ডিজিটাল সংকেতকে এনালগ সংকেত এবং এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে নিচের কোনটি?

A রিপিয়ার

B মডেম

C সুইচ

D হাব

Solution

Correct Answer: Option B

- "মডেম" শব্দটি এসেছে Modulator-Demodulator থেকে।

এর কাজ হলো —
Modulation: ডিজিটাল সংকেতকে (যা কম্পিউটার ব্যবহার করে) এনালগ সংকেতে রূপান্তর করা।
- যাতে তা টেলিফোন লাইনের মাধ্যমে প্রেরণ করা যায়।
Demodulation: প্রাপ্ত এনালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করা।
- যাতে কম্পিউটার তা বুঝতে পারে।

অর্থাৎ, মডেম দুই দিকেই সংকেত রূপান্তর করে —
ডিজিটাল ↔ এনালগ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions