মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনা দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এতে বলা হয়েছে, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিনদিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। আর নির্দেশনাটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।
চিঠিতে আরো বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা পে-পার ইউজ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা ৫ টাকা অতিক্রান্ত হলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডেল বা অফার সাবস্ক্রাইব করতে হবে। এটি ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।
আর অটো-রিনিউ ফিচার চালুকৃত ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারগুলো ক্রয়কৃত ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদোত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ/বান্ডেল/অফারটি ফের চালু হয়ে যাবে। যদি গ্রাহক অটো-রিনিউ ফিচার চালু না করে থাকেন সেক্ষেত্রে উপরের নির্দেশটি অর্থাৎ ৫ টাকা পে-পার ইউজ প্রযোজ্য হবে। এটিও ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ২১ গুণীজনকে একুশে পদক-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের একুশে পদকপ্রাপ্তরা হলেন
ভাষা আন্দোলনে- অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম।
শিল্পকলায় (সঙ্গীত) - সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল।
শিল্পকলা অভিনয়ে- লাকী ইনাম, সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকী।
শিল্পকলার আলোকচিত্রতে- সাইদা খানম। শিল্পকলার চারুকলায়- জামাল উদ্দিন আহমেদ।
মুক্তিযুদ্ধে - ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
গবেষণায় - ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক।
শিক্ষায়- ডক্টর প্রণব কুমার বড়ুয়া।
ভাষা ও সাহিত্যে - রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।
current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন
