কম্পিউটারের ইতিহাস (7 টি প্রশ্ন )

 

ইনটেল কর্পোরেশনের ড. টেড হফ এর তত্তাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে যার নাম ইনটেল-4004


- প্রযুক্তির ইতিহাসে অমর হয়ে আছেন চার্লস ব্যাবেজ। একাধারে যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক ছিলেন তিনি।
- তাঁকে ‘কম্পিউটারের জনক’ বলা হয়।
- ১৮৩৪ সালে তিনি আধুনিক কম্পিউটারের মত নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক ও যৌক্তিক অংশ, স্মৃতি অংশ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্বলিত অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেছিলেন।
- চার্লস ব্যাবেজের এই যন্ত্রটি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হয়ে আছে।
- এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে তাঁর জন্ম।
- ১৮৭১ সালের ১৮ অক্টোবর তিনি মারা যান।


সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার। 

আকার, আকৃতি, দক্ষতা, ক্ষমতা ও কার্যকারিতা প্রভৃতির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে সাধারণত চার ভাগে ভাগ করা
হয়।
১. অতিবৃহৎ কম্পিউটার (Super Computer)
২. বৃহৎ কম্পিউটার (Mainframe Computer)
৩. ছোট কম্পিউটার (Mini Computer)
৪. ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer)
এছাড়াও মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়।
যেমন - সুপার মাইক্রো, ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার বই (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0