সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • জাতীয় ডেবিট কার্ড-
    Ans: - ১ নভেম্বর ২০২৩ থেকে বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে "টাকা পে কার্ড" নামে জাতীয় ডেবিট কার্ড চালু করবে বাংলাদেশ ব্যাংক।
    -  জাতীয় পর্যায়ে এই কার্ড ব্যবহার হলে গ্রাহকের খরচ কমবে । 
    - ২ জুন ২০২৩ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ন্যাশনাল ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

    Last Updated: 20-10-2023
  • পটুয়াখালীতে নবম ইপিজেড-
    Ans: - ২৯ আগস্ট ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 
    - পটুয়াখালী জেলার সদরের আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া মৌজায় ৪১৮ একর জায়গার  ওপর ইপিজেড নির্মিত হবে ।
    - এটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা।
    - বর্তমানে বাংলাদেশে মোট ৮টি ইপিজেড আছে।
    - ১৯৯৩ সালে বন্দর নগরী চট্টগ্রামে স্থাপিত হয় দেশের প্রথম ইপিজেড।
    -  ১২ নভেম্বর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেপজার ৩৪তম গভর্নর বোর্ড সভায় নতুন তিনটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়,(গাইবান্ধা, যশোর, পটুয়াখালী)।

    Last Updated: 20-10-2023
  • সাইবার নিরাপত্তা আইন ২০২৩-
    Ans: - সাইবার নিরাপত্তা আইনের লক্ষ্য হলো ডিজিটাল সিস্টেমস, নেটওয়ার্ক ও তথ্যের নিরাপত্তা প্রদান এবং অনলাইন হুমকি থেকে দেশ, প্রতিষ্ঠান ও জনগণকে রক্ষা করা ।
    - ১৩ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় সংসদে বহুল আলোচিত "সাইবার নিরাপত্তা বিল,২০২৩' পাস হয়।
    - পূর্বের দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা বাতিল করে নতুন আইনে ৬০টি ধারা করা হয়।

    Last Updated: 20-10-2023
  • বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২-
    Ans: প্রকাশঃ ২০২৩ সালে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (BANBEIS) প্রকাশ করে "বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২" । পরিসংখ্যান অনুযায়ী , দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা __
    - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মোট  ১,১৮,৮৯১টি ।
    সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ৬৫,৫৬৬টি ।
    বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ৪,৭৯৯ টি ।
    - মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঃ ২১,০০৩টি ।
    - মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ঃ ৯,২৬৮টি ।
    - কলেজ ঃ ৪,৭৪৭টি ।
    - বিশ্ব বিদ্যালয় ঃ ১৬৪টি ।
     সরকারি ঃ ৫৩টি , বেসরকারি ঃ ১০৯টি ও আন্তর্জাতিক ঃ ২টি ।
    - কারিগরি ও বৃত্তিমূলক ঃ ৭,৮১৯টি ।

    Last Updated: 20-10-2023
  • বিশ্বের প্রথম জলবায়ু মামলা-
    Ans: প্রকাশঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের সামুদ্রিক আদালতে বিশ্বের প্রথম জলবায়ু মামলার শুনানি হয় ।
    -  মহাসাগরগুলোর সুরক্ষার জন্য ৯টি ছোট দ্বীপেরাষ্ট্রের নেতারা International Tribunal for the Law of the Sea(ITLOS)-এ করা মামলার পরিপ্রেক্ষিতেই এ শুনানি হয় ।
    -  সাগরে কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে দূষণ হিসেবে বিবেচনা করা যায় কি না তা নির্ধারণ এবং যদি নির্ধারণ করা সম্ভব হয় তবে তা প্রতিরোধ করার   জন্য এ মামলাটি করা হয় ।
    -  মামলার বাদী দ্বীপদেশগুলো হলোঃ- এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, ভানুয়াতু, বাহামাস, পালাউ, নিউ , টুভ্যালু, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রানাডাইস ।  

    Last Updated: 20-10-2023
  • নতুন অর্থনৈতিক করিডর (IMEC)-
    Ans:

    প্রকাশ ঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ 
    - জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের    সঙ্গে যুক্ত করে রেল ও শিপিং করিডর নির্মাণ পরিকল্পনার ঘোষণা করেন । 
    - করিডরটি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর বা  India-Middle East-Europe Economic Corridor (IMEC) নামে পরিচিত ।
    - এ করিডর চীনের আন্তরাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্প Belt and Road Initiative(BRI) গঠনগত ও ভাবাদর্শগত বিকল্প হবে বলে ধারণা করা হচ্ছে ।


    Last Updated: 20-10-2023
  • ব্রিকস সম্প্রসারণ-
    Ans: - ব্রিকস জোটে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশসহ ৪০টি দেশ আগ্রহ প্রকাশ করে ।
    - এর মধ্যে ২২টি দেশ আনুষ্ঠানিক আবেদন করে ।
    - ২২ থেকে ২৪ আগস্ট ২০২৩ ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে আর্জেন্টনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও আরব   আমিরাতকে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয় ।
    - ১ জানুয়ারি ২০২৪ এ দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে ।

    Last Updated: 20-10-2023
  • বিশ্বকাপে ক্রিকেট ২০২৩-
    Ans: - আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর ।
    - বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ)
    - বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ । 
    - বিশ্বকাপের স্বাগতিক ভারত ।
    - অংশ গ্রহণকারী দেশ ১০টি ।মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি ।
    - বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) ।
    - ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় ।
    - লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা ।  সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,। আর রাসা অর্থ আবেগ । 
    - আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ।

    Last Updated: 20-10-2023
  • DCO'র সদস্য বাংলাদেশ
    Ans: - ১৯ সেপ্টেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের (DCO) সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশ। 
    - বাংলাদেশের পক্ষে DCO সদস্যরাষ্ট্র হওয়ার সনদে স্বাক্ষর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
    - DCO'র সদস্য হওয়ায় বাংলাদেশের চারটি সুযোগ তৈরি হয়।
    - প্রথমত, বাংলাদেশের এন্টারপ্রেনিয়র স্টার্টাআপদের ব্যবসা করার সুযোগ;
    - দ্বিতীয়, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিযোগ করার সু্যোগ;
    - তৃতীয়ত, ১৫টি দেশের পারস্পারিক সহযোগিতার মধ্য দিয়ে সাইবার নিরাপত্তায় আর ও বেশি শক্তিশালী হওয়া এবং
    - চতুর্থত, স্টার্টআপ পাসপোর্ট নিয়ে কাজ করে। 

    Last Updated: 15-10-2023
  • এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স
    Ans: প্রকাশঃ ২৯ আগস্ট ২০২৩, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি  ইনস্টিটিউট।
    সূচক অনুযায়ী  

    -বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ড অনু্যায়ী, প্রতি ঘনমিটার বাতাসে সর্বোচ্চ দূষণ কণার মান ৫মিলিগ্রাম।
    -২০১৩ সাল থেকে বিশ্বে বায়ুদূষণ প্রায় ৫৯% বৃদ্ধির জন্য দায়ী ভারত । দেশটিতে সবচেয়ে দূষিত বায়ুর শহর নয়াদিল্লি।
    সূচকে বাংলাদেশ
    - সবচেয়ে দূষিত জেলা গাজীপুর (দূষণকারী কণা= ৮৯.৮)
    - বায়ু দূষণের দিক দিয়ে ঢাকার অনস্থান ৫তম (দূষণকারী কণা= ৮৭.২)
    - সবচেয়ে কম দূষিত জেলা সিলেট (দূষণকারী কণা= ৪৮.৫)

    Last Updated: 14-10-2023
  • টাইম AI ১০০-এ বাংলাদেশি
    Ans: - ৭ সেপ্টেম্বর ২০২৩, টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটের Artificial intelligence (AI) বা কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের তালিকা প্রকাশ করে।
    - তালিকা স্থান পান বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধরী। তিনি সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে "অ্যাপ্লাইড অ্যালগোরিদমিক এথিকস" খাতে কাজ করেছেন।
    - তিনি মূলত কৃত্তিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করেন।

    Last Updated: 14-10-2023
  • ডিজিটাল জীবনমান সূচক
    Ans: প্রকাশঃ সেপ্টেম্বর ২০২৩, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক। অন্তর্ভুক্ত দেশ ১২১টি।
    সূচক অনুযায়ী 
    - শীর্ষ দেশ ফ্রান্স এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
    - বাংলাদেশ অবস্থান ৮২তম।

    Last Updated: 14-10-2023
  • দেশে নদ-নদীর সংখ্যা
    Ans: - বর্তমানে নদ-নদীর সংখ্যা ১,০০৮টি।
    - দেশে দীর্ঘতম পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
    - দেশে ক্ষুদ্রতম গাঙ্গিনা নদীর দৈর্ঘ্য ৩২ মিটার বা (০.০৩২ কিমি)।
    - সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
    - সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী পদ্মা (১২টি জেলা)।
    - সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম ঢাকা (২২২টি নদী)।
    - সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ (৯৭টি নদী)।
    - ইছামতি নামে দেশে মোট ১১টি নদী আছে।

    সূত্রঃ জাতীয় নদী রক্ষা কমিশন।(২৪ সেপ্টেম্বর ২০২৩)

    Last Updated: 14-10-2023
  • ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ১৩তম বাংলাদেশি
    Ans: - জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ বাংলাদেশের ১৩তম ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ।
    - সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
    - ছয় বন্ধুকে নিয়ে ২০০৭ সালে অলাভজনক প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন

    Last Updated: 14-10-2023
  • র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩
    Ans: - এশিয়া নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ।
    - ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে 'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তন করা হয় ।
    - ১৯৫৮ সালে থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয় । ৩১ আগষ্ট ২০২৩ র‍্যামন ম্যাগসেসের ৬৫তম জন্ম দিন উপলক্ষ্যে এবারের বিজয়ীদের নাম ঘোষনা করা হয় ।
    - ২০২৩ সালের বিজয়ীরা হলেন- বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের ।

    Last Updated: 14-10-2023
  • ৯৬তম অস্কারে "পায়ের তলায়া মাটি নাই"
    Ans: - ২০২৪ সালের অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিবে তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা "পায়ের তলায় মাটি নাই"।
    - একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে ১০ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ।

    Last Updated: 14-10-2023
  • DMP কমিশনার 
    Ans: - ২০ সেপ্টেম্বর ২০২৩ ঢাকা মহানগর পুলিশের (DMP) নতুন কমিশনার হিসাবে নিয়োগ পান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
    - ২ অক্টোবর ২০২৩ তিনি বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন।
    - হাবিবুর রহমান ১ জানুয়ারি ১৯৬৭ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।

    Last Updated: 12-10-2023
  • প্রথম বাংলাদেশি হিসেবে ইতালিভিত্তিক ‘সিডিটেলা রানিয়েরি স্থাপত্য পুরস্কার ২০২৫'-এ ভূষিত হন কে?
    Ans: স্থপতি রিজভী হাসান।
    Last Updated: 10-10-2023
  • বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে?
    Ans: ৫২টি দেশে।
    Last Updated: 10-10-2023
  • ১৮ জুলাই ২০২৩ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অ্যাপারেল সামিটের আয়োজন করে কোন প্রতিষ্ঠান?
    Ans: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA)।
    Last Updated: 10-10-2023
  • সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হচ্ছে-
    Ans: ১৭ আগস্ট ২০২৩
    Last Updated: 10-10-2023
  • বাংলাদেশে এখন বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা -
    Ans: ২০০টি।
    Last Updated: 10-10-2023
  • বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক-
    Ans: সাকিব আল হাসান।
    Last Updated: 10-10-2023
  • জনতা ব্যাংক লিমিটেড এর নতুন নাম-
    Ans: ‘জনতা ব্যাংক পিএলসি’।
    Last Updated: 10-10-2023
  • ইসলামী ব্যাংক এর নতুন নাম -
    Ans: ‘ইসলামী ব্যাংক পিএলসি’।
    Last Updated: 10-10-2023
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধিত নতুন নাম-
    Ans: সাইবার নিরাপত্তা আইন
    Last Updated: 10-10-2023
  • স্মার্ট বাংলাদেশ দিবস-
    Ans: ১২ ডিসেম্বর।
    Last Updated: 10-10-2023
  • খানা আয় ও ব্যায় জরিপ ২০২২  
    Ans: প্রকাশঃ ২২ জুন ২০২৩ । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) । প্রতিবেদনের শিরোনামঃ Household Income and Expenditure Survey (HIES) 2022 । প্রতিবেদন অনুযায়ী-

    পল্লী-
    উচ্চ দারিদ্রের হার- ২০.৫%
    নিম্ন দারিদ্রের হার- ৬.৫%

    জাতীয়-
    উচ্চ দারিদ্রের হার- ১৮.৭%
    নিম্ন দারিদ্রের হার- ৫.৬ %

    বিভাগ-
    বরিশাল এর পল্লিতে উচ্চ দারিদ্রের হার- ২৮.৪%
    বরিশাল এর পল্লিতে নিম্ন দারিদ্রের হার- ১৩.১%
    ঢাকার পল্লিতে উচ্চ দারিদ্রের হার- ২১.৭%
    ঢাকার পল্লিতে নিম্ন দারিদ্রের হার- ১.৯%

    Last Updated: 10-10-2023
  • বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
    Ans: প্রকাশ : ৫ জুলাই ২০২৩ | প্রকাশক : জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) | প্রতিবেদনের শিরোনাম : World Investment Report 2023 । প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে-

    -বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (২৮৫ বিলিয়ন মার্কিন ডলার) ।
    -স্বল্পন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ- ইথিওপিয়া ।
    -স্বল্পন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান- তৃতীয় ।
    -বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ- যুক্তরাজ্য (৫৬০.৬৮ মিলিয়ন মার্কিন ডলার)
    [সূত্রঃ বাংলাদেশ ব্যাংক]
     

    Last Updated: 10-10-2023
  • বৈশ্বিক শান্তি সূচক
    Ans: প্রকাশ : ২৮ জুন ২০২৩ । প্রকাশক : অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) |
    সূচকের শিরোনাম : Global Peace Index 2023 | অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৬৩টি। সূচক অনুযায়ী—

    -শান্তি সূচকে সর্বোচ্চ দেশ- আইসল্যান্ড ।
    -শান্তি সূচকে সর্বোনিম্ন দেশ- আফগানিস্তান ।
    -শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান- ৮৮ তম । 


    Last Updated: 10-10-2023
Showing 2641 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events