বাংলাদেশ নির্বাচন কমিশন (অফিস সহায়ক) – ৩১.০৩.২০২৩ (80 টি প্রশ্ন )
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণা গ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫)।
তাঁর রচিত বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক অন্যান্য গ্রন্থ:
- 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। (১৯৬৫),
- Buddhist Mystic Songs (১৯৬০),
- ভাষা ও সাহিত্য (১৯৩১),
- বাংলা ব্যাকরণ' (১৯৫৮),
- 'বৌদ্ধ মর্মবাদীর গান' (১৯৬০),
- 'বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫)।
ভিটামিন ‘এ’ খাবারের মধ্যে থাকা জৈব অণু। ভিটামিন ‘এ’র রাসায়নিক নাম রেটিনল। মানব দেহে ভিটামিন এ জারিত হয়ে রেটিনোয়েক এসিড তৈরি করে। শিশুর পুষ্টির ক্ষেত্রে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন-এ এর অভাবে শিশুদের রাতকানা রোগ হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ১১৮ (১) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
 - চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
 - একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
 - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য হলো 'সাবাস বাংলাদেশ' শিল্পী নিতুন কুণ্ডুর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ১৯৯১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হলে ১৯৯২ সালে এর ফলক উম্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। নিতুন কুণ্ডের আরো কয়েকটি ভাস্কর্য হলো- সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা ও সদা জাগ্রত মুক্তিবাহিনী ।

মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য :
★ জাতীয় স্মৃতিসৌধ: সাভার- সৈয়দ মঈনুল হোসেন
★ জাগ্রত চৌরঙ্গী: গাজীপুর চৌরাস্তা-আবদুর রাজ্জাক
★ বিজয়োল্লাস: আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার
★ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: মিরপুর, ঢাকা- মোস্তফা হারুন কুদ্দুস
★ স্বাধীনতা: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুজিবনগর স্মৃতিসৌধ: মেহেরপুর- তানভীর কবীর
★ স্বোপার্জিত স্বাধীনতা: টিএসসি সড়ক দ্বীপ, ঢাবি- শামীম শিকদার
★ জয় বাংলা জয়তারুণ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল
★ অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল্লাহ খালেদ
★ সংশপ্তক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-হামিদুজ্জামান খান
★ মুক্ত বাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়- রশিদ আহমেদ
★ সাবাস বাংলাদেশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুন্ডু
★ স্মারক ভাস্কর্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- মর্তুজা বশীর
★ চেতনা-৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, সিলেট -মোহাম্মদ ইউসুফ
★ রক্তসোপান: রাজেন্দ্রপুর সেনানিবাস-গাজীপুর
★ বিজয়'৭১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-খন্দকার বদরুল ইসলাম
★ কিংবদন্তী ৭১'এর গণহত্যা ও : মিরপুর, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুক্তিযুদ্ধের প্রস্তুতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রাসা
★ দুর্জয় ভৈরব: ভৈরব, কিশোরগঞ্জ-
★ রক্তগৌরব: বদরগঞ্জ, রংপুর
★ বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, গুলশান-সুদীপ্ত
★ স্মরণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সৈয়দ সাইফুল কবির

বাংলাদেশের সংবিধানের ১২২ (২) অনুচ্ছেদের (খ)-তে বলা হয়েছে- কোন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী হবেন, যদি তার বয়স ১৮ বৎসরের কম না হয়।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক :- পদক। ১৯৭৭ সালে সরকার এ পুরস্কার প্রবর্তন করেন। বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ ও সাহিত্যক্ষেত্রে অবদানের পুরস্কার। বাংলা ভাষা স্বীকৃতস্বরূপ ১৯৬০ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয়। একুশে পদক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।

উল্লেখ্য, ‘স্বাধীনতা পুরস্কার- ২০২৩' পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
One of এর পরে plural noun+ singular verb বসে।
৩ মার্চ, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে ও উপস্থিতিতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পল্টন ময়দানে আয়োজিত জনসভায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা ও পাঠ করা হয়। ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ইশতেহারে বলা হয়, ৫৪ হাজার ৫০৬ বর্গমাইল বিস্তৃত এলাকা সাত কোটি মানুষের আবাসিক ভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সরকারের অঙ্গ সংগঠন তিনটি- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
- রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি আইন পরিষদের নিকট দায়ী নন।
- বাংলাদেশে চালু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি মহামান্য রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান৷
- তবে সরকার প্রধান এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারি প্রধানমন্ত্রী। 
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
রূপপুর পারমাণবিক কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি নির্মাণে ২১ মে, ২০১০ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে। এখানে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এর মধ্যে প্রথম ইউনিট উৎপাদনে যাবে ২০২৩ সালে আর অপরটি ২০২৪
২ মার্চ জাতীয় ভোটার দিবস। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ ভোটার দিবস হিসাবে পালিত হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সালে বিশ্বে ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতি মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। ইউনেস্কোর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিবে। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানির প্রতিষ্ঠান। ১১৮ (১) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে।

এটিও গুরুত্তপুর্ণ, জেনে রাখুনঃ
Bangladesh Public Administration Training Centre লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন কর্তৃক বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণের জন্য একটি একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাকাল: ২৮ এপ্রিল, ১৯৮৪
অবস্থান: ঢাকার অদূরে সাভারে।
প্রধান: এর প্রধান হলেন একজন রেক্টর যিনি সচিব পদমর্যাদার।
★বর্তমান বিসিএস ক্যাডারের সংখ্যা-২৬ টি।
★পিএসসির বর্তমান চেয়ারম্যান- মোবাশ্বের মোনেম
★পিএসসির প্রথম চেয়ারম্যান ছিলেন- ড. এ. কিউ. এম. বজলুল করিম।
★পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ- ৫ বছর।
★সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে পিএসসি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
★পিএসসির চেয়ারম্যান ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পান।

বাংলাদেশের একমাত্র সামদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কি.মি দক্ষিণে নাফ নদীর মোহনায় ‘সেন্টমার্টিন দ্বীপ' অবস্থিত। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। মিস্টার মাটিনের নামানুসারে এর নামকরণ করা হয়। এটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৩.৬ মি. উচুতে অবস্থিত। এর আয়তন ৮ বর্গ কি.মি।
সোমপুর বিহার বৃহত্তর রাজশাহীর অন্তর্গত । দেব (৭৮১-৮২১) নির্মাণ করেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি প্রদান করে।
২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে Federation of International Football সদর দপ্তর Association (FIFA) সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। এর বর্তমান সদস্য ২১১টি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্লাটিনাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রতীক (Pt).

জেনে রাখুনঃ
● তামা + দস্তা : পিতল/ব্রাস
● তামা + টিন : ব্রোঞ্জ/ কাঁসা
● তামা + টিন +দস্তা : গান মেটাল
● লোহা + নিকেল +ক্রোমিয়াম: স্টেইনলেস স্টীল
● কালো সোনা : জিরকন, ম্যাগনেটাইট, ইলমেনাইট, কোরান্ডাম, মোনানজাইট, রুটাইল
● ফিউজ তার : টিন +সীসা
● মুদ্রা ধাতু : তামা, সিলভার, গোল্ড
● নোবেল ধাতু : সোনা, রূপা, প্লাটিনাম

জেনে রাখুন,
● বাংলাদেশের জলবায়ু- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা আদ্র সমভাবাপন্ন জলবায়ু।
● বাংলাদেশের আবহাওয়া- নাতিশীতোষ্ণ।
● উত্তর গোলার্ধে বাংলাদেশের বড়দিন ও ছোট রাত- ২১শে জুন
● উত্তর গোলার্ধে বাংলাদেশের ছোট দিন ও বড় রাত- ২২শে ডিসেম্বর।
● বাংলাদেশের দিনরাত সমান থাকে- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান- লালাখাল, সিলেট।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় যে বিভাগ ও জেলায়- সিলেট।
● বাংলাদেশের সর্বোচ্চ শীতলতম বিভাগ ও জেলা- সিলেট।
● বাংলাদেশের সব থেকে উষ্ণ জেলা ও বিভাগ- রাজশাহী ‌।
● বাংলাদেশের সর্বোচ্চ শীতলতম স্থান- শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
● বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় যে স্থানে- লালপুর, নাটোর।
● বাংলাদেশের উষ্ণতম মাস- এপ্রিল এবং শীতলতম মাস- জানুয়ারি।
● বাংলাদেশের বার্ষিক ঝড় বৃষ্টিপাত- ২০৩ সেন্টিমিটার।
● স্বতন্ত্র ঋতু বলা হয়- বর্ষা কালকে।
● আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
● বস্তুর ওজন সবথেকে বেশি হয়- মেরু অঞ্চলে।
● বাংলাদেশের গড় তাপমাত্রা- ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস।
● বস্তুর ওজন সবথেকে কম- নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চলে।
● ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয়- সুমেরু বৃত্ত।

জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। সংবিধানের ৬৫(১) 'জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলি সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যাস্ত থাকবে। বাংলাদেশের জাতীয় সংসদ এককক্ষ বিশিষ্ট। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০ জন যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

289/361 এর বর্গমূল = √(289/361)

=√{(17)2 / (19)2 }

= 17/19

 

আগামী বছরে আয়,
= ২,৭৬৫ × (১০৭/১০০)
= ২৯৫৮.৫৫
= ২৯৫৯ (প্রায়)
4x - 20 = 40-11x
বা, 4x + 11x = 40 + 20
বা, 15x = 60
বা, x = 4
১ম মাসে খরচ হয় = ১০০০ + ১০০ + ৪০০ = ১৫০০ টাকা
∴ ১ বছর বা ১২ মাসে খরচ = ১৫০০ × ১২ = ১৮০০০ টাকা
১ কেজি ধানে চাল = ০.৭ কেজি
∴ ৪০০ কেজি ধানে চাল = ৪০০ × ০.৭ কেজি = ২৮০ কেজি
১ মার্কিন ডলার = ১০৩.৫ টাকা
∴৩০০ মার্কিন ডলার = ১০৩.৫ × ৩০০ টাকা =৩১০৫০ টাকা
অপশন গুলোর মধ্যে ০.৫০ বড়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এখানে, ২৭ = ৩ ×৯ .: ২৭ মৌলিক সংখ্যা নয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0