সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বিশ্বের বসবাসযোগ্য শহর -২০২১ প্রতিবেদন
    Ans: ✔ প্রকাশ: ৯ জুন ২০২১
    ✔ প্রকাশক: The Economist Intelligence Unit (EIU)।
    ✔ প্রতিবেদনের শিরোনাম: The Global Livability Index 2021।
    ✔ অন্তর্ভুক্ত শহর: ১৪০টি

    প্রতিবেদন অনুযায়ী-
    ✔ বসবাসযোগ্য শীর্ষ শহর: ১. অকল্যান্ড, নিউজিল্যান্ড 
    ✔ সর্বনিম্ন শহর: দামাস্কাস, সিরিয়া 
    ✔ ঢাকা শহরের অবস্থান: ১৩৭ তম।
    Last Updated: 31-07-2021

  • বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শীর্ষ ১০ প্রকল্প
    Ans: ✔ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র – ১৮,৪২৬ কোটি ১৬ লাখ
    ✔ মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার – ৬,১৬২ কোটি
    ✔ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) – ৫,০৫৩ কোটি ৯৮ লাখ
    ✔ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) – ৪,৮০০ কোটি
    ✔ পদ্মা সেতু রেল সংযোগ – ৩,৮২৩ কোটি ৫১ লাখ
    ✔ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু – ৩,৫৮০ কোটি
    ✔ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধন) – ৩,৫০০ কোটি
    ✔ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে – ৩,২২৭ কোটি ২০ লাখ
    ✔ এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক – ৩,০৫১ কোটি ১১ লাখ
    ✔ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ – ২,৮২৭ কোটি ৫২ লাখ

    Last Updated: 31-07-2021
  • ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ এর পুরুস্কার পাচ্ছেন-
    Ans: ৬৬ প্রতিষ্ঠান
    - সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড।
    - ২০২১ সাল থেকে এটির নাম দেওয়া হয়েছে-‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ 
    - জাবের অ্যান্ড জোবায়ের আগেও টানা পঞ্চমবার সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে।
    সোর্সঃ প্রথম-আলো

    Last Updated: 29-07-2021
  • বিশ্ব ব্যাংকের প্রস্তাবিত 'রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক' টির মধ্যে কি আছে--
    Ans: বৈশ্বিক ফ্রেমওয়ার্কের তিনটি উদ্দেশ্য হচ্ছে‑
    ১. উদ্বাস্তু  ও হোস্ট কমিউনিটির জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা
    ২. উদ্বাস্তুরা যেদেশে অবস্থান করছে সেই সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়া অথবা তাদের ফেরত পাঠানো এবং
    ৩. দেশের সক্ষমতা বৃদ্ধি করা যাতে করে নতুন উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া সম্ভব হয়।
    বিস্তারিত দেখুন 'রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেওয়ার প্রস্তাব বিশ্ব ব্যাংকের'

    Last Updated: 29-07-2021
  • ১৯ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে উঁচু দুই পর্বতশৃঙ্গ জয়-
    Ans: বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পরেই কে২। মাত্র ১৯ বছর বয়সেই পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত হিমালয়ের এই পর্বতশৃঙ্গ জয় করলেন শেহরোজ কাশিফ। পাকিস্তানি এই তরুণ বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি, যিনি কে২ পর্বতশৃঙ্গ জয় করলেন। এর আগে শেহরোজ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
    - কে২ উচ্চতার বিবেচনায় এটা বিশ্বের ১২তম শৃঙ্গ
    - কে২ জয় করায় তিনি হবেন বিশ্বের সবচেয়ে উঁচু দুটো পর্বতশৃঙ্গ জয় করা সর্বকনিষ্ঠ ব্যক্তি।
    বিস্তারিত প্রথম-আলো দেখুন


    Last Updated: 29-07-2021
  • আজ (২৯ জুলাই, ২০২১) বিশ্ব বাঘ দিবস-
    Ans: ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রথম বাঘ সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি রাষ্ট্র নিজ নিজ দেশে বাঘের সংখ্যা এক যুগের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছিল।
    - ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রথম বাঘ সম্মেলনে বাংলাদেশসহ ১৩টি দেশ অংশগ্রহণ করে।
    - ২০১৫ সালের শুমারিতে বাঘের সংখ্যা ১০৬টি আর ২০১৮ সালে ১১৪টি। 
    - সর্বশেষ ২০১৯ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বাঘসমৃদ্ধ ১৩টি দেশের সম্মেলন হয়। 
    - বিশ্বে ৩ হাজার ৮৯০টি বাঘ রয়েছে
    বিস্তারিত প্রথম-আলোতে দেখুন। 

    Last Updated: 29-07-2021
  • ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস-
    Ans: হেপাটাইটিস নিয়ে কাজ করতেছেন- হেপাটোলজি সোসাইটি, ঢাকা বাংলাদেশ
    Last Updated: 28-07-2021
  • ইউজিসির নতুন চেয়ারম্যান-
    Ans: কাজী শহীদুল্লাহ
    Last Updated: 28-07-2021
  • ২০২০ এবং ২০২১ সালের জনপ্রশাসন পদক পাচ্ছেন-
    Ans: ২ জন সরকারি কর্মকর্তা (দলগত মিলিয়ে) এবং তিনটি প্রতিষ্ঠান
    উল্লেখযোগ্য ঃ
    ✯ মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করার কাজের জন্য 'জনপ্রশাসন পদক-২০২১' পাচ্ছেন---বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিয়াউর রহমান
    ✯ ইউনেসকোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য পদক পাচ্ছেন-- প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকো(UNESCO) তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন ও তাঁর দল
    ✯ ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে পদক পাচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিন সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প

    বিস্তারিত দেখুন, প্রথমআলো

    Last Updated: 28-07-2021
  • নতুন আরও তিনটি উপজেলা-
    Ans: মাদারীপুরের ডাসার। কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। , মোট উপজেলা-৪৯৫টি
    বিস্তারিত দেখুন

    Last Updated: 26-07-2021
  • টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতলেন চীনের-
    Ans: ইয়াং কিয়াং
    Last Updated: 26-07-2021
  • ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করলেন ড. মোহাম্মদ ইউনূস-
    Ans:
    শুক্রবার (২৩ জুলাই, ২০২১) ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি তার হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
    ড. মোহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্র ঋণ প্রদান বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করার জন্য প্রশংসিত হয়েছে। উন্নয়নের জন্য খেলাধুলায় ব্যাপক কাজের জন্য তাকে এই পুরস্কারটি প্রদান হয়।
    অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হয়েছে।
    ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো।
    খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি এবং উন্নয়নের প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ পাঁচ বছর পূর্বে (২০১৬ সালে) ‘অলিম্পিক লরেল’ পুরস্কারটি চালু করা হয়।
    উল্লেখ্য ১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ড. মোহাম্মদ ইউনূস। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়লাভ করেন।
    সোর্সঃ ইত্তেফাক, বিস্তারিত দেখুন

    Last Updated: 24-07-2021
  • এক নজরে বাজেট ২০২১-২০২২-
    Ans:

    ✓ জাতীয় বাজেট ২০২১-২০২২ ঘােষণা করা হয়- ০৩ জুন ২০২১
    ✓ সংসদে বাজেট পাস হবে- ৩০ জুন ২০২১
    ✓ বাজেট কার্যকর হবে- ১ জুলাই ২০২১ থেকে
    ✓ এবারের বাজেট- ৫০তম (১টি অন্তর্বর্তীকালীন বাজেট সহ ৫১ তম)
    ✓ বাজেট ঘােষণা করেছেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার তৃতীয় বাজেট এবং আওয়ামীলীগ সরকারের ২১তম বাজেট)
    ✓ বাজেটের স্লোগান– “জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদূঢ় আগামীর পথে বাংলাদেশ

    ✓ বাজেটের আকার- ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
    ✓ রাজস্ব আয় প্রাক্কলন- ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
    ✓ এনবিআরের লক্ষ্যমাত্রা- ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
    ✓ করছাড় প্রাপ্তি- ৪৩ হাজার কোটি টাকা
    ✓ বাজেট ঘাটতি- ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা
    ✓ এডিপিতে বরাদ্দ- ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
    ✓ মােট উন্নয়ন ব্যয়- ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা

    ✓ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৭ দশমিক ২ শতাংশ
    ✓ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা- ৫ দশমিক ৩ শতাংশ
    ✓ অভ্যন্তরীণ উৎস- ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা
    ✓ ব্যাংক ব্যবস্থা থেকে- ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা
    ✓ সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে- ৩৭ হাজার ১ কোটি টাকা
    ✓ বৈদেশিক উৎস- ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা
    ✓ বৈদেশিক অনুদান নেওয়া হবে- ৩ হাজার ৪৯০ কোটি টাকা

    ✓ সাধারণ কর মুক্ত আয়সীমা- ৩ লাখ টাকা
    ✓ প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা- ৪ লাখ ৫০ হাজার টাকা
    ✓ নারী/ তৃতীয় লিঙ্গ/ ৬৫ উর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা- ৩ লাখ ৫০ হাজার টাকা
    ✓ মুক্তিযােদ্ধাদের করমুক্ত আয়সীমা- ৪ লাখ ৭৫ হাজার টাকা
    ✓ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এর কর অব্যাহতির সীমা- বার্ষিক ৩৬ লাখ টাকা

    ✓ শিক্ষা খাতে বরাদ্দ- বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা (এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৩১১ কোটি টাকা)
    ✓ করোনা মোকাবিলায় বরাদ্দ- ১০ হাজার কোটি টাকা
    ✓ সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যােগাযােগ খাতে- ৬১,৭২১ কোটি টাকা।


    Last Updated: 22-07-2021
  • বিশ্বের সেরা এয়ারলাইন্স ‘কাতার এয়ারওয়েজ’-
    Ans: এয়ারলাইন্সরেটিং.কমের প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে এয়ার নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতার এয়ারওয়েজ। এর আগে তারা ছয় বার তালিকায় শীর্ষে ছিল। সোর্সঃ ইত্তেফাক, ২২ জুলাই, ২০২১
    Last Updated: 22-07-2021
  • বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব মহাশূন্যযান ভার্জিন গ্যালাকটিকের মাধ্যমে ভ্রমণ করেন-
    Ans: যুক্তরাজ্যের লেখক, বহুজাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, ১০ জুলাই, ২০২১।
    সোর্সঃ প্রথমআলো, বিস্তারিত দেখুন।

    Last Updated: 20-07-2021
  • বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক : রেজাউল হক চৌধুরী মুশতাক মারা গেছেন-
    Ans: বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার(১৪ জুলাই, ২০২১) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান-২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি আনোয়ারার ভিংরোল হাইলধর চৌধুরীবাড়ির সন্তান। বিস্তারিত দেখুন-প্রথমআলো
    Last Updated: 17-07-2021
  • মার্কিন নৌবাহিনীর বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করলেন প্রথম নারী-
    Ans: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষায়িত প্রশিক্ষণ প্রকল্প স্পেশাল ওয়ারফেয়ার কম্ব্যাটেন্ট-ক্রাফট ক্রুম্যান (এসডব্লিউসিসি) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এক নারী নাবিক। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এই অভিজাত গ্রুপের সদস্যরা চরম-ঝুঁকির মিশনে নেভি সিলকে সহযোগিতা এবং নিজেদের গোপন সামরিক অভিযান বাস্তবায়ন করে। সোর্সঃ www.banglatribune.com
    Last Updated: 17-07-2021
  • বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন-
    Ans: বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে সিঙ্গাপুর। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে গতকাল বুধবার (১৪ জুলায়, ২০২১) এ প্যানেলের উদ্বোধন করা হয়। সোর্সঃ প্রথমআলো দেখুন
    Last Updated: 15-07-2021
  • এমি অ্যাওয়ার্ডস ২০২১–এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো-
    Ans: এগিয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনি নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’। দুটি সিরিজই সর্বোচ্চ ২৪টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে আছে। এ ছাড়া মার্ভেল ও ডিজনি প্লাসের ‘ওয়ান্ডাভিশন’ পেয়েছে ২৩টি, হুলুর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ পেয়েছে ২১টি মনোনয়ন। গতকাল মঙ্গলবার সকালে মনোনয়ন ঘোষণা করা হয়। সোর্সঃ প্রথমআলো, বিস্তারিত দেখুন।
    Last Updated: 14-07-2021
  • অস্ট্রেলিয়ার মাস্টারশেফ প্রতিযোগিতা ফাইনালে তৃতীয় বাংলাদেশি-
    Ans: কিশোয়ার
    Last Updated: 14-07-2021
  • বাংলা একাডেমির নতুন মহাপরিচালক-
    Ans: জাতিসত্ত্বার কবি নুরুল হুদা।
    Source: Prothom-alo.com

    Last Updated: 13-07-2021
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার-
    Ans: বাংলাদেশ ও ভারতের মধ্য দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অর্জনের অংশ হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। সোর্সঃ প্রথমআলো
    Last Updated: 13-07-2021
  • ফ্রান্সে বঙ্গবন্ধুকে নিয়ে ডাকটিকিট অবমুক্ত-
    Ans: সোমবার (১২ জুলাই, ২০২১) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগের সহায়তায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। সোর্সঃ banglatribune
    Last Updated: 13-07-2021
  • ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়-
    Ans: এই একটা শিরোপার জন্য অপেক্ষাটা ২৮ বছরের। হ্যাঁ, ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার পর আর্জেন্টিনার নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। বিশ্বকাপ আসত, আসত কোপা, চলেও যেত। কিন্তু আর্জেন্টিনার অপেক্ষাটা যেন ফুরাতো না। অবশেষে ২৮ বছর পর সেই অপেক্ষার অবসান হলো। আর্জেন্টিনা জিতল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা। লিওনেল মেসি অবশেষে হাত দিয়ে ছুঁতে পারলেন একটি আন্তর্জাতিক শিরোপা। ফুটবলের অপার এক রহস্যেরই যেন সমাধান হলো। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও পরেননি। এরপর দুটি কোপা–শিরোপার স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে তাঁর। আর্জেন্টিনার জার্সিতে হাসতেই ভুলে গিয়েছিলেন তিনি। আজ কোপা আমেরিকার আরেকটি আসরের শিরোপা জিতে সেই হাসিই ফিরে এল তাঁর মুখে। সমর্থকেরা অপার আনন্দ নিয়ে উপভোগ করল দৃশ্যটা—মেসির উদ্‌যাপন করছেন ট্রফি হাতে শিরোপা জয়ের গৌরব, আর্জেন্টিনার সেই বিখ্যাত আকাশী নীল–সাদা জার্সিতে !
    Last Updated: 11-07-2021
  • ৩০ বছর পর ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়-
    Ans: পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক কোটি বর্গফুট ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় সম্প্রতি এসব প্রতিষ্ঠানকে চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে। পশুর শরীর থেকে প্রথমে চামড়া ও পরে পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর যে চামড়া পাওয়া যায় তাকেই ওয়েট ব্লু চামড়া বলা হয়। ১৯৯০ সালের আগপর্যন্ত এ ধরনের চামড়া বাংলাদেশ থেকে রপ্তানি হতো
    সোর্সঃ প্রথমআলো

    Last Updated: 11-07-2021
  • বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বেইজিংয়ে-
    Ans: যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস গত মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্বের বিলিয়নিয়ার তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের অন্য যে কোনও শহরের তুলনায় চীনে অনেক বেশি বিলিয়নিয়ারের বসবাস। সোর্সঃ ইত্তেফাক
    Last Updated: 10-07-2021
  • বঙ্গোপসাগরের ছোট দ্বীপ কোকোতে নজর সব পরাশক্তির -
    Ans: বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কোকো আইল্যান্ডস বা কোকো দ্বীপপুঞ্জ। ব্রিটিশরা এ অঞ্চল ত্যাগ করার সময় দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তর করেছিল মিয়ানমারের কাছে। দাবি করা হয়, গত শতকের শেষ দশকে অনেকটা গোপনেই চীনের কাছে দ্বীপপুঞ্জটি ইজারা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।
    বিস্তারিত দেখুন

    Last Updated: 10-07-2021
  • ছয় ধাপ কমলো বাংলাদেশি পাসপোর্টের মান-
    Ans: ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের পাসপোর্টের মান তা লিকার ১০৬তম অবস্থানে নেমেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশিত ওই তালিকায় বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম বলে জানা যায়।
    পরীক্ষার জন্য খুব গুরুত্তপুর্ণ, বিস্তারিত দেখুন

    Last Updated: 09-07-2021
Showing 3751 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events