সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
    Ans: ইন্দোনেশিয়া
    Last Updated: 15-03-2019
  • অ্যালুমিনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
    Ans: চীন
    Last Updated: 15-03-2019
  • বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি?
    Ans: ৪,৫৭১টি
    Last Updated: 15-03-2019
  • অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি?
    Ans: জুলাই ২০২০ টু জুন ২০২৫।
    Last Updated: 15-03-2019
  • বাংলাদেশে ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?
    Ans: ৩টি
    Last Updated: 15-03-2019
  • বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কয়টি?
    Ans: ৬টি
    Last Updated: 15-03-2019
  • স্বীকৃত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা কতজন?
    Ans: ২৭২ জন।
    Hints: সর্বশেষ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় বীরাঙ্গনা পাতাসী (১৯ ফেব্রুয়ারি ২০১৯)
    Last Updated: 15-03-2019
  • জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যানুযায়ী, বাংলাদেশ বিশ্বে-
    Ans: সবজি উৎপাদনেঃ তৃতীয়।
    মাছ উৎপাদনেঃ
          প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনেঃ তৃতীয়
          চাষের ও প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনেঃ চতুর্থ।
          চাষের মাছ উৎপাদনেঃ পঞ্চম ।
    ধান উৎপাদনেঃ চতুর্থ
    আলু উৎপাদনেঃ সপ্তম।

    Last Updated: 28-02-2019
  • বাংলাদেশের প্রথম টানেলের নাম কি?
    Ans: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
    Hints: নির্মাণ কাজ উদ্বোধন : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
    অবস্থান : কর্ণফুলী নদীর তলদেশে
    যুক্ত করবে : চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে
    দুই টিউবের মূল টানেলটির দৈর্ঘ্য : ৩ দশমিক ৪ কিলোমিটার। এর সঙ্গে টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ নির্মাণ করা হবে।
    নির্মাণে ব্যয় : ৯ হাজার ৮৮০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা ৩ হাজার ৯৬৭ কোটি টাকা ও চীন সরকারের অর্থ সহায়তা ৫ হাজার ৯১৩ কোটি টাকা।
    প্রকল্পের কাজ শেষ হবে : ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে
    Last Updated: 28-02-2019
  • ৯১তম অস্কার পুরস্কার-২০১৯
    Ans: সেরা চলচ্চিত্র- গ্রিন বুক
    সেরা পরিচালক- আলফনসো কুয়ারন (রোমা)
    সেরা অভিনেত্রী- অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
    সেরা পার্শ্ব অভিনেত্রী- রেগিনা কিং (ইফ বেলে স্ট্রিট কুড টক)
    সেরা অভিনেতা- রামি সাঈদ মালেক (বোহেমিয়ান রাপসাডি)
    সেরা পার্শ্ব অভিনেতা- মাহেরশালা আলি (গ্রিন বুক)
    সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র- রোমা’ (স্প্যানিশ)
    সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
    সেরা ডকুমেন্টারি ফিচার- ফ্রি সলো।

    Last Updated: 28-02-2019
  • সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় বাহিনীর ওপর সবচেয়ে বড় আত্মঘাতী হামলাকারির নাম কি?
    Ans: কামরান গাজী
    Hints: ২০১৯ সা‌লে ভারত - পা‌কিস্তান যে ইস্যু‌তে পুনরায় যুদ্ধ‌দেহী ম‌নোভাব প্রকাশ পে‌য়ে‌ছে। কারণ:
    ১| "১৪ ফেব্রুয়ারি ২০১৯: জ‌ঙ্গি আক্রম‌ণে ভার‌তের ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য জ‌ঙ্গি হামলায় নিহত হন।
    ২| আক্রম‌ণের স্থান:ভারতশাসিত জম্মু-কাশ্মীরে রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে।
    ৩| আত্মঘাতী হামলাকারীর নাম:কামরান গাজী (দ‌লের নাম: জইশ-এ-মোহাম্মদ)।
    Last Updated: 28-02-2019
  • বাংলাদেশের ১ম নারী ডিএনএ বিশ্লেষক কে?
    Ans: নুসরাত ইয়াসমিন
    Last Updated: 28-02-2019
  • ইন্টারনেট গতিতে শীর্ষ কোন দেশ?
    Ans: নরওয়ে
    Last Updated: 28-02-2019
  • ইন্টারনেট ব্যবহারে শীর্ষ কোন দেশ?
    Ans: চীন
    Last Updated: 28-02-2019
  • ফার্মাস ব্যাং‌কের বর্তমান নাম কি?
    Ans: পদ্মা ব্যাংক।
    Last Updated: 19-02-2019
  • দে‌শে বর্তমা‌নে বা‌ণি‌জ্যিক ব্যাংক কতটি?
    Ans: ৩‌টি ব্যাংকগু‌লো হ‌লো: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ব্যাংক, সিটিজেন ব্যাংক।
    Last Updated: 19-02-2019
  • EIU'র ২০১৮ সালের গণতন্ত্র সূচকে সবচেয়ে সৈরতান্ত্রিক দেশ কোনটি?
    Ans: উত্তর কোরিয়া
    Last Updated: 19-02-2019
  • EIU'র ২০১৮ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: ৮৮ তম
    Last Updated: 19-02-2019
  • EIU'র ২০১৮ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ গণতান্ত্রিক দেশ কোনটি?
    Ans: নরওয়ে
    Last Updated: 19-02-2019
  • বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
    Ans: যুক্তরাষ্ট্র
    Last Updated: 19-02-2019
  • বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: ৪১ তম।
    Last Updated: 19-02-2019
  • বিশ্বের সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি?
    Ans: টুভ্যালু।
    Last Updated: 19-02-2019
  • ৪৫ তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: ফ্রান্স
    Last Updated: 19-02-2019
  • ৪৫ তম G7 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ২৫-২৭ আগস্ট ২০১৯
    Last Updated: 19-02-2019
  • ২৭ তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: চিলি
    Last Updated: 19-02-2019
  • ২৭ তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ১৬-১৭ নভেম্বর ২০১৯
    Last Updated: 19-02-2019
  • ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্নের জন্য মনোনীত হলেন—
    Ans: প্রণব মুখোপাধ্যায় ও ভূপেন হাজারিকা
    Last Updated: 14-02-2019
  • আইসিসির ২০১৮ সালের বর্ষসেরা একাদশে স্থান পেয়েছে কোন বাংলাদেশি ক্রিকেটার?
    Ans: মুস্তাফিজুর রহমান
    Last Updated: 14-02-2019
  • জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী ক্যান্সার প্রতিরোধে কিসের জাত উদ্ভাবন করেছেন?
    Ans: রঙিন ভুট্টা
    Last Updated: 14-02-2019
  • একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়—
    Ans: ৩০ জানুয়ারি ২০১৯
    Last Updated: 14-02-2019
Showing 4051 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events