নির্বাচন কমিশন সচিবালয় - অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০৮.০৮.২০২৫ (80 টি প্রশ্ন )
A) definately (ভুল বানান)
সঠিক বানান: definitely
অর্থ: অবশ্যই, নিশ্চিতভাবে

B) Seperate (ভুল বানান)
সঠিক বানান: separate
অর্থ: আলাদা করা, পৃথক

C) occurence (ভুল বানান)
সঠিক বানান: occurrence 
অর্থ: ঘটনা, ঘটে যাওয়া বিষয়

D) receive সঠিক বানান।
অর্থ: পাওয়া, গ্রহণ করা


• ফিলিস্তিন - দিনার 
• আফগানিস্তান - আফগানি
• আর্জেন্টিনা - পেসো
• অস্ট্রেলিয়া - ডলার
• বেলজিয়াম - ইউরো
• ব্রাজিল - রিয়েল
• কানাডা - ডলার
• চীন - ইউয়ান
• ফ্রান্স - ইউরো
• জার্মানি - ইউরো
• ভারত - রুপি
• ইন্দোনেশিয়া - রুপিয়াহ
• ইতালি - ইউরো
• জাপান - ইয়েন
• মেক্সিকো - পেসো
• রাশিয়া - রুবল
• যুক্তরাজ্য - পাউন্ড
• যুক্তরাষ্ট্র - ডলার
• নেদারল্যান্ড - ইউরো

[মূল প্রশ্নের অপশনে সঠিক উত্তর ছিল না]

দেয়া আছে, 
x + y = 5
xy = 6

সূত্র অনুসারে,
x³ + y³ = (x + y)³ − 3xy(x + y)
= 5³ − 3 × 6 × 5
= 125 − 90
= 35

তাহলে,
2(x³ + y³) = 2 × 35 = 70


15% ক্ষতিতে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 85 টাকা।

বিক্রয়মূল্য 85 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা।
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/85 টাকা।

অতএব, বিক্রয়মূল্য 170 টাকা হলে ক্রয়মূল্য = (170 × 100) / 85 টাকা
= 200 টাকা


১ম পদ = ৫
২য় পদ = ৫ + ২ = ৭
৩য় পদ = ৭ + ৩ = ১০
৪র্থ পদ = ১০ + ৪ = ১৪
৫ম পদ = ১৪ + ৫ = ১৯
৬ষ্ঠ পদ = ১৯ + ৬ = ২৫

অতএব, শূন্যস্থানের সংখ্যা = ১৯
ধরি, 
মূল বেতন = ১০০ টাকা 

10% কমানোর পর বেতন
= ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

10% বৃদ্ধিতে বেতন
= ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + ৯০ এর ১০/১০০
= ৯০ + ৯
= ৯৯

ক্ষতি = (১০০ - ৯৯) = ১%
ধরি,
সংখ্যাটি ক 

৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
দেওয়া আছে,
X ও Y এর মানের গড় = ৯
∴ X ও Y এর মানের সমষ্টি = ৯ × ২
∴ X + Y = ১৮

এখন,
X, Y ও Z এর মানের সমষ্টি = X + Y + Z
= ১৮ + ১২
= ৩০
∴ X, Y ও Z এর মানের গড় = ৩০/৩
= ১০
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= |(১১ × M - H × ৬০)/২|°

∴ নির্ণেয় কোণ
= |(১১ × ০০ - ৬০ × ১১)/২|°
= |(০০ - ৬৬০)/২ |°
= |- ৬৬০/২|
= ৩৩০°

⇒ ১৮০° অপেক্ষা বড় হওয়ায় ৩৬০° থেকে বিয়োগ করতে হবে।

= ৩৬০° - ৩৩০° 
= ৩০°

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. 
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
- যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু একে অপরের সমান্তরাল কিন্তু দৈর্ঘ্যে সমান নয়, তাকে ট্রাপিজিয়াম বলে।
- আয়তক্ষেত্র, সামন্তরিক বা বর্গক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান দৈর্ঘ্যের হয়, কিন্তু ট্রাপিজিয়ামে কেবল একটি জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় এবং সেগুলো দৈর্ঘ্যে সমান নাও হতে পারে।
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নানুসারে,
x এর 80% = 48
x এর 80/100 = 48
80x/100 = 48 
4x/5 = 48 
4x = 48 × 5 
x = ( 48 × 5 )/4
x = 60
ধরি,
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, 2x°, 2x°, 3x°

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°

প্রশ্নমতে,
x° + 2x° + 2x° + 3x° = 360°
⇒ 8x° = 360°
⇒ x° = 360° ÷ 8
⇒ x° = 45°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = (3 × 45)° = 135°

9x² + 16y²

= (3x)² + 2 × 3x × 4y + (4y)² − 24xy
= (3x + 4y)² − 24xy

অতএব, 9x² + 16y² এর সাথে 24xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে।


আমরা জানি,
- ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের যে কোন দুই বাহুর অন্তর বা ব্যবধান তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।

∴ তৃতীয় বাহুটি,
৭ - ৪ = ৩ সে.মি. এর সমান বা ছোট হতে পারবে না।
আবার,
৭ + ৪ = ১১ সে.মি. এর সমান বা বড় হতে পারবে না।

∴ তৃতীয় বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.।
ভগ্নাংশগুলিকে তুলনা করার জন্য সমান হর করতে হবে বা তাদের দশমিক মান বের করতে হবে।

5/3 = 1.666...
3/4 = 0.75
5/21 ≈ 0.238
5/17 ≈ 0.294

সবচেয়ে ছোট মান 0.238, যা 5/21 ভগ্নাংশের সমান।

ধরি দুই সংখ্যা হলো x ও y।
তাহলে,
x + y = 60 ----(১)
x − y = 20 ----(২)

(১) ও (২) সমাধান করলে—
যোগ করলে:
2x = 80
⇒ x = 40

বিয়োগ করলে:
2y = 40
⇒ y = 20

অতএব, দুই সংখ্যা হলো ৪০ এবং ২০।


9x- 9x - 4
= 9x2 - 12x + 3x - 4
= 3x(3x - 4) + 1(3x - 4)
= (3x - 4) (3x + 1)
আমরা জানি, 
(a + b)2 = (a2 + b2) + 2ab 
বা, 2ab = (a + b)2 - (a2 + b2
বা, 2ab = (7)2 - 25 
বা, 2ab = 49 - 25 
বা, 2ab = 24 
বা, ab = 24/2 
   ∴ ab = 12 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = ৩x মিটার

প্রশ্নমতে,
দৈর্ঘ্য = ৪৮ মিটার
অর্থাৎ,
3x = 48
⇒ x = 48 ÷ 3
⇒ x = 16 মিটার (প্রস্থ)

পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (৪৮ + ১৬)
= ২ × ৬৪
= ১২৮ মিটার

অতএব, ক্ষেত্রটির পরিসীমা = ১২৮ মিটার।


ধরি, পিতার বয়স ১০x বছর
এবং পুত্রের বয়স ৩x বছর
প্রশ্নমতে,
৩x = ১৮
⟹ x = ৬
∴ পিতার বয়স = ১০ x ৬ = ৬০ বছর
দেওয়া আছে, আসল, P= ৩০০০ টাকা
বছর, n = ৫
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন(৮০%)।
- এছাড়া প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন (৭%)।
- প্রোপেন(৬%),বিউটেন ও আইসো বিউটেন (৪%),পেনটেন (৩%)।

[নবম-দশম শ্রেনির রসায়ন বই এর একাদশ অধ্যায়]
- পৃথিবীর উপরের কঠিন আবরণকে ভূ-ত্বক বলে।
- ভূ-পৃষ্ঠ গঠনের প্রধান উপাদান অক্সিজেন (৪৫.৪৬ শতাংশ) ও সিলিকন ২৭.৬১ শতাংশ)।
- তবে ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় অ্যালুমিনিয়াম (৮.০৭ শতাংশ)।
- ভূ-পৃষ্ঠে প্রাপ্ত অন্যান্য ধাতুগুলো হচ্ছে লোহা (৫.০৬ শতাংশ), ক্যালসিয়াম (৩.৬৪ শতাংশ), সোডিয়াম (২.৭৫ শতাংশ), পটাশিয়াম (২.৭৫ শতাংশ), ম্যাগনেসিয়াম (২.৫৭ শতাংশ) ও টাইটানিয়াম (০.৬২ শতাংশ)।
- কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে।
- এইসব পদার্থ বা মৌল গুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা।
- কার্বন একটি বহুরূপী মৌল।
- কার্বনের দুটি বিশেষ রূপ হলো হীরক ও গ্রাফাইট।
- ১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
- এতে ১৩টি দল অংশ গ্রহণ করে।
- প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।
বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুইটি। যথাঃ
- কর রাজস্ব এবং করবহির্ভূত রাজস্ব।
- কর পরিশোধে ২০১২ সালের মে মাসে বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়।
- বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় আসে ভ্যাট থেকে।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় ১ জুলাই, ১৯৯১।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।
• বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো, খাসিয়া।
• অন্য সব উপজাতিই পিতৃতান্ত্রিক।
• মুসলমান উপজাতি-- পাঙন।
- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
- বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি।
যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো ।
- আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
- ১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ সংস্থাটির ৩২তম সদস্যপদ লাভ করে এবং ১৯৭৩ সালে প্রথম কমনওয়েলথ এর শীর্ষ সম্মেলনে যোগদান করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে।
- ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয়। ৯ নভেম্বর, ২০০৬ সালে এটি কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে থাকে ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0