সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বাংলাদেশে বিদ্যমান ভূমিকে বর্তমানে কতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
    Ans: ১৬টি
    Hints: পূর্বে ১১২৪টি শ্রেণীতে বিভক্ত ছিল।
    Last Updated: 06-04-2019
  • বাংলাদেশে আউশ মৌসুমে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম হল-
    Ans: জিবিকে হাইব্রিড ধান-২
    Last Updated: 06-04-2019
  • বাংলাদেশে বর্তমানে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের নাম কি?
    Ans: রবার্ট চ্যাটার্টন ডিকসন
    Hints: ডিকসনকে ২০১৯ সালের ১১ মার্চ নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ হাইকমিশনার ছিলেন অ্যান্থনি গোল্ডস।
    Last Updated: 06-04-2019
  • বাংলাদেশে বর্তমানে নিযুক্ত ভারতের হাইকমিশনারের নাম কি?
    Ans: রিভা গাঙ্গুলি দাস।
    Hints: রিভা গাঙ্গুলি দাস ১৬তম ভারতের নিযুক্ত হাইকমিশনারের ,নারী হিসেবে প্রথম হাইকমিশনার ছিলেন বিনা সিক্রি। বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনারের নাম সুবিমল দত্ত।
    Last Updated: 06-04-2019
  • বাংলাদেশের সাথে নেপালের দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয় কখন?
    Ans: ০৫ মার্চ, ২০১৯
    Hints: এই নিয়ে বিশ্বের ৩৫টি দেশের সাথে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে।
    Last Updated: 06-04-2019
  • বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টের নাম কি?
    Ans: ডেভিড ম্যালপাস।
    Hints: শুক্রবার (০৫-০৪-২০১৯) নির্বাহী বোর্ডের সভায় তাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়। আগামী ৫ বছর তিনিই বিশ্ব ব্যাংকের এই পদে থেকে নেতৃত্ব দেবেন। তিনি বিশ্ব ব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট
    Last Updated: 06-04-2019
  • পঞ্চম কৃষিশুমারি কবে হয়?
    Ans: ৯-২৪ ফেব্রুয়ারি,২০১৯
    Hints:

    অন্তর্ভুক্ত খাত : কৃষি , মৎস , প্রাণি 
    সর্বশেষ কৃষিশুমারি : ১১-২৫ মে , ২০০৮ 
    স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি : ১৯৭৭

    Last Updated: 27-03-2019
  • শেখ হাসিনা দ্য লিডার — এর ব্যাপ্তিকাল কত?
    Ans: ১১ মিনিট ৩৩ সেকেন্ড
    Last Updated: 27-03-2019
  • সম্প্রতি জাপানি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক গ্রাফিক্স নভেলের নাম কি?
    Ans: মুজিব
    Last Updated: 27-03-2019
  • বিশ্বে রেমিট্যান্স আহরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত তম?
    Ans: নবম
    Last Updated: 27-03-2019
  • প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ —
    Ans: ভানুয়াতু
    Last Updated: 27-03-2019
  • জলবায়ু পরিবর্তনের কারণে সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা শীর্ষ ১৫ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান?
    Ans: নবম
    Last Updated: 27-03-2019
  • সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
    Ans: ৫৬ তম
    Last Updated: 27-03-2019
  • সম্প্রতি বানিজ্যিকভাবে 5G সেবা চালু করে কোন দেশে?
    Ans: দক্ষিন কোরিয়া
    Last Updated: 27-03-2019
  • কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির আয়তনে কত তম?
    Ans: ১ম
    Hints: আগে ১ নম্বর অবস্থানে ছিল কেনিয়ার দাবাব শরণার্থী শিবির। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেপটিম’র এক র‌্যাংকিংয়ে এ কথা বলা হয়েছে।
    Last Updated: 27-03-2019
  • কাজাখস্তানের রাজধানীর নাম কি?
    Ans: নুর-সুলতান
    Hints: কাজাখস্তানের রাজধানীর নাম পরিবর্তন করে নুর-সুলতান রাখা হয়েছে। এর আগে সেটির নাম ছিল আস্তানা।চলতি সপ্তাহে দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট নুর সুলতান পদত্যাগ করেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি দেশটির দায়িত্ব নিয়েছিলেন।এবার তার নামেই রাজধানীর নামে পরিবর্তন আসল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে।মধ্য এশিয়ার দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট শনিবার এই নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করেন। স্বাধীন কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট হলেন নুর সুলতান নাজারবায়ভ।
    Last Updated: 24-03-2019
  • বর্তমান বিশ্বে স্কুল ছাত্র- ছাত্রীদের পরিবেশদূষণের বিরুদ্ধে আন্দোলনের নাম কি?
    Ans: "ফ্রাইডে’স ফর ফিউচার" (Friday's for future)
    Hints: এই গুলো আবার অন্যান্য নামে ডাকা হয়-School strike for climate, Fridays for Future, Youth for Climate,Youth Strike 4 Climate
    Last Updated: 23-03-2019
  • GDP প্রবৃদ্ধির হার কত?
    Ans: ৮.১৩%
    Last Updated: 20-03-2019
  • দেশের মানুষের বার্ষিক গড় মাথাপিছু আয় কত?
    Ans: ১৯০৯ ডলার
    Last Updated: 20-03-2019
  • স্বাধীনতা পুরস্কার ২০১৯
    Ans: স্বাধীনতা পুরস্কার ২০১৯ দিয়েছে ১২ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে। 

    (ক) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - ৭ জন: 
    ১| শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর)
    ২| শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর)
    ৩| আ ক ম মোজাম্মেল হক
    ৪| ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
    ৫| ডাক্তার কাজী মিসবাহুন নাহার
    ৬| আব্দুল খালেক (মরণোত্তর)
    ৭| অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর)

    (খ) চিকিৎসা বিদ্যায়
    ১| ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম

    (গ) সমাজসেবায়: ড. কাজী খলিকুজ্জমান আহমদ
    (ঘ) সংস্কৃতিতে: মুর্তজা বশীর
    (ঙ) সাহিত্যে: হাসান আজিজুল হক
    (চ) গবেষণা ও প্রশিক্ষণে: অধ্যাপক হাসিনা খান
    (ছ) বিজ্ঞান ও প্রযুক্তিতে: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (প্রতিষ্ঠান)


    Last Updated: 15-03-2019
  • নতুন চর্যাপদ কি?
    Ans:

    নতুন চর্যাপদের ভূমিকা অংশটি চারটি ভাগে বিভক্ত।
    প্রথম অংশেঃ ‘নতুন চর্যার সংগ্রহ ও চর্যাকার পরিচয়’।
    দ্বিতীয় অংশেঃ  ‘নতুন চর্যায় বজ্রযানী দেবদেবী’,
    তৃতীয় অংশেঃ ‘নতুন চর্যার আঙ্গিক, ভাষা ও ভূগোল’ এবং
    চতুর্থ অংশেঃ আলোচনার শিরোনাম ‘চর্যাপদ ও নতুন চর্যা’।
    সৈয়দ মোহাম্মদ শাহেদ-সংকলিত ও সম্পাদিত নতুন চর্যাপদে নবসংগৃহীত ৩৩৫টি পদ সংকলিত হয়েছে। এছাড়া পরিশিষ্ট অংশে রাহুল সাংকৃত্যায়ন-সংগৃহীত বিশটি চর্যাপদ, শশিভূষণ দাশগুপ্ত-সংগৃহীত একুশটি চর্যাপদ ও জগন্নাথ উপাধ্যায়-সংগৃহীত সাঁইত্রিশটি চর্যাপদ সংকলিত হয়েছে। সেই হিসাবে এ-গ্রন্থে সংকলিত নতুন চর্যাপদের মোট সংখ্যা ৪১৩টি।


    Last Updated: 15-03-2019
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য সর্বশেয তথ্য
    Ans:
    1. OPEC--------------14 (সর্বশেষ সদস্য -কঙ্গো প্রজাতন্ত্র‍)
    2. COMESA------------21(সর্বশেষ সদস্য -সোমালিয়া)
    3. NATO--------------29 (সর্বশেষ সদস্য -মন্টিনেগ্রো)
    4. IMF---------------189 (সর্বশেষ সদস্য-নাউরু)
    5. UNESCO -----------193 (সর্বশেষ সদস্য- ফিলিস্তিন)
    6. United Nations----193 (সর্বশেষ সদস্য-দঃ সুদান)
    7. WHO---------- ----194 (সর্বশেষ সদস্য-দঃ সুদান)
    8. INTERPOL ---------194 (সর্বশেষ সদস্য-ভানুয়াতু)
    9. ADB---------------67(সর্বশেষ সদস্য-জর্জিয়া)
    10. ICSID-------------161
    11. IAEA--------------171(সর্বশেষ সদস্য-সেন্ট লুসিয়া)
    12. IDA---------------173(সর্বশেষ সদস্য-রোমানিয়া)
    13. WCO---------------183(সর্বশেষ সদস্য-সুরিনাম)
    14. OECD--------------37(সর্বশেষ সদস্য-লিথুনিয়া ও কলম্বিয়া)
    15. African Union-----55(সর্বশেষ সদস্য-মরক্কো)
    16. OIC---------------57(সর্বশেষ সদস্য-আইভরি কোস্ট)
    17. IDB---------------57(সর্বশেষ সদস্য-গায়ানা)
    18. WMO---------------186(সর্বশেষ সদস্য-অ্যান্ডোরা)
    19. IFC---------------184 (সর্বশেষ সদস্য-দঃ সুদান)
    20. UNCTAD -----------195 (সর্বশেষ সদস্য-ফিলিস্তিন)

    Last Updated: 15-03-2019
  • লিঙ্গসমতা সূচকে বাংলাদেশর অবস্থান কত?
    Ans: ১৬৯তম।
    Hints: শীর্ষ দেশ: বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেন।
    Last Updated: 15-03-2019
  • আইনের শাসন সূচকে বাংলাদেশর অবস্থান কত?
    Ans: ১১২তম
    Hints: শীর্ষ দেশ: ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড, সর্বনিম্ন দেশ: কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা।
    Last Updated: 15-03-2019
  • উদার দেশের তালিকায় বাংলাদেশর অবস্থান কত?
    Ans: ৭৪ তম
    Hints: শীর্ষ দেশ: ই‌ন্দো‌নে‌শিয়া, সর্বনিম্ন দেশ: ইয়েমেন।
    Last Updated: 15-03-2019
  • সেলফোন ম্যালওয়্যারে আক্রান্তে শীর্ষ দেশ কোনট?
    Ans: বাংলাদেশ।
    Last Updated: 15-03-2019
  • ২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় সূচকে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ১১৮ তম।
    Last Updated: 15-03-2019
  • ২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় সূচকে সর্বনিম্নে কোন দেশ?
    Ans: ইয়েমেন
    Last Updated: 15-03-2019
  • ২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতায় সূচকে প্রথম কোন দেশ?
    Ans: সুইজারল্যান্ড।
    Last Updated: 15-03-2019
  • বিশ্বে অর্থ পাচারে শীর্ষ দেশ কোনটি?
    Ans: চীন
    Last Updated: 15-03-2019
Showing 4021 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events