আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে ?

 

A চার্লস ব্যাবেজ

B প্যাস্কেল

C লিবনিৎস

D ডঃ জন মউসলি

Solution

Correct Answer: Option A

- প্রযুক্তির ইতিহাসে অমর হয়ে আছেন চার্লস ব্যাবেজ। একাধারে যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক ছিলেন তিনি।
- তাঁকে ‘কম্পিউটারের জনক’ বলা হয়।
- ১৮৩৪ সালে তিনি আধুনিক কম্পিউটারের মত নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক ও যৌক্তিক অংশ, স্মৃতি অংশ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্বলিত অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেছিলেন।
- চার্লস ব্যাবেজের এই যন্ত্রটি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হয়ে আছে।
- এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে তাঁর জন্ম।
- ১৮৭১ সালের ১৮ অক্টোবর তিনি মারা যান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions