ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসাকে কি বলা হয়?
A ই-মেডিসিন
B টেলি মেডিসিন
C ই-টেলিফোন
D মেডিকেল সার্ভিস
Solution
Correct Answer: Option B
- টেলিমেডিসিন হল টেলিফোন , ইন্টারনেট বা অন্য নেটওয়ার্কের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বা সেবা প্রদানের আধুনিক পদ্ধতি । - জরুরি পরিস্থিতিতে বা দুর্গম এলাকায় টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে সেবা প্রদান করা হয় । - ই- মেডিসিন হচ্ছে অনলাইনভিত্তিক চিকিৎসা বিজ্ঞান সমন্ধীয় জ্ঞানভাণ্ডার , যা ইলেকট্রিক বুক হিসবে ব্যবহৃত হয় ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions