Are you good ……. presentation?
Solution
Correct Answer: Option D
- ইংরেজিতে "good at" phrase টি কারো কোন skill বা ability বোঝাতে ব্যবহার করা হয়।
- "At" preposition ব্যবহার হয় যখন কেউ কোন particular activity, skill বা subject এ দক্ষ বা পারদর্শী তা নির্দেশ করতে হয়।
- অন্য prepositions যেমন "in," "of," বা "on" এই ধরনের structure এ সাধারণত ব্যবহার হয় না দক্ষতার ক্ষেত্রে।
- উদাহরণস্বরূপ, আমরা বলি, "She is good at painting," "He is good at math," যার মাধ্যমে বোঝানো হয় তিনি ঐ বিষয়ে পারদর্শী।
এখানে প্রশ্নের বাক্যে "presentation" একটি কার্যকলাপ বা skill হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই "good at presentation" হবে সঠিক ও প্রাকৃতিক expression। তাই সঠিক উত্তর হলো at।