কম্পিউটার সংগঠন (35 টি প্রশ্ন )

-যে হার্ডওয়্যার কম্পিউটারের ভেতরে তথ্য প্রবেশ করাতে এবং কম্পিউটারের অনুরোধসমূহ করতে ব্যবহৃত হয় তাকে Input Device বা ইনপুট যন্ত্র বলা হয়।
-ইনপুট ডিভাইসের উদাহরণগুলির মধ্যে রয়েছে কীবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা,মাইক্রোফোন এবং জয়স্টিকস একটি টাচস্ক্রিন একটি সম্মিলিত ইনপুট এবং আউটপুট ডিভাইস।
- বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস সমূহঃ Monitor; Printer; Audio Speakers; Headphones ইত্যাদি।


 

Random Access Memory বা RAM হল এক ধরনের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। র‍্যাম হল অস্থায়ী মেমরি যা এপ্লিকেশন চালাতে সাহায্য করে।


কম্পিউটারের নিজস্ব বৃদ্ধিমত্তা নেই। কিন্তু এর স্থায়ী . অস্থায়ী মেমরি আছে। এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ সম্পাদন করতে পারে।
 

ব্যাখ্যাঃ মোডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।


কম্পিউটার হার্ডওয়্যারের ৩টি অংশ। যথা; ইনপুট ইউনিট, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ও আউটপুট।
অপারেটিং সিস্টেম হচ্ছে এমন কতগুলো প্রোগামের সমষ্টি যেগুলোর সাহয্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলোর পরিচালনা, নিয়ন্ত্রণ ও কার্যকরী করতে সমর্থন ও সাহায্য করে।

✔ পিসিতে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে ১৯৭১ সাল থেকে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কম্পিউটারের মেমোরীকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. প্রধান মেমোরি (Primary Memory)
২. সহায়ক মেমোরি (Secondary Memory)

প্রধান মেমোরি হলো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) এর সাথে সরাসরি সংযুক্ত মেমোরি। এটি কম্পিউটারের চলমান প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ করে। প্রধান মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। যথা:
-র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি (RAM)
-রিড-ওনলি মেমোরি (ROM)

সহায়ক মেমোরি হলো কম্পিউটারের প্রধান মেমোরির বাইরে অবস্থিত মেমোরি। এটি কম্পিউটারের চলমান প্রোগ্রাম এবং ডেটা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে। সহায়ক মেমোরিকে বিভিন্ন ধরনের ছোট-বড় ডিভাইসের সাহায্যে তৈরি করা হয়। যেমন:
-হার্ড ডিস্ক
-ফ্লেক্সিবল ডিস্ক
-ক্যাসেটেটেপ
-অপটিক্যাল ডিস্ক (CD, DVD, Blu-ray)
-পেন ড্রাইভ
-স্মল কম্প্যাক্ট ফ্ল্যাশ ড্রাইভ (SSD)







ফ্লপি ডিস্ক,সিডি রম প্রভৃতি গৌণ বা সহায়ক মেমোরি।
নেটওয়ার্ক ড্রাইভও একধরনের স্টোরেজ ডিভাইজ ।অর্থাৎ উল্লিখিত সবগুলো মাধ্যমেই তথ্য সংরক্ষণ করা যায়।
- "মডেম" শব্দটি এসেছে Modulator-Demodulator থেকে।

এর কাজ হলো —
Modulation: ডিজিটাল সংকেতকে (যা কম্পিউটার ব্যবহার করে) এনালগ সংকেতে রূপান্তর করা।
- যাতে তা টেলিফোন লাইনের মাধ্যমে প্রেরণ করা যায়।
Demodulation: প্রাপ্ত এনালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করা।
- যাতে কম্পিউটার তা বুঝতে পারে।

অর্থাৎ, মডেম দুই দিকেই সংকেত রূপান্তর করে —
ডিজিটাল ↔ এনালগ। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0