাম সারোয়ার (বাংলাদেশ); দায়িত্ব গ্রহণ ২৫ অক্টোবর ২০২৩।

    Last Updated: 04-12-2023
  • দেশের দশম ইপিজেড
    Ans: - ১৯ নভেম্বর ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যশোর ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
    - ইপিজেডটি যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৫৬৫.৮৭১ একর ভূমিতে স্থাপিত হবে ।
    - এর মোট ব্যয় ধরা হয় ১,৮৯২ কোটি ৭২ লাখ টাকা।
    - প্রকল্পটি জুলাই ২০২৩-জুন ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করা হবে।
    - এর আগে ২৯ আগস্ট ২০২৩ একনেক সভায় দেশের নবম ইপিজেড পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।


    Last Updated: 04-12-2023
  • কালাজ্বর নির্মূলে বাংলাদেশ বিশ্বে প্রথম স্বীকৃতি পায়
    Ans: • ৩০ অক্টোবর-২ নভেম্বর ২০২৩ ভারতের দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ৭৬তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলন (SEARO) অনুষ্ঠিত হয়।
    • ৩১ অক্টোবর ২০২৩ এ স্বীকৃতির সনদপত্র তুলে দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল
    • এর আগে ২৭ মার্চ ২০১৪ পোলিও এবং ১৩ মে ২০২৩ ফাইলেরিয়া (গোদ) মুক্ত সনদ পায় বাংলাদেশ।
    • ১৯৮০ সালে পাবনা জেলায় এর প্রাদুর্ভাব ঘটে।
    • এ রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে ২৫ অক্টোবর ২০১৮ সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ পাস হয়।

    Last Updated: 04-12-2023
  • UNESCO'র নির্বাহী পর্ষদে বাংলাদেশ
    Ans: • ৭-২২ নভেম্বর ২০২৩ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (UNESCO) ৪২তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
    • ১৫ নভেম্বর ২০২৩ অধিবেশনে UNESCO'র নির্বাহী পরিষদের ৫৮ সদস্য নির্বাচিত হয়। এই সদস্যের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে বাংলাদেশসহ ৬ দেশ নির্বাচিত হয়। অন্য দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা এবং পাকিস্তান।
    • এই জয়ের ফলে বাংলাদেশ ২০২৩-২৭ মেয়াদে পর্ষদে অন্তর্ভুক্ত হয়।
    • এছাড়াও ১৬ নভেম্বর ২০২৩ UNESCO'র ইন্টারগভর্নমেন্টাল কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ।

    Last Updated: 04-12-2023
  • সাগরে বায়ুবিদ্যুৎ কেন্দ্র
    Ans: - প্রথমবারের মতো সমুদ্রে বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার
    - কেন্দ্রটি নির্মাণে যৌথভাবে উদ্যোগ নেয় বাংলাদেশ ও ডেনমার্কের তিন প্রতিষ্ঠান
    - ৫ নভেম্বর ২০২৩ বেসরকারি ব্যবসায়িক গোষ্ঠী সামিট গ্রুপ জানায়, কক্সবাজারে সাগরের ভেতরে (অফশোর) প্রস্তাবিত এলাকায় এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে তিন বছরের অনুমোদন দেয় সরকার।
    - এ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা হবে ৫০০ মেগাওয়াট
    - প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ায় সমুদ্রে নির্মাণ করা প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্ৰ

    Last Updated: 04-12-2023
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
    Ans: • ১৫ নভেম্বর ২০২৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
    • এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ২০২৪।
    • মোট ভোটার : ১১ কোটি ৯৭ লাখ (প্রায়)
    • কেন্দ্র : ৪২ হাজার
    • ভোটকক্ষ : ২ লাখ ৬২ হাজার


    Last Updated: 04-12-2023
  • ন্যাশনাল রোমিং যুগে বাংলাদেশ
    Ans: - ১ নভেম্বর ২০২৩ বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশে প্রথমবারের মতো জাতীয় রোমিং ফিল্ড ট্রায়াল চালু করে ।
    - বিশ্বের ২২টি দেশে ন্যাশনাল রোমিং চালু রয়েছে।

    Last Updated: 04-12-2023
  • দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট
    Ans: - দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট তৈরির উদ্যোগ নেয় সরকার।
    - ৩১ অক্টোবর ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC) সভায় ‘এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, গোপালগঞ্জ স্থাপন' শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
    - এতে ব্যয় হবে ৩,১২৪ কোটি টাকা।
    - ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের শেষ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)।
    - ২১ জুন ২০২৩ এ প্লান্টে ভ্যাকসিন তৈরি করতে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনালের সঙ্গে EDCL এর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। 

    Last Updated: 04-12-2023
  • ঢাকা-কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত ?
    Ans: ৪৮০ কি.মি.।
    Last Updated: 04-12-2023
  • কপ-২৮ সম্মেলনে কত হাজার কোটি ডলারের বিনিয়োগ তহবিল ঘোষণা করা হয়েছে ?
    Ans: ৩ হাজার কোটি মার্কিন ডলার (তহবিলটির নাম আলতেরা)।
    Last Updated: 04-12-2023
  • সম্প্রতি এইডস প্রতিরোধে কার্যকর ওষুধের পরীক্ষায় সাফল্য দেখিয়েছে কোন দেশ ?
    Ans: ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) যুক্তরাজ্য।
    Last Updated: 04-12-2023
  • সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা যান কবে ?
    Ans: ২৯ নভেম্বর, ২০২৩ (উল্লেখ্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন)।
    Last Updated: 04-12-2023
Showing 2491 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events