ইন্টারনেট ও নেটওয়ার্ক (21 টি প্রশ্ন )

বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্রাউজার হলো - C) Chrome

A) Samsung Internet: এটি Samsung কোম্পানির তৈরি একটি মোবাইল ওয়েব ব্রাউজার। মূলত Samsung স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহৃত হয়। যদিও এটি একটি ভালো ব্রাউজার, কিন্তু বিশ্বব্যাপী ব্যবহারের দিক থেকে শীর্ষে নেই।

B) Edge: Microsoft এর তৈরি এই ব্রাউজারটি Windows অপারেটিং সিস্টেমের সাথে আসে। Internet Explorer এর উত্তরসূরি হিসেবে এটি অনেক উন্নত, কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার নয়।

C) Chrome: Google এর তৈরি এই ব্রাউজারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত ওয়েব ব্রাউজার। এর দ্রুত গতি, সহজ ব্যবহার, এবং বিভিন্ন প্ল্যাটফর্মে উপলব্ধতার কারণে এটি শীর্ষস্থান ধরে রেখেছে।

D) Firefox: Mozilla Foundation এর তৈরি এই ওপেন সোর্স ব্রাউজারটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়। এর প্রাইভেসি ফিচার ও কাস্টমাইজেশন অপশন অনেকের পছন্দের, কিন্তু Chrome এর মতো বিশাল ব্যবহারকারী সংখ্যা নেই


 

ইন্টারনেট সেবা পেতে কম্পিউটারের সাথে মডেম যুক্ত করা হয় । 





ইন্টারনেট (Internet) আধুনিক টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক যার মাধ্যমে telephone line তার বেতার সংযোগ ব্যবহার করে কম্পিউটার বা অন্যান্য ডিভাইস গুলোকে World Wide Web (www) এর সাথে যুক্ত করে।

World Wide Web (www) হলো ইন্টারনেটের তথ্য গ্রহণ করার পদ্ধতি। এই পদ্ধতিতে হাইপারটেক্সট লিংক (Hypertext link) এর মাধ্যমে ইন্টারনেটে থাকা সকল ধরনের ডকুমেন্ট গুলো একে একের সাথে যুক্ত করে দেয়।

সহজ কথায়, বিশ্বের সকল কম্পিউটার গুলো যে নেটওয়ার্ক দ্বারা একে অপরের সাথে যুক্ত আছে সেটাই হলো ইন্টারনেট। ইন্টারনেট এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটা বিশ্বের সব থেকে ব্যাস্ত। একে আবার Global network বলে।
√ Twitter হলো একটি online social media website যার মাধ্যমে আমরা online messages, short stories বা information লোকেদের সাথে শেয়ার করতে পারি।
√২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



- টেলিমেডিসিন হল টেলিফোন , ইন্টারনেট বা অন্য নেটওয়ার্কের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বা সেবা প্রদানের আধুনিক পদ্ধতি ।
- জরুরি পরিস্থিতিতে বা দুর্গম এলাকায় টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে সেবা প্রদান করা হয় ।
- ই- মেডিসিন হচ্ছে অনলাইনভিত্তিক চিকিৎসা বিজ্ঞান সমন্ধীয় জ্ঞানভাণ্ডার , যা ইলেকট্রিক বুক হিসবে ব্যবহৃত হয় ।





ফোরজি প্রযুক্তি ল্যাপটপ, স্মার্টফোন বা অন্যান্য মোবাইল যন্ত্রে মোবাইল ব্রডব্যান্ড|মোবাইল আল্ট্রা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। এর গতি তৃতীয় প্রজন্ম (3G) এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি। 4G এর প্রকৃত ব্যান্ডউইথ ১০ এমবিপিএস।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0