সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?
    Ans: জাপান ।
    Last Updated: 12-11-2023
  • ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কবে প্রতিষ্ঠিত হয়?
    Ans: ১০ ডিসেম্বর ১৯৮৭ (হামাস অর্থ উদ্যম)।
    Last Updated: 12-11-2023
  • ৭ অক্টোবর ২০২৩ হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানের নাম কী?
    Ans: অপারেশন আল-আকসা ফ্লাড ।
    Last Updated: 12-11-2023
  • বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু ‘দ্য ব্যাচ লং’ কোন দেশে অবস্থিত?
    Ans:  ভিয়েতনাম।
    Last Updated: 12-11-2023
  • কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপারের প্রতিষ্ঠাতা কে?
    Ans: জেফ বেজোস।
    Last Updated: 12-11-2023
  • নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়?
    Ans: হিদিও নিশিমুরা (জাপান)। তিনি ১২ আগস্ট ২০২৩ এটি আবিষ্কার করেন।
    Last Updated: 12-11-2023
  • ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত কে?
    Ans: নায়েফ বিন বান্দার আল-সুদাইরি।
    Last Updated: 12-11-2023
  • মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার কে?
    Ans: মাইক জনসন ।
    Last Updated: 12-11-2023
  • বাংলাদেশে কতটি দেশের দূতাবাস রয়েছে?
    Ans: ৫২টি (সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন)।
    Last Updated: 12-11-2023
  • নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত?
    Ans:  লাকসাম, কুমিল্লা ।
    Last Updated: 12-11-2023
  • দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
    Ans: লোহাগাড়া, চট্টগ্রাম ।
    Last Updated: 12-11-2023
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) তৃতীয় টার্মিনাল কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
    Ans:  ৭ অক্টোবর ২০২৩।
    Last Updated: 12-11-2023
  • ২০২৩ সালের অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?
    Ans: হামুন। এ নামটি ইরানের দেওয়া। যার অর্থ সমতল ভূমি বা পৃথিবী ।
    Last Updated: 12-11-2023
  • দেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?
    Ans: মারুফ হাসান (তিনি ১২-২৬ অক্টোবর ২০২৩ এ ছুটি ভোগ করেন)।
    Last Updated: 12-11-2023
  • বর্তমানে দেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?
    Ans: ১২০ দিন ।
    Last Updated: 12-11-2023
  • ১১ অক্টোবর ২০২৩ সরকার দেশের সড়কে কত সিসির (ইঞ্জিন ক্ষমতা) মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়?
    Ans: ৩৭৫ সিসি 
    Last Updated: 12-11-2023
  • বাংলাদেশ পুলিশের কোন ইউনিট মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব  পালন করে? 
    Ans: ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ।
    Last Updated: 12-11-2023
  • বর্ষাকালীন ঝরনাগুলোর মধ্যে দেশের সবচেয়ে উঁচু ঝরনা কোনটি? 
    Ans: লাংলোক(বান্দরবান) ।
    Last Updated: 12-11-2023
  • পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হবে কবে?
    Ans: ১ নভেম্বর ২০২৩ ।
    Last Updated: 12-11-2023
  • নোবেল পুরস্কার ২০২৩
    Ans: • মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
    • পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

    চিকিৎসা বিজ্ঞানঃ
    ১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
    ২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
    করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

    রসায়নঃ
    ১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
    ২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
    ৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
    কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

    অর্থনীতিঃ
    ১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
    শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

    পদার্থবিজ্ঞানঃ
    ১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
    ২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
    ৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
    পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

    শান্তিঃ
    ১. নার্গিস মোহাম্মদি(ইরান)
    নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

    সাহিত্যঃ

    ১. জন ফসে(নরওয়ে)
    উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।

    Last Updated: 11-11-2023
  • ইসরায়েল-হামাস যুদ্ধ
    Ans: - ০৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
    - হামাস সাম্প্রতিক হামলাকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে অভিহিত করে । 
    - '৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলি বাহিনী ‘অপারেশন আয়রন সোর্ডস' নামে নির্বিচারে গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
    একনজরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতঃ 
    • ১৯১৭ বেলফোর ঘোষাণা 
    • ১৯৪৭ জাতিসংঘের ফিলিস্তিন ভাগ প্রস্তাব 
    • ১৯৪৮ ইসরায়েলের রাষ্ট্র ঘোষণা 
    • ১৯৬৪ PLO প্রতিষ্ঠা 
    • ১৯৬৭ ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধ 
    • ১৯৭৮ ক্যাম্প ডেভিড চুক্তি 
    • ১৯৮৭ প্রথম ইন্তিফাদা হামাস গঠন 
    • ১৯৯৩ অসলো চুক্তি 
    • ২০০৭ হামাসের হাতে গাজার নিয়ন্ত্রণ
    • ২০২৩ হামাস-ইনরায়েল রক্তক্ষয়ী সংঘাত  

    Last Updated: 09-11-2023
  • দুই দ্বীপকে রাষ্ট্রের স্বীকৃতি
    Ans: • ২৫ সেপ্টেম্বর ২০২৩ প্রশান্ত মহাসাগরে কুক আইল্যান্ডস ও নিউই দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র ।
    Last Updated: 09-11-2023
  • দেশের বৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্ৰ
    Ans: - ৩১ মার্চ ২০২২ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে সমুদ্র উপকূল ও বাঁকখালী নদীর তীরে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
    - ১২ অক্টোবর ২০২৩ বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। (ডিসেম্বরে এটির উৎপাদন শুরু হবে) ।
    -  চীনের অর্থায়নে বায়ু বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস-ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
    - প্রকল্পে ২২টি উইন্ড টারবাইন বসানো হবে।
    -  বিদ্যুৎকেন্দ্রটি থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
    - একেকটি টারবাইন, থেকে সর্বোচ্চ ৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

    Last Updated: 09-11-2023
  • ডেঙ্গু টিকার প্রথম সফল পরীক্ষা
    Ans: - বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা হয়েছে।
    - আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b) ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (UVM) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা এই টিকার সফল পরীক্ষা চালান।
    - ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন— ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪ ।
    - টিকার পরীক্ষামূলক প্রয়োগে দেখা যায়, চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।
    - ২৭ সেপ্টেম্বর ২০২৩ টিকার এই সফল পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয় । - - এক ডোজের এই টিকার নাম টিভি-০০৫ (টেট্রাভেলেন্ট)।

    Last Updated: 09-11-2023
  • ওয়ানডে বিশ্বকাপ ২০২৩
    Ans: বিশ্বকাপের দুই মাসকটঃ 
    - ৩০ সেপ্টেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে ২০২৩ বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করে ICC ।
    - নারী মাসকটের নাম ‘ব্লেজ’ ও পুরুষ মাসকটের নাম ‘টঙ্ক’ ।
    - বিশ্বে ক্রিকেটের মাধ্যমে যে লিঙ্গ সমতা ও ঐক্যের ছবি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়, তারই প্রতিনিধি ‘ব্লেজ’ ও ‘টঙ্ক’ ।
    সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড়ঃ
    - ২০২৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান। তার বয়স ৩৬ বছর ।
    - সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় নেদারল্যান্ডসের "ওয়েসলি বারেসির" বয়স ৩৯ বছর ।
    বিশ্বকাপ রেকর্ড আপডেটঃ
    অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে দ্রুততম সেঞ্চুরি করে বিশ্বকাপে ইতিহাস গড়েন ।
    - ১০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি হয়। শ্রীলংকারঃ কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানঃ আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান ।
    - আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইম আউট’ হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইম আউটের আবেদন করেন  বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ।

    Last Updated: 09-11-2023
  • বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index)
    Ans: প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ (বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা 'WIPO') । 
    - অন্তর্ভুক্ত দেশ : ১৩২টি।
    সূচক অনুযায়ী—
    • শীর্ষ দেশ > সুইজারল্যান্ড,
    • সর্বনিম্ন দেশ > অ্যাঙ্গোলা, 
    • বাংলাদেশের অবস্থান ১০৫তম।

    Last Updated: 09-11-2023
  • বাল্যবিবাহ প্রতিবেদন (Child Marriage)
    Ans: প্রকাশ: ৫ অক্টোবর ২০২৩ (বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক) ।
    - জরিপের অন্তর্ভুক্ত জেলা: ২৭টি ।
    - বাল্যবিবাহে শীর্ষ জেলা পিরোজপুর হার- ৭২.৬% ।
    - সর্বনিম্ন জেলা নেত্রকোণা হার- ২৪.১% ।

    Last Updated: 09-11-2023
  • বৈশ্বিক ক্ষুধা সূচক (Global Hunger Index)
    Ans: প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ (আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe)
    - অন্তর্ভুক্ত দেশ : ১২৫টি ।
    সূচক অনুযায়ী—
    - ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি > মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ।
    - সার্কভুক্ত দেশের অবস্থান > ৬০. শ্রীলংকা, ৬৯. নেপাল, ৮১. বাংলাদেশ, ১০২. পাকিস্তান, ১১১. ভারত ও ১১৪ আফগানিস্তান।

    Last Updated: 09-11-2023
  • শ্রমশক্তি জরিপ ২০২২
    Ans: প্রকাশঃ ২৫ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
    - মোট বেকার ২৫.৮২ লক্ষ ।
    - বেকারত্বের হার ৩.৫৩% 
    - শ্রমশক্তিতে অংশগ্রহণকারীর হার মোটঃ ৬১.২০% ।
    - খাত অনু্যায়ী শতকরা কর্মে নিয়োজিতঃ কৃষি- ৪৫.৪%; শিল্প- ১৭.০%; সেবা- ৩৭.৬% ।

    Last Updated: 09-11-2023
  • শাখারভ পুরস্কার
    Ans: - মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্ত চিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জীবন-সংগ্রাম করছে তাদের সম্মানিত করতে শাখারভ পুরস্কার দেওয়া হয়।
    - ১৯৮৮ সালের ডিসেম্বরে সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের নামে ইউরোপীয় পার্লামেন্ট শাখারভ পুরস্কার প্রবর্তন করে ।
    - ২০২৩ সালের শাখারভ পুরস্কার লাভ করেন যৌথভাবে ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনি ও তার মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া 'নারী, জীবন, স্বাধীনতা' আন্দোলন।

    Last Updated: 09-11-2023
Showing 2581 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events