সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • আহমদ ছফার বই প্রকাশ করবে ‘নিরপেক্ষ কমিটি’-
    Ans: বাংলা সাহিত্যের যশস্বী লেখক ও চিন্তক আহমদ ছফা ছিলেন চিরকুমার। জীবিতকালে নিজের কোনো রচনার কপিরাইট নিবন্ধন করেননি তিনি। মৃত্যুর পর তাঁর বইয়ের কপিরাইট নিয়ে সৃষ্টি হয় দীর্ঘ বিরোধ। অবশেষে কপিরাইট বোর্ডের এক যুগান্তকারী রায়ে নিষ্পত্তি হয়েছে ওই বিরোধের। আহমদ ছফার রচনাবলি আর প্রকাশ করতে পারবে না ঢাকার বাংলাবাজারের হাওলাদার প্রকাশনী। এই প্রকাশনীর অনুকূলে থাকা আহমদ ছফার ১০টি বইয়ের কপিরাইট বাতিল করে এমন আদেশ দিয়েছেন কপিরাইট বোর্ড। একই সঙ্গে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে আহমদ ছফা রচনাবলি প্রকাশের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
    Last Updated: 09-07-2021
  • বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানমের করোনাভাইরাস প্রতিরোধী স্প্রে আবিষ্কার-
    Ans: এর নাম ভলটিক যা সংক্রামক রোগজীবাণু নাশের একটি প্রক্রিয়া এবং এটি উচ্চমানের সুরক্ষা দিয়ে থাকে।
    বিবিসি বাংলা

    Last Updated: 09-07-2021
  • যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেন?
    Ans: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সব মামলায় তিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন।
    Last Updated: 08-07-2021
  • নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্ট খুন-
    Ans: ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি নিজ বাড়িতে খুন হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ। তিনি জানান, স্থানীয় সময় বুধবার ভোর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি চালিয়ে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
    Last Updated: 07-07-2021
  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষক-শিক্ষার্থীর উদ্ভাবিত-
    Ans: ‘অক্সিজেট’ নামের একটি যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও হাসপাতালের সাধারণ বেডে রেখেই উচ্চমাত্রায় অক্সিজেন–সহায়তা দেওয়া যাবে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ এরই মধ্যে যন্ত্রটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। প্রথম-আলো, ৬ জুন ২০২১
    Last Updated: 06-07-2021
  • ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকবি ফজল-এ খোদা মারা গেছেন-
    Ans: ৪ জুলাই, ২০২১। ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থান।
    Last Updated: 06-07-2021
  • ইসরাইলের সৈন্য অদৃশ্য করার প্রযুক্তির নাম-
    Ans: কিট ৩০০ শিট
    Last Updated: 05-07-2021
  • নতুন তরমুজ প্রজাতির নাম-
    Ans: হলুদ প্রজাতির ‘মধুমালা’
    Last Updated: 05-07-2021
  • অনলাইনে শুল্ক–কর দেওয়ার ব্যবস্থা চালু-
    Ans: অনলাইন পেমেন্টের যুগে প্রবেশ করল শুল্ক বিভাগ। ১ জুলাই, ২০২১ নতুন এই স্বয়ংক্রিয় পদ্ধতির ই-পেমেন্ট সেবা কার্যক্রম চালু করা হয়েছে। দুই লাখ টাকার বেশি শুল্ক-কর পরিশোধে মিলবে সেবাটি।
    Last Updated: 05-07-2021
  • বাংলাদেশ চালু হয়েছে মিউজিক শেখার ই-প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’
    Ans: মেথড মেলোডি মূলত মিউজিক শিক্ষার অনলাইন-ভিত্তিক একটি প্রতিষ্ঠান। ২০২০ সালের আগস্টে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। জান্নাতুল ফেরদাউস তানিকে সঙ্গে নিয়ে অর্ক নেওয়াজ মাহমুদ চালু করেন ব্যতিক্রমী এই প্ল্যাটফর্মটি। মেথড মেলোডি ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পীদের কাছ থেকে যেকোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিষয়ে শিক্ষা নেওয়া যাবে। মিউজিক সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারা পছন্দের মিউজিশিয়ানের কাছ থেকে যেকোনও ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন। সোর্সঃ প্রথমআলো
    Last Updated: 05-07-2021
  • ‘আড়াইহাজার’ অর্থনৈতিক অঞ্চলে ভুমি উন্নয় কাজ করতেছে-
    Ans: জাপানি প্রতিষ্ঠান তোয়া করপোরেশন। সোর্সঃ প্রথমআলো, ৩০ জুন, ২০২১
    Last Updated: 05-07-2021
  • দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা
    Ans: যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। সোর্সঃ প্রথমআলো, ৩০ জুন, ২০২১
    Last Updated: 05-07-2021
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
    Ans: মশাবাহিত রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সাত দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল চীন। অবশেষে মিলেছে সফলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ৩০ জুন, ২০২১।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ কিংবা ভূখণ্ডে পরপর তিন বছর ম্যালেরিয়া রোগী শনাক্ত না হলে ‘ম্যালেরিয়ামুক্ত দেশ’ হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করো যায়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই–বাছাইয়ের পর এ–সংক্রান্ত স্বীকৃতি দেয়। টানা চার বছর ধরে রোগী পাওয়া না যাওয়ায় ২০২০ সালে চীন এ আবেদন করেছিল।

    চীন বিশ্বের ৪০তম ভূখণ্ড, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ম্যালেরিয়ামুক্তির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের শুরুতে এল সালভাদর, ২০১৯ সালে আলজেরিয়া ও আর্জেন্টিনা এবং ২০১৮ সালে পর্তুগাল ও উজবেকিস্তান এ স্বীকৃতি পেয়েছে।

    সোর্সঃ প্রথমআলো

    Last Updated: 05-07-2021
  • সংসদে নতুন বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর
    Ans: ৩০ জুন, ২০২১ সালে।  ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেটের নাম দিয়েছেন ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

    নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।  সোর্সঃ প্রথমআলো, ৩০ জুন, ২০২১

    Last Updated: 05-07-2021
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এমিলিও মার্কেজ-
    Ans: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় এমিলিও ফ্লোরেস মার্কেজ নামের এক আখচাষিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ১১৩তম জন্মদিন পালনের কয়েক সপ্তাহ আগে এ ঘোষণা দেওয়া হয়। সোর্সঃ প্রথমআলো, ৫ জুন, ২০২১
    Last Updated: 05-07-2021
  • মাইক্রোসফট ভ্যাটের নিবন্ধন নিয়েছে বাংলাদেশ থেকে-
    Ans: ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠান একে একে বাংলাদেশে নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করছে। বাংলাদেশে স্থায়ী অফিস না থাকলেও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে এসব প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল প্রথমে ভ্যাটের নিবন্ধন নেয়। এরপর গত দেড় মাসের কম সময়ে ফেসবুক ও আমাজনের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিল। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (১ জুলাই, ২০২১) মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিল। উল্লেখ্য, অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে যেকোনো সেবা নিলে ১৫ শতাংশ হারে ভ্যাট বসে।
    Last Updated: 02-07-2021
  • বাংলাদেশ থেকে আবারও পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি-
    Ans: আট বছর পর বাংলাদেশ থেকে আবারও তৈরি পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ট ডিজনি। রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ মান নিয়ে প্রশ্ন ওঠার পর যুক্তরাষ্ট্রের এই ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের ব্যবসা সরিয়ে নেয়। বাংলাদেশ থেকে আবারও পোশাক কেনার বিষয়টি ওয়াল্ট ডিজনি এখনো আনুষ্ঠানিকভাবে না বললেও প্রথম আলোকে আজ শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
    Last Updated: 02-07-2021
  • ইরাক যুদ্ধের হোতা রামসফেল্ড মারা গেছেন-
    Ans: যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মারা গেছেন। তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেন। ইরাক যুদ্ধের হোতা হিসেবে রামসফেল্ড পরিচিত ছিলেন।সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন রামসফেল্ড।যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে যাঁরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপালন করেছেন তাঁদের মধ্যে রামসফেল্ড ছিলেন একজন। ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বপালন করেন।
    Last Updated: 01-07-2021
  • হাবিপ্রবির নতুন উপাচার্য কামরুজ্জামান-
    Ans: দীর্ঘ পাঁচ মাস পর নতুন উপাচার্য পেতে যাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সপ্তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম কামরুজ্জামান। আজ বুধবার(৩০ জুন, ২০২১) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
    Last Updated: 01-07-2021
  • শাবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন ফরিদ উদ্দিন আহমেদ-
    Ans: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ বুধবার (৩০ জুন, ২০২১) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
    Last Updated: 01-07-2021
  • আফগানিস্তানে ইতালির ‘মিশনের’ সমাপ্তি ঘটেছে-
    Ans: আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে থাকা নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ইতালি ও জার্মানি। বুধবার ইতালি এবং মঙ্গলবার রাতে জার্মানির পক্ষ থেকে এই ঘোষণা আসে। এর মধ্য দিয়ে ন্যাটোর সঙ্গে ২০ বছর ধরে নিজেদের আফগান–যাত্রার ইতি টানল ইউরোপের দেশ দুটি ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার(২৯ জুন, ২০২১) রাতে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তাঁদের ‘মিশনের’ সমাপ্তি ঘটেছে।
    Last Updated: 01-07-2021
  • গৌরবোজ্জ্বল অতীত নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-
    Ans: ১৯২১ সালের ১ জুলাই এই ভূখণ্ডের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ১৯২১ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আলোচনা শুরু হয় বঙ্গভঙ্গ রদের পর। ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইয়ে অধ্যাপক মুনতাসীর মামুন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে। পূর্ববঙ্গে মুসলমান মধ্যশ্রেণি বা পেশাজীবী শ্রেণি গড়ে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের প্রশাসন, স্বাধীন পেশাজীবী, রাজনীতিবিদ—অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যাত্রা শুরু করে, তখন অনুষদের সংখ্যা ছিল তিনটি—কলা, বিজ্ঞান ও আইন। বিভাগ ছিল ১২টি—সংস্কৃতি ও বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ও ইসলামিক স্টাডিজ, পার্সি ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, রসায়ন, গণিত ও আইন। শুরুতে শিক্ষক ছিলেন ৬০ জন, শিক্ষার্থী ৮৭৭ জন।

    Last Updated: 01-07-2021
  • বুলেটিন চালু করছে ফেসবুক
    Ans: নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। বুলেটিন (https://www.bulletin.com/) নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (30 জুন, বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
    Last Updated: 30-06-2021
  • আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
    Ans: আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে (২০২০) ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা সূচকে বাংলাদেশ এবার ৮১ দশমিক ২৭ নম্বর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। Source: Banglatribune
    Last Updated: 30-06-2021
  • ভারতের টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ-
    Ans: বিতর্কিত মানচিত্র দেখানোর অভিযোগে মঙ্গলবার (২৯ জুন) দেশটির উত্তরপ্রদেশের পুলিশ এই এফআইআর দায়ের করেছে বলে জানিয়েছে এনডিটিভি। টুইটারের টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি। বিকৃত এই মানচিত্র ভারতীয় একজন টুইটার ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সোর্সঃ ইত্তেফাক
    Last Updated: 29-06-2021
  • উইন্ডোজ ১১ -
    Ans: ২৪ জুন ২০২১-এ ঘোষিত উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের একটা উল্লেখযোগ্য সংস্করণ । ধারণা করা হচ্ছে, জনসাধারণের জন্য এটি ২০২১-এর শেষের দিকে মুক্তি পাবে. skype কে বাদ দিয়ে মাইক্রোসফট টিমস যোগ করা হয়েছে।
    Last Updated: 29-06-2021
Showing 3781 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events