Characters (130 টি প্রশ্ন )
- আর্নেস্ট হেমিংওয়ের লেখা 'The Old Man and the Sea' উপন্যাসের প্রধান চরিত্র হলেন সান্তিয়াগো(Santiago), একজন কিউবান জেলে। পুরো গল্পটি তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
- ৮৪ দিন ধরে কোনো মাছ ধরতে না পারার দুর্ভাগ্য এবং শেষ পর্যন্ত একটি বিশাল মার্লিন মাছের সাথে তার মহাকাব্যিক লড়াইয়ের কাহিনীই এই উপন্যাসের মূল উপজীব্য।
- সান্তিয়াগোর এই সংগ্রাম, তার অধ্যবসায় এবং প্রকৃতির সাথে তার সম্পর্কই গল্পের মূল চালিকাশক্তি।
- যদিও ম্যানোলিনের মতো অন্যান্য চরিত্র রয়েছে, কিন্তু কাহিনীটি সম্পূর্ণরূপে সান্তিয়াগোর দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতাকে অনুসরণ করে।
- ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন হলেন 'ফ্রাঙ্কেনস্টাইন' উপন্যাসের প্রধান চরিত্র এবং প্রোটাগনিস্ট।
- তিনি একজন তরুণ বিজ্ঞানী যিনি একটি জীবন্ত প্রাণী বা দানব তৈরি করেন।
- উপন্যাসের কাহিনী মূলত তার সৃষ্টি এবং এর ভয়াবহ পরিণতিকে কেন্দ্র করে আবর্তিত হয়।
- অনেকেই ভুল করে ফ্রাঙ্কেনস্টাইনকে দানবের নাম মনে করেন, কিন্তু আসলে এটি তার স্রষ্টা ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের নাম।
- উপন্যাসটি মেরি শেলি ১৮১৮ সালে রচনা করেন এবং এটি গথিক সাহিত্যের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
- 'Moby Dick' উপন্যাসের প্রধান চরিত্র হলেন ক্যাপ্টেন আহাব (Captain Ahab)।
- তিনি 'পিকোড' (Pequod) নামক তিমি শিকারী জাহাজের একনায়ক এবং (obsessed) ক্যাপ্টেন।
- উপন্যাসের মূল কাহিনী ক্যাপ্টেন আহাবের প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
- তিনি দানবীয় সাদা তিমি 'মবি ডিক'-কে হত্যা করতে চান, কারণ এই তিমিটিই তার এক পা কেড়ে নিয়েছিল।
- যদিও ইসমাইল (Ishmael) উপন্যাসের বর্ণনাকারী, কিন্তু কাহিনীর মূল চালিকাশক্তি এবং প্রোটাগনিস্ট হলেন ক্যাপ্টেন আহাব।
- উপন্যাসটি আমেরিকান লেখক হারমান মেলভিল ১৮৫১ সালে রচনা করেন।
জেইন আইয়ার (Jane Eyre)।
এটি শার্লট ব্রন্টির লেখা উপন্যাসটির প্রধান নারী চরিত্র, যার নামানুসারেই উপন্যাসটির নামকরণ করা হয়েছে।
"Paradise Regained" হলো জন মিল্টনের মহাকাব্য "Paradise Lost"-এর একটি সিক্যুয়েল। "Paradise Lost"-এ আদম ও ইভের স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার এবং শয়তানের প্ররোচনার গল্প বলা হয়েছে। কিন্তু "Paradise Regained"-এ শয়তান (সাতান) মরুভূমিতে যিশু খ্রিস্টকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং যিশু কীভাবে সেই প্রলোভনগুলি প্রতিহত করেন, সেই গল্প বর্ণিত হয়েছে। এখানে মূল চরিত্র এবং সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু হলেন যিশু খ্রিস্ট।
- ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার William Shakespeare এর একটি বিখ্যাত historical play হলো Julius Caesar.
- এটি perform করা হয় ১৫৯৯ সালে।
- এটি মূলত একটি Tragedy. আনুমানিক ২০০০ বছর আগে রোমের শাসক সিজারের ষড়যন্ত্রকারীদের দ্বারা খুন হওয়া এবং তৎপরবর্তী রক্তাক্ত ঘটনাই এ নাটকের মূল উপজীব্য।
- Calpurnia (সিজারের স্ত্রী), Brutus (রোমের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট), Mark Antony (সিজারের অনুসারী) ও Cassius (ষড়যন্ত্রকারী) নাটকের অন্যতম প্রধান চরিত্র।
- Major works of William Shakespear - Romeo and Juliet ,Much Ado About Nothing ,Hamlet ,King Lear ,Macbeth  etc.

'Pride and Prejudice' উপন্যাসটির রচয়িতা রোমান্টিক যুগের অন্যতম নারী ঔপন্যাসিক Jane Austen.
-এ উপন্যাসের প্রধান চরিত্র Elizabeth Bennet, যিনি সবচেয়ে বুদ্ধিমতী, বিচক্ষণ এবং বেশ সুশিক্ষিত ছিলেন। উপন্যাসের শেষ পর্যায়ে সকল ভুল ভ্রান্তির অবসান ঘটিয়ে Mr. Darcy এর সাথে তার বিয়ে হয়।
-ঊনবিংশ শতাব্দীর সূচনাভাগের ইংল্যান্ডের উচ্চবিত্ত সমাজের আচরণ, বেড়ে ওঠা, নৈতিকতাবোধ ও শিক্ষাকে কেন্দ্র করে এ উপন্যাসের ঘটনাপ্রবাহ বিন্যাস্ত।

-উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র: Mrs. Bennet, Mrs. Phillips, Mr. Collins, Mrs. Forster, Wickham, Mr. Bingley, Jane Bennet.
Jane Austen এর উল্লেখযোগ্য উপন্যাস: Sense and Sensibility, Mansfield Park, Emma, Persuation, Love and Friendship.

-Thomas Hardy রচিত Tess of the D'Urbervilles উপন্যাসের চরিত্র: Tess, Alec, Angel, Sorrow.
-Emily Bronte রচিত Wuthering Heights উপন্যাসের চরিত্র: Heathcliff, Catherine, Lockwood.
-Charlotte Bronte রচিত Jane Eyre উপন্যাসের চরিত্র: Edward Rochester, Mrs. Reed, Maria Temple প্রমূখ ।

The Way of the World  হচ্ছে একটি play
-এটি রচনা করেছেন William Congreve
-William Congreve একজন English playwright
-এই play এর আরও কিছু চরিত্র হচ্ছে -Millamant,Lady Wishfort,Mrs. Fainfall,Mirabell

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
‘Great Expectations’ হলো Charles Dickens এর দ্বিতীয় Novel. এই Novel এর Protagonist এবং Narrator হলো Pip. 
এই Novel এর প্রধান কিছু চরিত্র হলো: 
- Pip, 
- Estella, 
- Miss Havisham, 
- Abel Magwitch, 
- Joe Gargery, 
- Jaggers ইত্যাদি।

- Wuthering Heights হচ্ছে একটি উপন্যাস যেটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে ।
- এটি লিখেছেন Emily Bronte
- এই উপন্যাসের  কিছু character হচ্ছে Linton Heathcliff, Hareton Earnshaw, Young Catherine, Isabella Linton, Nelly Dean, Lockwood, Edgar Linton etc .
- ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার William Shakespeare এর একটি বিখ্যাত historical play হলো Julius Caesar.
- এটি perform করা হয় ১৫৯৯ সালে।
- এটি মূলত একটি Tragedy. আনুমানিক ২০০০ বছর আগে রোমের শাসক সিজারের ষড়যন্ত্রকারীদের দ্বারা খুন হওয়া এবং তৎপরবর্তী রক্তাক্ত ঘটনাই এ নাটকের মূল উপজীব্য।
- Calpurnia (সিজারের স্ত্রী), Brutus (রোমের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট), Mark Antony (সিজারের অনুসারী) ও Cassius (ষড়যন্ত্রকারী) নাটকের অন্যতম প্রধান চরিত্র।
- Major works of William Shakespear - Romeo and Juliet, Much Ado About Nothing, Hamlet, King Lear, Macbeth  etc.

- Victorian যুগের ঔপন্যাসিক হচ্ছেন Charles Dickens
- তাঁর বিখ্যাত উপন্যাস Great Expectations.
- এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো - Pip, Estella, Miss Havisham.
- এ উপন্যাসের বিখ্যাত উক্তি: Charity begins at home and Justice begins next door .
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল Pickwick papers,oliver Twist ,David copperfield ,Hard time .
- 'As you Like It' হচ্ছে Shakespeare এর কমেডি নাটক।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।

এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
- Rosalind
- Celia
- Orlando
- Oliver
- Duke Senior
- Duke Frederick
- Touchstone
- Audrey
- 'Cordelia' হচ্ছে King Lear এর সবচেয়ে ছোট কন্যা।

- 'King Lear' হচ্ছে William Shakespeare দ্বারা রচিত 5 acts বিশিষ্ট tragedy ।

- King Lear নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: King Lear, Goneril, Regan, Cordelia প্রমুখ।
The Taming of the Shrew হল বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার William Shakespear এর কমিডি নাটক ।
-এই নাটকের প্রধান চরিত্র Catherine একজন কর্কশ স্বভাবের মহিলা।
-তিনি Pitrushio এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।
-Pitrushio কিভাবে এই বদস্বভাবী নারীকে অনুগত ও মিষ্টভাষী নারীতে পরিণত করে তা এই নাটকের উপজীব্য বিষয় ।
- এই নাওটকের আরও চরিত্রঃ Lucentio, Gremio, Grumio, Vicentio, Pedant etc.
- মুনীর চৌধুরী এই নাটকের অনুবাদ করেছেন 'মুখরা রমণী বশীকরণ' নামে ।
-'Hieronimo' নামক চরিত্রটি নেয়া হয়েছে The Spanish Tragedy থেকে
- ‘The Spanish Tragedy’ রচনা করেছেন Thomas Kyd Thomas Kyd এলিজাবেথীয় যুগের একজন বিখ্যাত নাট্যকার ছিলেন
- এটি একটি play
- এর আরও কিছু চরিত্র হচ্ছে Bel-Imperia, Andrea, Loranzo

Victoriam যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত The Return of the Native উপন্যাসটির চরিত্র Clym Yeobright.
-তিনি প্যারিসে হীরা ব্যবসায়ী হিসেবে কাজ করতেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন তার উচ্চাকাঙ্ক্ষা বস্তুগত সম্পদের দিকে নয়, তখন তিনি তার মাতৃভূমিতে ফিরে আসেন। গ্রামের শিক্ষিতা যুবতী Eustacia বিদেশে পাড়ি জমানোর জন্য ক্লাইমকে বিয়ে করে। অবশেষে তাদের মতবিরোধের কারণে বিচ্ছেদ ঘটে এবং একটা দুর্ঘটনায় Eustacia মারা যায়।

-উপন্যাসটির অন্যান্য চরিত্র:
Thomasin Yeo bright,
Mrs. Yeobright,
Christian Cantle,
Charley প্রমূখ।

David Copperfield উপন্যাসের চরিত্র: James Steerforth, Clara Peggotty, Uriah Heep, Tommy Traddles প্রমূখ ।
Passage to India উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Adela, Dr. Aziz, Ronny, Stella Moore প্রমূখ।
Adam Bede উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Dinah Morris, Hetty Sorrel, Arthur Donnithorne, Seth Bede, Martin Poyser প্রমূখ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Paradise Lost বইয়ে , Satan চিত্রিত হয় as embodying Milton's sense of injured merit, his hatred of tyranny, and his spirit of revolt.
Satan's character represents a complex mixture of these traits, which Milton uses to explore themes of rebellion, individualism, and the struggle against unjust authority.
-Paradise lost হচ্ছে একটি epic poem.
-এটির লেখক ইংরেজ কবি John Milton.
-এটির প্রথম version প্রকাশিত হয় 1667 সালে
-John Milton হচ্ছে ইংরেজ কবি -তাঁর উল্লেখযোগ্য কবিতা এবং নাটক হল
- On the Morning of Christ's Nativity, On Shakespeare,Lycidas, Paradise Regained,Samson Agonistes.
William Shakespeare এর বিখ্যাত tragedy নাটক Othello এর নায়িকা Desdemona.
ভেনিসের কৃষ্ণাঙ্গ বীর সেনাপতি ওথেলোর বীরত্ব ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ডিউক কন্যা Desdemona তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবেগপ্রবণ ও রোমান্টিক চরিত্রের অধিকারী ডেসডিমোনা সম্পর্কে ইয়াগো ওথেলোর কানে তার বিরুদ্ধে সন্দেহের বিষ ঢেলে দেয়। ওথেলো সন্দেহপ্রবণ হয় এবং ডেসডিমোনাকে অবিশ্বাস করে। রাগের মাথায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে সত্য জানার পর অনুশোচনায় ওথেলো আত্মহত্যা করে।

Othello নাটকের অন্যান্য চরিত্র: Cassio, lago, Emilia, Roderigo প্রমুখ।
Macbeth নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: Lady Macbeth, Duncan, Banquo, Three Witches প্রমুখ।
Hamlet নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: Hamlet, Ophelia, Horatio, Claudius, Gertrude, Laertes প্রমুখ।
King Lear নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: King Lear, Goneril, Regan, Cordelia প্রমুখ।
- William Shakespeare এর বিখ্যাত Tragedy নাটকগুলোর মধ্যে Hamlet অন্যতম।
- নাটকের Hamlet হলো Denmark এর রাজকুমার।
- নাটকটির মূল উপজীব্য বিষয় হচ্ছে ডেনমার্কের রাজহত্যা এবং তার পুত্রের প্রলম্বিত প্রতিশোধ।
- এটিই Shakespeare এর সর্ববৃহৎ Tragedy নাটক।

• 'Hamlet' এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
- Ophelia
- Hamlet
- Claudius
- Gertrude
- Horatio
- Polonius etc.

- Hamlet নাটকের বিখ্যাত কিছু উক্তি-
• "To be, or not to be: that is the question"

• "This above all: to thine own self be true, And it must follow, as the night the day, Thou canst not then be false to any man."

• "There is nothing either good or bad, but thinking makes it so."

• "There are more things in Heaven and Earth, Horatio, than are dreamt of in your philosophy."

'Duncan' হলো William Shakespeare রচিত 'Macbeth' নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র । এ নাটকের আরও কয়েকটি চরিত্রের নাম হলো Lady Macbeth, Banquo, Three Witches । 


- The Tempest হচ্ছে William Shakespeare রচিত একটি playwright .
- এটি একটি Tragi-comedy.
- William Shakespeare হচ্ছেন Elizabethan যুগের লেখক ।
- তাকে The Bard of Avon ও বলা হয় ।
- তিনি ৫২ বছর বয়সে মারা যান।
- The Tempest এর আরও কিছু চরিত্র হচ্ছে Prospero, Ferdinand, Ariel, Miranda, Antonio, Alonso, Stephano .
- Charles Bingley হচ্ছে Pride and Prejudice  এর একটি চরিত্র ।
- এটি একটি উপন্যাস ।
- এটি রচনা করেছেন Jane Austen
- এটির আরও কিছু চরিত্র হল - Elizabeth Bennet , Mr. Darcy, Jane Bennet .
• 'Horatio' চরিত্রটি Shakespeare এর বিখ্যাত tragedy - Hamlet থেকে নেওয়া।
• Horatio ছিলেন এই tragedy তে Hamlet এর একমাত্র বন্ধু এবং শুভাকাংখী।

• 'Hamlet' এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
- Ophelia
- Hamlet
- Claudius
- Gertrude
- Horatio
- Polonius etc.
- 'The Rime of the Ancient Mariner' হলো English poet Samuel Taylor Coleridge এর দীর্ঘতম প্রধান কবিতা।
- কবিতাটি ১৭৯৭ - ১৭৯৮ সালে লেখা এবং ১৭৯৮ সালে Lyrical Ballads এর প্রথম সংস্করণে প্রকাশিত হয়েছিল।
- Ancient Mariner চরিত্রটি একটি বিবাহের ভোজে যাওয়ার পথে তিন যুবকের একজনকে তার যৌবনকালের সমুদ্রে অভিজ্ঞতার গল্প বলেন।
- কবিতাটি একটি Albatross পাখি হত্যা, তার সহকর্মী নাবিকদের মৃত্যু এবং সবশেষে তার পাপ মুক্তির কাহিনী নিয়ে রচিত।
- শেষে Ancient Mariner উপলব্ধি করেন যে তাকে অবশ্যই ঈশ্বরের তৈরি সমস্ত প্রাণীকে মূল্য দিতে হবে এবং সম্মান করতে হবে।
The Merchant of Venice’ William Shakespeare এর Play.
- এর প্রধান চরিত্রসমূহ: Shylock, Portia, Antonio, Bassanio, Salerio, Jessica ইত্যাদি।
- অনেকে এ নাটকটিকে ট্র্যাজি কমেডি বলেও আখ্যায়িত করেছেন।
- এই নাটকে Shylock হচ্ছে এক সুদখোর মহাজন এবং Antonio হলো ভেনিসের ব্যবসায়ী।
- সময়মত টাকা শোধ করতে না পারলে শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে দেওয়ার শর্তে Antonio মহাজন Shylock এর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। কিন্তু Antonio সময়মতো সে টাকা পরিশোধ করতে পারে না। পরবর্তীতে Portia ও Bassanio এর পরিকল্পনায় Shylock এর বিরুদ্ধে Antonio কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত
Sabastian হলো William Shakespeare- এর 'Twelfth Night' নাটকের প্রধান চরিত্র।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
‘The Merchant of Venice’ William Shakespeare এর Play.
- এর প্রধান চরিত্রসমূহ: Shylock, Portia, Antonio, Bassanio, Salerio, Jessica ইত্যাদি।
- অনেকে এ নাটকটিকে ট্র্যাজি কমেডি বলেও আখ্যায়িত করেছেন।
- এই নাটকে Shylock হচ্ছে এক সুদখোর মহাজন এবং Antonio হলো ভেনিসের ব্যবসায়ী।
- সময়মত টাকা শোধ করতে না পারলে শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে দেওয়ার শর্তে Antonio মহাজন Shylock এর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। কিন্তু Antonio সময়মতো সে টাকা পরিশোধ করতে পারে না। পরবর্তীতে Portia ও Bassanio এর পরিকল্পনায় Shylock এর বিরুদ্ধে Antonio কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0