Select the word that best matches the definition provided One who believes that all things and events in life are predetermined -
Solution
Correct Answer: Option D
এখানে, সঠিক উত্তর হবে fatalist.
fatalist শব্দের অর্থ হচ্ছে নিয়তিবাদী।
অর্থাৎ, Fatalist হচ্ছে এমন ব্যক্তি যে বিশ্বাস করে এই জগতের সবকিছুই আগে থেকে নির্ধারণ করা থাকে যার কোনো পরিবর্তন করা সম্ভব নয়।
Egoist হচ্ছে যারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ, যাদের চিন্তা-ভাবনা শুধুই নিজেদের নিয়ে থাকে।
মূলত নিজেদের সুবিধার প্রতিই তাদের প্রথম আগ্রহ।
Tyrant শব্দটির অর্থ হচ্ছে অত্যাচারী। সাধারণত, যে শাসক তার প্রজাদের উপর অত্যাচার করে সেই শাসক কে tyrant হিসেবে উল্লেখ করা হয়।
১৬ এবং ১৭ শতাব্দির শেষের দিকে English protestants সংগঠনের সদস্যদেরকে puritan হিসেবে বলা হয়।
অতএব, fatalist শব্দটির সঙ্গে উপরোক্ত definition টি অধিক প্রযোজ্য।