সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বিশ্ব ভাষাচিত্র ২০২৩-
    Ans: • বিশ্বের মোট ভাষার সংখ্যা –৭,১৬৮টি
    • সর্বাধিক ভাষার দেশ– পাপুয়া নিউগিনি
    • বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা– ইংরেজি
    • ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান– সপ্তম
    • মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা– মান্দারিন
    • মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান– পঞ্চম
    • বাংলাদেশে ভাষার সংখ্যা ৩৬টি
    • ইংরেজি ভাষায় কথা বলে ১৪৬টি দেশে

    Last Updated: 03-04-2023
  • মিয়ানমার জান্তা সরকার-
    Ans: সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) কে বিলুপ্ত ঘোষণা
    Last Updated: 29-03-2023
  • স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী -
    Ans: পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ নির্বাচিত।
    Last Updated: 29-03-2023
  • ২০২৩ সালে BRICS এর ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হবে-
    Ans: দক্ষিণ আফ্রিকা
    Last Updated: 26-03-2023
  • নতুন পারমাণবিক সাবমেরিন তৈরি করতে যাচ্ছে তিনটি দেশ-
    Ans: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস চুক্তির আওতায় আধুনিক ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে এসব সাবমেরিন নির্মাণ করবে।
    Last Updated: 17-03-2023
  • ৯৫তম অস্কার পুরস্কার ২০২৩-
    Ans:
    * সেরা চলচ্চিত্র- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
    * সেরা অভিনেতা- ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
    * সেরা অভিনেত্রী- মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
    * সেরা পরিচালক- ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
    * সেরা মৌলিক গান- নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)
    * সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র- অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

    Last Updated: 16-03-2023
  • বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডিজিটাল উপজেলা -
    Ans: মহেশখালী
    Last Updated: 16-03-2023
  • আরব সাগরে ত্রিদেশীয় নৌমহড়া শুরু করেছে রাশিয়া, চীন ও ইরান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিদেশীয় এ নৌমহড়ার নাম রাখা হয়েছে -
    Ans: ‘মেরিন সিকিউরিটি বেল্ট ২০২৩’।
    Last Updated: 16-03-2023
  • বাংলাদেশ-ভারতের মধ্যে বিনিময় মুদ্রা হিসেবে ডলারের পরিবর্তে এখন থেকে লেনদেন হবে টাকা-
    Ans: রুপিতে। Source: The Daily Star.
    Last Updated: 04-03-2023
  • বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?
    Ans: মিঠামইন, কিশোরগঞ্জ।
    Last Updated: 04-03-2023
  • উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line-1 এর দৈর্ঘ্য কত?
    Ans: ৩১.২৪১ কিমি।
    Last Updated: 04-03-2023
  • চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে China Mission Centre (CMC) গঠনের ঘোষণা দেয় –
    Ans: যুক্তরাষ্ট্র
    Last Updated: 04-03-2023
  • সোনালী ব্যাংক লিমিডেট এর পরিবর্তিত নাম -
    Ans: সোনালী ব্যাংক পিএলসি
    Last Updated: 28-02-2023
  • বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট -
    Ans: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা
    Last Updated: 28-02-2023
  • বিবিএস ২০২১-২২ অর্থ বছরের চুড়ান্ত হিসাব (০৫/০২/২০২৩) -
    Ans: জিডিপি প্রবৃদ্ধি ৭.১০%
    কৃষিতে প্রবৃদ্ধি ৩.০৫%
    শিল্পতে প্রবৃদ্ধি ৯.৮৬%
    সেবাতে প্রবৃদ্ধি ৬.২৬%
    জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৬১(মৎস্য ২.৫৩)
    শিল্প খাতের অবদান ৩৬.৯২
    সেবা খাতের অবদান ৫১.৪৮
    মাথাপিছু আয় ২,৭৯৩ মার্কিন ডলার
    মাথাপিছু জিডিপি ২,৬৮৭ মার্কিন ডলার
    বিনিয়োগ(%GDP) ৩২.০৫
    সরকারি বিনিয়োগ(%GDP) ৭.৫৩
    তথ্যসূত্র: bbs.gov.bd

    Last Updated: 18-02-2023
  • দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়-
    Ans: ১৮ জানুয়ারি ২০২৩ রাত সাড়ে ১০টা-১৯ জানুয়ারি ২০২৩ ভোর ৪টা পর্যন্ত দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে। সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয় । তিনি কর্নিয়াও দান করে যান। প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন BSMMU'র রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান। আর কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলমের নেতৃত্বে ৩৭ বছর বয়সি নারীর কিডনি প্রতিস্থাপন করা হয়। কোনো ব্যক্তি ‘ব্রেন ডেথ’ ঘোষিত হওয়ার পর কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ বা লিভার, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও খাদ্যনালির মতো অঙ্গগুলো দান করলে অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা যায় ।
    Last Updated: 15-02-2023
  • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন-
    Ans: ১১ জানুয়ারি ২০২৩ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘে নিযুক্ত কেনিয়ার স্থায়ী প্রতিনিধি এসব বোর্ডের সভাপতি নির্বাচিত হয়। অন্য তিনজন সহ-সভাপতি হলেন কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের স্থায়ী প্রতিনিধি। মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাগুলো এগিয়ে নিতে UNDP, UNFPA ও UNOPS'র সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২২ সালে UN Women -এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।
    Last Updated: 15-02-2023
  • নতুন জাত সুবর্ণ মুরগি-
    Ans: দেশি আবহাওয়ায় পালন উপযোগী ও অধিক মাংস উৎপাদনশীল জাত হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) নতুন মুরগির জাত সারাদেশে উৎপাদনের জন্য উন্মুক্ত করে। নতুন এ জাতের নাম BLRI মিট চিকেন-১ (সুবর্ণ)। নতুন জাতের বৈশিষ্ট্য : এ জাতের মোরগ-মুরগি সাধারণত আট সপ্তাহের মধ্যে পরিপক্ব হয়। এই সময়ে মোরগের ওজন ১.১ কেজি আর মুরগির ওজন ৯০০-১০০০ গ্রামের হয়ে থাকে। এছাড়া এই জাতের মুরগির ডিম পাড়ার হারও ভালো। ফলে খামারিরা বাণিজ্যিকভাবে এই মুরগি পালনে উৎসাহিত হবেন। আর মাংসে দেশি মুরগির স্বাদ পাওয়া যাবে, পাশাপাশি এ জাতের মুরগির রোগ প্রতিরোধ সক্ষমতা বেশি।
    Last Updated: 15-02-2023
  • ডেল্টা প্ল্যান ২১০০ এর অধীনে আগামী ১০ বছরে কতটি প্রকল্প গ্রহণ করেছে?
    Ans: প্রায় ৮০টি প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছে সরকার।
    Last Updated: 08-02-2023
  • চূড়ান্ত জনশুমারি -২০২৩ অনুযায়ী দেশের জনসংখ্যা:
    Ans: ১৬,৯৮, ২৮,৯১১ আগে ছিল ১৬,৫১,৫৮, ৬১৬.
    Last Updated: 08-02-2023
  • বাংলাদেশের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিট-
    Ans: প্রকল্পের নাম : Greater Dhaka Sustainable Urban Transport Project (বিআরটি বিমানবন্দর- গাজীপুর)।
    বাস্তবায়নকারী সংস্থা : সড়ক ও জনপথ বিভাগ (RHD), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA), স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (LGED) এবং ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (Dhaka BRT)।
    প্রকল্প অর্থায়নকারী : বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), ফরাসি উন্নয়ন সংস্থা (AFD) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF)
    প্রকল্পের প্রাক্কলিত ব্যয় : ৪,২৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ১,৪২৫ কোটি টাকা এবং বাকি টাকা প্রকল্প সাহায্য।
    প্রকল্পের ঠিকাদার : উড়াল সড়ক ও নিচের সড়ক নির্মাণ চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (CGGS), জিয়াংশু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ওয়েহেই ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ। আর গাজীপুরে BRT’র ডিপো নির্মাণে দেশীয় কোম্পানি সেল-ইউডিসি।
    দৈর্ঘ্য : ২০. ৫০ কিমি > ভূমিতে : ১৬ কিমি ও এলিভেটেড : ৪.৫০ কিমি
    স্টেশন : ২৫টি
    বাস ডিপো : ১টি (গাজীপুর)
    টার্মিনাল : ২টি (বিমানবন্দর ও গাজীপুর)
    ফ্লাইওভার : ৬টি (বিমানবন্দর, জসিমুদ্দীন, কুনিয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোগরা এবং জয়দেবপুর চৌরাস্তা)
    সেতু : ১টি (টঙ্গী সেতুকে ১০ লেনে উন্নীতকরণ)
    কিচেন মার্কেট : ৮টি
    এক্সেস রোড : ১১৩টি (৫৬ কিমি)
    উচ্চ ক্ষমতাসম্পন্ন নর্দমা : উভয় পাশে ২৪ কিমি
    ফুটপাত : উভয় পাশে ২০.২ কিমি
    ভ্রমণ সময় : ৫০ মিনিট (গাজীপুর-এয়ারপোর্ট
    বাস ফ্রিকোয়েন্সি : ২ থেকে ৫ মিনিট

    Last Updated: 05-02-2023
  • কৃষি মন্ত্রণালয়ের প্রথম নারী সচিবের নামে কী?
    Ans: ওয়াহিদা আক্তার।
    Last Updated: 05-02-2023
  • স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি?
    Ans: ৪টি— স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।
    Last Updated: 05-02-2023
  • বগুড়ার বিরোধপূর্ণ অংশ জামালপুরের সাথে সংযোজন করা হয়েছে-
    Ans: সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে । মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন করা হয়। ঐ অংশটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের সঙ্গে, যা নদীর পাড়ে । বগুড়া যেতে হলে তাদেরকে ব্রহ্মপুত্র নদ পার হেয়ে যেতে হয়। সেজন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।
    Last Updated: 05-02-2023
  • DDT মুক্ত বাংলাদেশ-
    Ans: বাংলাদেশে Dichlorodiphenyltrichloroethane (DDT) বৃহত্তম মজুতটি ছিল চট্টগ্রামে। কয়েক দশক ধরে মজুত থাকা বিষাক্ত এ কীটনাশক বাংলাদেশ থেকে সরিয়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ধ্বংস করতে পাঠানো হয় ফ্রান্সে। সর্বশেষ চালানটি ২ ডিসেম্বর ২০২২ চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের গুদাম পরিচ্ছন্নতাকরণের অত্যন্ত জটিল এ ব্যবস্থাপনায় নেতৃত্ব দেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) । ১৯৮৫ সালে ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশা নিয়ন্ত্রণে ৫০০ টন কীটনাশক আমদানি করা হয়। যদিও এসব ডিডিটি ব্যবহার না করে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেসের (DGHS) মেডিকেল সাব-ডিপোতে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। ১৯৯১ সালে বাংলাদেশে DDT'র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিষাক্ত এ রাসায়নিক অপসারণ করা সম্ভব হয়নি । অবশেষে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির (GEF) অর্থায়নে, বাংলাদেশ সরকার ও FAO-এর সহ-অর্থায়নে প্রতিষ্ঠানটির পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব DDT অপসারণ করে।
    Last Updated: 05-02-2023
  • দেশের প্রথম স্মার্ট উপজেলা -
    Ans: মাদারীপুরের শিবচর, ৩১ জানুয়ারি ২০২৩ সালে ঘোষণা করা হয়েছে।
    Last Updated: 05-02-2023
  • বর্তমানে শীর্ষ পাঁচ ঋণদাতা সংস্থা ও দেশঃ
    Ans: - বিশ্বব্যাংক
    - এডিবি
    - জাপান
    - রাশিয়া
    - চীন

    দেশ হিসবে জাপান সবার উপর।
    সোর্সঃ প্রথম আলো

    Last Updated: 05-02-2023
  • বর্তমান শেনজেনভুক্তদেশ -
    Ans: ২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
    Last Updated: 05-02-2023
  • ২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম G-7 শীর্ষ সম্মেলন হবে -
    Ans: হিরোশিমা, জাপান
    Last Updated: 05-02-2023
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রাপ্তরা হলেন-
    Ans: ১. কবিতা- ফারুক মাহমুদ, তারিক সুজাত
    ২. কথাসাহিত্য- তাপস মজুমদার, পারভেজ হোসেন
    ৩. প্রবন্ধ/গবেষণা- মাসুদুজ্জামান
    8. অনুবাদ- আলম খোরশেদ
    ৫. নাটক- মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল
    ৬. শিশুসাহিত্য- ধ্রুব এষ
    ৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- মুহাম্মদ শামসুল হক
    ৮. বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা- সুভাষ সিংহ রায়
    ৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান- মোকারম হোসেন
    ১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ইকতিয়ার চৌধুরী
    ১১. ফোকলোর আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল

    Last Updated: 05-02-2023
Showing 2881 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events