সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • দেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ‘ব্রেন ডেথ’ অবস্থায় নিজের অঙ্গ দান করেন-
    Ans: ২০ বছর বয়সী সারাহ
    Last Updated: 03-02-2023
  • ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে -
    Ans: সামোয়া।
    Last Updated: 03-02-2023
  • বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -
    Ans: ২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
    Last Updated: 03-02-2023
  • দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে প্রথম নারী, যিনি ব্যারিস্টার হলেন-
    Ans: ভ্যালী চাকমা
    Last Updated: 01-02-2023
  • আন্তর্জাতিক সংস্থার আপডেটেড সদস্য সংখ্যা-
    Ans:
    ⭕ কমনওয়েলথ সর্বশেষ সদস্য সংখা - ৫৬ (টোগো (২৫ জুন ২০২২))
    ⭕ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)সর্বশেষ সদস্য সংখা - ৯২ (ইরাক (৪ আগস্ট ২০২২))
    ⭕ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সর্বশেষ সদস্য সংখা - ১০৮ (উজবেকিস্তান (২৬ জুলাই ২০২২))
    ⭕ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)সর্বশেষ সদস্য সংখা - ১৫৮ (অ্যাঙ্গোলা (২১ অক্টোবর ২০২২))
    ⭕ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) সর্বশেষ সদস্য সংখা - ১৬০ (এন্টিগুয়া অ্যান্ড বারবুডা (১ জানুয়ারি ২০২২))
    ⭕ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) সর্বশেষ সদস্য সংখা - ১৭৫ (বার্বাডোস (২৯ নভেম্বর ২০২২))

    Last Updated: 13-01-2023
  • নতুন পোলিও টিকা nOPV2-
    Ans: মুখে খাওয়ার নতুন পোলিও টিকা Novel Oral Polio Vaccine type 2 (nOPV2) নবজাতকদের জন্য নিরাপদ এবং তাদের মধ্যে সফলভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। বিজ্ঞানভিত্তিক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (icddrb)-এর বিজ্ঞানী এবং সহযোগীদের একটি গবেষণায় প্রথমবারের মতো এই ফলাফল পাওয়া যায়। icddr,b ২১ সেপ্টেম্বর ২০২০ - ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত চাঁদপুরের মতলব হেলথ রিসার্চ সেন্টারে একটি র‍্যান্ডমাইজড' (বাছবিচারহীনভাবে), ডাবল-ব্লাইন্ড, কন্ট্রোল্ড (নিয়ন্ত্রিত), ফেজ ২ ট্রায়াল চালায়। গবেষণায় নবজাতকদেরকে ৪ সপ্তাহের ব্যবধানে nOPV2 টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার পর তাদের সংবেদনশীলতা, সহনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করা হয়। গবেষণায় দেখা যায়, nOPV2 রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম; ৯৯% নবজাতকের মধ্যে রোগ প্রতিরোধমূলক নিউট্রিলাইজিং অ্যান্টিবডি পাওয়া যায়। বিল অ্যান্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের Centers for Disease Control and Prevention, দক্ষিণ কোরিয়ার International Vaccine Institute এবং আরও কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণাটি পরিচালিত হয়। উল্লেখ্য, ১৩ নভেম্বর ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টাইপ-২ পোলিওভাইরাস প্রতিরোধের জন্য nOPV2 নামে মুখে খাওয়ার পোলিও টিকা ব্যবহারের অনুমোদন দেয়, যার মাধ্যমে স্নায়ুতন্ত্রের রোগ সৃষ্টির সম্ভাবনা কম।।
    Last Updated: 13-01-2023
  • নতুন পৌরসভা শ্যামনগর-
    Ans: ২৭ নভেম্বর, ২০২২ প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (NICAR) ১১৮তম সভায় সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা গঠন, মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণ, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প' হিসেবে নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়.
    Last Updated: 08-01-2023
  • বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস-
    Ans: ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে আবারও দূতাবাস চালু করবে আর্জেন্টিনা, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে । ১০ ডিসেম্বর ২০২২ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ ঘোষণা দেন। ২০২১ সালে বাংলাদেশে আর্জেন্টিনার রপ্তানির পরিমাণ ছিল ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা এ যাবৎকালের সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকায় বাংলাদেশ মিশনের সংখ্যা খুবই সীমিত। বর্তমানে ব্রাজিলে একটি দূতাবাস রয়েছে। বাংলাদেশেও ব্রাজিলের ছোট আকারের একটি দূতাবাস রয়েছে।
    Last Updated: 08-01-2023
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনোলজি পরামর্শ কমিটির সদস্য হিসেবে কে নিয়োগ পান?
    Ans: ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী
    Last Updated: 05-01-2023
  • রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ নেওয়ার জন্য পদ্মা নদীতে কত কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়?
    Ans: ৭.৫ কিমি (১১টি পিলারের মাধ্যমে)
    Last Updated: 05-01-2023
  • বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে?
    Ans: ১৭ নভেম্বর ২০২২।
    Last Updated: 05-01-2023
  • ২১ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কতটি সড়ক- মহসড়কের উদ্বোধন করেন?
    Ans: ১০০টি (প্রায় ২,০২১ কিমি)।
    Last Updated: 05-01-2023
  • কত সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা হবে?
    Ans: ২০৪১ সাল।
    Last Updated: 05-01-2023
  • পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি কবে পালিত হয়?
    Ans: ২ ডিসেম্বর ২০২২।
    Last Updated: 05-01-2023
  • সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (SASEC) প্রকল্পের আওতায় নির্মিত প্রথম চারলেন মহাসড়ক কোনটি?
    Ans: জয়দেবপুর-এলেঙ্গা।
    Last Updated: 05-01-2023
  • ৫ ডিসেম্বর ২০২২ দেশের ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য তারল্য সংকট দূর করতে কোন তহবিল গঠন করা হয়?
    Ans: Islamic Banks Liquidity
    Last Updated: 05-01-2023
  • দেশে বর্তমানে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে কয়টি?
    Ans: ১০টি।
    Last Updated: 05-01-2023
  • বর্তমানে বাংলাদেশ বেশি ওষুধ রপ্তানি করে -
    Ans: ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ১৪০টি দেশে মোট ১৮ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার বা ১,৯৮২ কোটি টাকার (প্রতি ডলার ১০৫ টাকা) ওষুধ রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় মিয়ানমারে। দেশটিতে ২ কোটি ৭৬ লাখ ডলার বা ২৮৯ কোটি টাকার ওষুধ রপ্তানি হয়, যা মোট ওষুধ রপ্তানির প্রায় ১৫%। ২০২০-২১ অর্থবছরেও বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির শীর্ষ দেশ ছিল মিয়ানমার। ওষুধ রপ্তানিতে এর পরই রয়েছে শ্রীলংকা, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।
    Last Updated: 25-12-2022
  • বাংলাদেশের যত ঋণ এখন পর্যন্ত-
    Ans: IMF’র তিনটি তহবিল থেকে বাংলাদেশ মোট ঋণ পাবে ৩,৪৬৮ বিলিয়ন SDR। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রায় সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার। এ ঋণ মোট সাত কিস্তিতে পাওয়া যাবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি নাগাদ প্রথম কিস্তিতে াওয়া যাবে ৩৫ কোটি ২৩ লাখ ৫০,০০০ SDR বা ৪৫ কোটি ৪৫ লাখ ৩১,০০০ মার্কিন ডলার। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর ৫১৯ মিলিয়ন SDR হিসেবে ছয়টি সমান কিস্তিতে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। সুদের হার হবে ফ্লোটিং বা বাজারভিত্তিক। বর্তমান SDR সুদের হার অনুযায়ী মোট ঋণের ওপর গড় সুদের হার হবে ২.২ % উল্লেখ্য, বর্তমান বাজারদর অনুযায়ী, SDR সুদের হার হলো ২.৬৪১%। ১ ডলার সমান ০.৭৭৬৩৬৭ SDR। Special Drawing Rights (SDR) হচ্ছে রিজার্ভ মুদ্রা, যা IMF সদস্যদেশগুলোকে ঋণ আকারে দেওয়া হয় ।
    Last Updated: 25-12-2022
  • IMF রিজার্ভ হিসাবায়নে নতুন পদ্ধতি-
    Ans: IMF বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা হিসাবায়ন পদ্ধতি অ্যাকচুয়াল ভিত্তিতে করার পরামর্শ দেয়। সে অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক IMF'র পরামর্শ নীতিগতভাবে মেনে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসাবায়নে নতুন পদ্ধতি প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৭/অ ধারায় বৈদেশিক মুদ্রার ধারণ ও ব্যবস্থাপনার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের। বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার দায় অর্থাৎ আমদানি দায় পরিশোধের রক্ষাকবচ হিসেবে কাজ করে রিজার্ভ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, সাধারণত কোনো দেশের তিন মাসের বৈদেশিক মুদ্রার দায় মেটানোর মতো মজুত থাকতে হয় । বাংলাদেশ ব্যাংক সাধারণত রিজার্ভ হিসাবায়নের ক্ষেত্রে দুটি পদ্ধতি প্রয়োগ করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে এস রিজার্ভ এবং অন্যটি অ্যাকচুয়াল বা নিট রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক গ্রস রিজার্ভ হিসাবকালে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডসহ বিভিন্ন প্রকল্পে রিজার্ভ থেকে যে ঋণ প্রদান করা হয়েছে, তাকে অন্তর্ভুক্ত করে এবং সেই রিজার্ভই বাইরে প্রকাশ করে থাকে। অ্যাকচুয়াল বা নিট হিসাব বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণভাবে সংরক্ষণ করলেও তা সাধারণত বাইরে প্রকাশ করে না। বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ হিসাবায়ন পদ্ধতিতে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ সবচেয়ে বেশি ছিল ২০২১ সালের আগস্ট মাসে, ৪৮.৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের বেশিরভাগ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব হয় IMF'র ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন (বিপিএম৬) ম্যানুয়াল অনুযায়ী
    Last Updated: 25-12-2022
  • কাতার বিশ্বকাপে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোল-
    Ans: ২৩ নভেম্বর ২০২২ স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন ১৮ বছর ১১০ দিন বয়সি গাভি। কোস্টারিকার বিপক্ষে স্পেনের ৭-০ গোলে জয়ের এ ম্যাচে ৭৪ মিনিটে গোল করেন গাভি। বিশ্বকাপে অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডটিও এখন গাভির। ১৯৩০ বিশ্বকাপে রোমানিয়ার হয়ে ১৮ বছর ১৯৭ দিন বয়সে অভিষেকে গোল করেন নিকোলা কোভাচের। ১৯৫৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে কোভাচের রেকর্ড ভাঙেন ব্রাজিলের কিংবদন্তি পেলে ৷ বিশ্বকাপের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা গাভি ।
    Last Updated: 25-12-2022
  • শান্তি মিশনে নারী পুলিশ শীর্ষে-
    Ans: জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে বাংলাদেশ শীর্ষস্থানে। বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংঘাত-সংঘর্ষ কমাতে, বিশেষ করে নারী-শিশুর নিরাপত্তা প্রদানে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন। বর্তমানে বাংলাদেশের ১৫০ নারী পুলিশ কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। ২০০০ সালে ৫ নারী পুলিশের একটি টিম প্রথমবারের মতো পূর্ব তিমুরে যায়। এরপর ২০১০ সালে বাংলাদেশ নারী পুলিশের প্রথম কনটিনজেন্ট পাঠানো হয় হাইতি মিশনে। বর্তমানে বাংলাদেশ পুলিশের ৫০০ সদস্য জাতিসংঘ পুলিশ হিসেবে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। শান্তি প্রতিষ্ঠাকালে বাংলাদেশের ৩০ জন পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেন ।
    Last Updated: 23-12-2022
  • ‘হ্যালো এসবি’ অ্যাপ-
    Ans: ১৬ নভেম্বর ২০২২ জনগণের সেবা পাওয়া সহজ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা উদ্বোধন করে ‘হ্যালো এসবি' নামের একটি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ই-পাসপোর্ট/এমআরপি পাসপোর্ট নবায়ন, সংশোধন, ইমিগ্রেশন সেবা, দ্বৈত নাগরিকত্ব, ভিসা ইস্যু ও নবায়ন, নিবন্ধন, সিকিউরিটি ক্লিয়ারেন্স, এনজিও সংক্রান্ত তথ্য, দত্তক, ভ্রমণ ইত্যাদি সেবা পাওয়া যাবে। এছাড়াও অ্যাপটির মাধ্যমে সেবাগ্রহীতারা অভিযোগ ও পরামর্শ প্রদান কিংবা কোনো তথ্য প্রদান করতে পারবেন।
    Last Updated: 23-12-2022
  • জলবায়ু ও উন্নয়ন প্রতিবেদন - ২০২২
    Ans: প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২।
    প্রকাশক : বিশ্বব্যাংক
    প্রতিবেদনের শিরোনাম : Country Climate and Development Report (CCDR) 

    প্রতিবেদনে বাংলাদেশ বায়ুদূষণে বছরে ক্ষতি— GDP'র ৯%
    পরিবেশদূষণের জন্য মৃত্যু – ৩২%। 
    ঘূর্ণিঝড়ের ফলে বছরে গড় ক্ষতি ১ বিলিয়ন ডলার জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাস্তুচ্যুত হতে পারে— ১ কোটি ৩০ লাখ মানুষ।

    Last Updated: 23-12-2022
  • নলকূপ আর্সেনিক সমীক্ষা-
    Ans: প্রকাশ : নভেম্বর ২০২২ ।
    প্রকাশক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) ।
    সমীক্ষাকাল : ২০২১ সালের মাঝামাঝি-সেপ্টেম্বর ২০২২ 

    সমীক্ষা চালানো নলকূপ :
    ৩,২০০টি ইউনিয়নের ৫৪,৩০, ৮৮০টি । যার ৭,৫৫,৫৪৮ টি
    নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায়।
    যা দেশের ১৪% নলকূপ ।

    সমীক্ষা অনুযায়ী—
    • মাত্রাতিরিক্ত আর্সেনিকে শীর্ষ ৫ জেলা > ১. গোপালগঞ্জ
    ২. চাঁদপুর ৩. কুমিল্লা ৪. সাতক্ষীরা ৫. লক্ষ্মীপুর।

    • আর্সেনিকে সর্বনিম্ন ৫ জেলা > ১. দিনাজপুর ২
    ময়মনসিংহ ৩. নওগাঁ ৪. নাটোর ও ৫. রংপুর।

    Last Updated: 23-12-2022
  • বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়-
    Ans: প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ |
    প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা Quacquarelli Symonds (OS )
    অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় : ৭০০।
    প্রতিবেদনের শিরোনাম : QS World University Rankings: Sustainability 2023 1

    প্রতিবেদন অনুযায়ী—
    • সেরা ৫ বিশ্ববিদ্যালয় > ১. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া,
    বার্কলে (UCB); ২. ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা;
    ৩. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া; ৪. ইউনিভার্সিটি
    অব এডিনবার্গ, যুক্তরাজ্য এবং ৫. ইউনিভার্সিটি অব নিউ
    সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।

    তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫১-৬০০ এর
    মধ্যে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)
    অবস্থান ৬০১-৭০০ এর মধ্যে।

    Last Updated: 22-12-2022
  • বৈশ্বিক মোবাইল ডেটা-২০২২
    Ans: প্রকাশ : অক্টোবর ২০২২।
    প্রকাশক : ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান cable.co.uk ও জনপ্রিয় ওয়েবসাইট ‘স্পিডটেস্ট’ |
    অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ২৩৩টি
    প্রতিবেদনের শিরোনাম : Worldwide mobile data pricing 2022 ।

    প্রতিবেদন অনুযায়ী—
    • বিশ্বে সবচেয়ে কম মূল্যের (প্রতি জিবি মাত্র ৪ সেন্ট বা ৪
    টাকা) মোবাইল ইন্টারনেট সরবরাহ করা হয় ইসরায়েলে।
    • কম দামে ডেটা প্রাপ্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম।
    প্রতি জিবি ডেটা কিনতে খরচ হয় ৩২ সেন্ট বা প্রায় ৩৩ টাকা
    দ্রুতগতির ইন্টারনেট সেবায় বাংলাদেশ ১৩৯ দেশের মধ্যে ১২৫তম।

    Last Updated: 22-12-2022
  • বৈশ্বিক আইনশৃঙ্খলা প্রতিবেদন-২০২২
    Ans: প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ।
    প্রকাশক : যুক্তরাষ্ট্রভিত্তিক
    জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপ’ |
    অন্তর্ভুক্ত দেশ : ১৪০ টি
    প্রতিবেদনের শিরোনাম : Gallup Global Law andOrder 2022।

    সূচক অনুযায়ী—
    শীর্ষ দেশ : সিঙ্গাপুর
    বাংলাদেশের স্কোর : ৭৯।
    সর্বনিম্ন দেশ : আফগানিস্তান।

    Last Updated: 22-12-2022
  • আইনের শাসন সূচক-২০২২
    Ans: প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২।
    প্রকাশক : World Justice
    Project (WJP), যুক্তরাষ্ট্র।
    অন্তর্ভুক্ত দেশ: ১৪০টি। প্রতিবেদনের
    শিরোনাম : WJP Rule of Law Index ২০২২।

    সূচক অনুযায়ী
    • শীর্ষ দেশ : ডেনমার্ক
    সর্বনিম্ন দেশ : ভেনিজুয়েলা।
    * সার্কভুক্ত দেশের অবস্থান : ৬৯. নেপাল, ৭৪. শ্রীলংকা, ৭৭.
    ভারত, ১২৭, বাংলাদেশ, ১২৯. পাকিস্তান ও ১৩৮. আফগানিস্তান।

    Last Updated: 22-12-2022
  • কারকাস সাহিত্য পুরস্কার---
    Ans: মার্কিন ম্যাগাজিন Kirkus Reviews ২০১৪ সাল থেকে ফিকশন, নন-ফিকশন ও শিশু-কিশোর সাহিত্য এ তিন বিভাগে কারকাস সাহিত্য পুরস্কার প্রদান করে প্রতি বিভাগে পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ মার্কিন ডলার। নন-ফিকশন বিভাগে ২০২২ সালের কারকাস সাহিত্য পুরস্কার লাভ করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক তন্বী নন্দিনী ইসলাম। তিনি তার স্মৃতিকথাধর্মী বই In Sensorium : Notes for My People এর জন্য এ পুরস্কার পান। ফিকশন বিভাগে বিজয়ী হন হারনান ডিয়াজ আর শিশু-কিশোর সাহিত্য বিভাগে হারমনি বেকার।
    Last Updated: 22-12-2022
Showing 2911 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events