In which year did the Victorian Period end?
A 1899
B 1905
C 1901
D 1837
Solution
Correct Answer: Option C
- ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান যুগের ব্যাপ্তিকাল হলো ১৮৩২ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত (1832-1901)।
- ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই গৌরবোজ্জ্বল যুগের সমাপ্তি ঘটে এবং এরপর এডওয়ার্ডিয়ান যুগ (Edwardian Period) শুরু হয়।