Loading [MathJax]/extensions/tex2jax.js
 
The Middle English Period [1066-1500] (42 টি প্রশ্ন )
- The Nun’s Priest’s Tale রচনা করেছেন The Middle English Period এর লেখক Geoffrey Chaucer.
- এটি লেখা হয় ১৩৯০ সালে।
- এটি হচ্ছে একটি beast fable এবং mock epic .
- তাঁর Major Works হচ্ছে - The Book of the Duchess, The House of Fame,Anelida and Arcite,Parlement of Foules ,The Canterbury Tales .
Geoffrey Chaucer হলেন Middle English Period এর একজন বিখ্যাত সাহিত্যিক ।
তিনি হচ্ছেন The Father of English Modern Poetry.
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -
- The Book of the Duchess,
- Troilus and Criseyde,
- The House of Fame, etc
- Dante Alighieri হচ্ছেন The middle English Period এর একজন লেখক।
- তাঁকে The Father of Italina Language ও বলা হয়।
- The Three Crowns এর মধ্যে তিনি হচ্ছেন একজন ।
Geoffrey Chaucer (c. 1340-1400):
• "Father of English poetry" এবং "Father of Modern English Poetry"
• Middle English এ লিখেছিলেন, যা তখনকার vernacular ভাষা ছিল
• "The Canterbury Tales" তাঁর সবচেয়ে বিখ্যাত রচনা
• Modern English এর development এ significant influence রেখেছেন

অন্যদিকে,
A) William Shakespeare (1564-1616):
• "Father of English drama"
• Greatest playwright in English literature

B) John Milton (1608-1674):
• "Father of blank verse"
• Epic poetry তে বিশেষ পারদর্শী

C) Edmund Spenser (1552-1599):
• "Poet's Poet"
• Allegorical poetry র জন্য বিখ্যাত।
- Utopia হচ্ছে Sir Thomas More একটি বই
- যেটি ১৫১৬ সালে প্রকাশিত হয়।
- এটি দুটি খণ্ডে বিভক্ত।
- বইটিমূলত একটি কাল্পনিক দ্বীপের সমাজ এবং এর ধর্মীয়, সামাজিক চিত্রিত একটি ফ্রেম আখ্যান এবং রাজনৈতিক রীতিনীতি নিয়ে। 
- Thomas More -হচ্ছেন Renaissance period এর একজন বিখ্যাত লেখক
- তিনি একজন ইংরেজ লেখক ছিলেন
- তাঁর আরও বিখ্যাত প্রকাশনী হচ্ছে -A Merry Jest, Utopia, Latin Poems, Letter to Brixius, A Dailogue Concerning Hersies


The Divine Comedy হচ্ছে Dante Alighieri রচিত epic
-বাকি সব কবিতা
-Dante Alighieri হচ্ছেন The middle English Period এর একজন লেখক
-তাঁকে The Father of Italina Language ও বলা হয়
-The Three Crowns এর মধ্যে তিনি হচ্ছেন একজন
The Legend of Good Women হচ্ছে একটি longer poem
-এটি রচনা করেছেন Geoffrey Chaucer
-তিনি হচ্ছেন The Father of English Language
-তাঁকে Father of English Literature ও বলা হয়


John Wycliffe ইংরেজি সহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি একজন বাইবেল অনুবাদকও।
তিনি একজন Catholic Priest ছিলেন
The Legend of Good Women হচ্ছে একটি modern ইংরেজি prose .যেটি রচনা করেছেন Middle English Period এর লেখক Geoffrey Chaucher
Geoffrey Chaucher হচ্ছেন Middle English Period এর একজন বিখ্যাত সাহিত্যিক
-তিনি হচ্ছে Father of English Literature,Father of English Language এবং Father of English Modern Poetry .
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে - The Book of the Duchess,Troilus and Criseyde,The House of the Fame


odd শব্দের অর্থ ভিন্ন/অমিল। অপশনগুলোর মধ্যে যেটি বাকি তিনটি অপশনের সাথে কমন নেই সেটিই হবে odd/odd-man-out.
-Speculum Homms,Vox Clamantis,Confesso Amantis তিনটিই হচ্ছে John Gower এর লেখনী।
-কিন্তু The Divine Comedy  হচ্ছে একটি epic.যেটি লিখেছেন Dante Alighiery .


The Thrissil and the Rois  এটি একটি scots poem .
যেটি রচনা করেছেন William Dunbar
-তাঁর আরও একটি সাহিত্যকর্ম  The Golden Targe


-Geoffrey Chaucer হলেন Middle English Period এর একজন বিখ্যাত সাহিত্যিক ।
-তিনি হচ্ছেন The Father of English Modern Poetry .
-তিনি ইংরেজী উপন্যাসের grandfather
-তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Book of the Duchess,Troilus and Criseyde , The House of Fame etc


Geoffrey Chaucher হচ্ছেন Middle English Period এর একজন বিখ্যাত সাহিত্যিক
-তিনি হচ্ছে Father of English Literature,Father of English Language এবং Father of English Modern Poetry .
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে - The Book of the Duchess,Troilus and Criseyde,The House of the Fame.The Legend of Good Women.
Piers plowmen হচ্ছে একটি allegorical narrative poem
-এটি মধ্যযুগের
-এটি রচনা করেছেন William Langland


The Nun's Priest's হচ্ছে একটি Tale .
-যেটি রচনা করেছেন মধ্যযুগের সাহিত্যিক Geoffrey Chaucer .
-এটি Canterbury Tales এর একটি
-এটি লেখা হয় 1390s এ
-এটি একটি beast fable এবং একটি mock epic
-এটি Reynard Cycle এর ঘটনার উপর ভিত্তি করে লেখা
Vox Clamantis এর রচয়িতা হলেন John Gower ।তিনি মূলত Middle English Period এর লেখক ।
The new Testament হল Middle English Period এর বিখ্যাত writer John Wycliffe এর করা translation .
John Gower হলেন The Old English Period এর কবি এবং সাহিত্যিক ।
তিনি ছিলেন Geoffrey Chaucher এর কাছের বন্ধু ।
John Gower এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Speculum Homms,Vox Clamantis,Confessio Amantis,Cinkante Balades.
- Morte d' Arthur হচ্ছে প্রথম রোমান্টিক prose .
- যেটি রচনা করেছেন The Middle English Period এর লেখক Sir Thomas Malory.
William Dunbar হলেন The Middle English Period এর লেখক ।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Golden Targe , Teh Thrissil and The Rois .
Piers Plowman হচ্ছে একটি কবিতা যেটি রচনা করেছেন William Langland
Canterbury Tales হচ্ছে ২৪ টি গল্পের কালেকশন যেটি ১৩৮৭ এবং ১৪০০ এর মাঝামাঝি । যেটি রচনা করেছেন Middle English Period এর একজন বিখ্যাত সাহিত্যিক Geoffrey Chaucer।তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Book of the Duchess,Troilus and Criseyde , The House of Fame etc
John Wyclifee ছিলেন মধ্যযুগের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক । তিনি ছিলেন Reformer of English Church তাঁর উল্লখযোগ্য গ্রন্থ হল The Bible,The New Testament
John Gower হলেন The Old English Period এর কবি এবং সাহিত্যিক ।
তিনি ছিলেন Geoffrey Chaucher এর কাছের বন্ধু ।
John Gower এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Speculum Homms,Vox Clamantis,Confessio Amantis,Cinkante Balades.
Caedmon,Cynewulf ,King Alfred the Great তিনজনই হলেন The Anglo Saxon period / The Old English period এর লেখক । কিন্তু William Langland  হলে The Middle English Period এর কবি ।তার বিখ্যাত কবিতা হল - Piers Plowman
- Troilus and Criseyde রচনা করেছেন Geoffrey Chaucer
- Geoffrey Chaucer একজন ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক ছিলেন।
- Geoffrey Chaucer ছিলেন the first great humorist.
- মানবতাবাদ ও বাস্তববাদে তাঁর বিশ্বাস তাঁর রসবোধকে অসাধারণ ও শক্তিশালী করে তুলেছে।
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Book of Dutches, The House of Fame, The Canterbury Tales etc.
The three crowns এর একজন হলেন Dante Alighieri .অপর দুজন হলেন -Petrarch এবং Boccaccio.
The Divine Comedy হচ্ছে Dante Alighieri রচিত epic .এটির first part হচ্ছে 'Inferno' কবিতা।
Fall of the princes লিখেছেন-John Lydgate
Amoriet,Dphnaida-Edmund Spenser
'The Bible ,ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছিল 2nd - 4th century AD.অনুবাদ করেছিলেন John Wycliffe (1331-1384)
John Wycliffe ইংরেজি সহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি একজন বাইবেল অনুবাদকও।
 Father of English Language -Geoffrey Chaucer
Father of English Sacred songs -Caedmon
A Catholic Priest -John Wycliffe
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0