সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রথমবারের মতো যুক্ত মঞ্চটির নাম—
    Ans: লেখক বলছি
    Last Updated: 14-02-2019
  • হাইকোর্ট প্রকৃতির কোন উপাদানকে ‘জীবন্ত সত্তা’ উল্লেখ করেছে?
    Ans: নদী
    Last Updated: 14-02-2019
  • আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটির তথ্যানুযায়ী অবৈধ অর্থ পাচারের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ—
    Ans: দ্বিতীয়
    Last Updated: 14-02-2019
  • নিকোলাস মাদুরো কততম মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন?
    Ans: দ্বিতীয়
    Last Updated: 14-02-2019
  • সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—
    Ans: ২৫তম
    Last Updated: 14-02-2019
  • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংক ব্যবস্থাপককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে—
    Ans: ফিলিপাইন
    Last Updated: 14-02-2019
  • ২০১৯ সালের শুরুতেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন—
    Ans: জিম ইয়ং কিম
    Last Updated: 14-02-2019
  • সম্প্রতি অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে ‘নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯’ পাস হয় কোন দেশে?
    Ans: ভারত
    Last Updated: 14-02-2019
  • বিবাহ বিচ্ছেদ অনুমোদন হলে এসএমএসের মাধ্যমে নারীদের নিশ্চিত করবে কোন দেশের আদালত?
    Ans: সৌদি আরব
    Last Updated: 14-02-2019
  • হেনলি অ্যান্ড পার্টনার্স এর মতে, শক্তিশালী পাসপোর্ট-
    Ans: ২০১৭: জার্মানি, ২০১৮: জাপান
    Last Updated: 11-02-2019
  • আর্টন ক্যাপিটাল এর মতে, শক্তিশালী পাসপোর্ট -
    Ans: ২০১৭: জার্মানি, ২০১৮: সংযুক্ত আরব আমিরাত
    Hints: আর্টন ক্যাপিটাল হলো বিশ্ব অর্থনৈতিক উপদেষ্টা ফার্ম।
    Last Updated: 11-02-2019
  • রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারতকে নতুন প্রস্তাব কি দিল বাংলাদেশ?
    Ans: ‘সেফ হেভেন’ বা নিরাপদ এলাকা তৈরি করা
    Hints: রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারতকে নতুন প্রস্তাব দিল বাংলাদেশ। প্রস্তাবে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে ‘সেফ হেভেন’ বা নিরাপদ এলাকা তৈরি করে সেখানে বিতাড়িত রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ওই এলাকায় রোহিঙ্গারা নির্ভয়ে, নিরাপদে, টেকসই জীবন নির্বাহ করতে পারছেন কি না তা দেখভালের দায়িত্ব নিক মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলো। সেই রাষ্ট্রগুলোর মধ্যে থাকুক ভারত, চীন ও আশিয়ান সদস্যভুক্ত দেশ।
    Last Updated: 10-02-2019
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সের (জিসিআই) প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ১০৩
    Last Updated: 09-02-2019
  • ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ১৩৬
    Last Updated: 09-02-2019
  • বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন মুঠোফোনসেবায় স্বল্পমেয়াদি ইন্টারনেট ও ভয়েস কল প্যাকেজের মেয়াদ ন্যূনতম কত দিন নির্ধারণ করেছে?
    Ans: তিন দিন
    Hints:

    মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনা দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
    এতে বলা হয়েছে, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিনদিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। আর নির্দেশনাটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।

    চিঠিতে আরো বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা পে-পার ইউজ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা ৫ টাকা অতিক্রান্ত হলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডেল বা অফার সাবস্ক্রাইব করতে হবে। এটি ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

    আর অটো-রিনিউ ফিচার চালুকৃত ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারগুলো ক্রয়কৃত ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদোত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ/বান্ডেল/অফারটি ফের চালু হয়ে যাবে। যদি গ্রাহক অটো-রিনিউ ফিচার চালু না করে থাকেন সেক্ষেত্রে উপরের নির্দেশটি অর্থাৎ ৫ টাকা পে-পার ইউজ প্রযোজ্য হবে। এটিও ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

    Last Updated: 09-02-2019
  • যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন?
    Ans: প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে)।
    Hints: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি তাদের দশম বার্ষিকীর বিশেষ সংস্করণে শেখ হাসিনাকে ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি) বিভাগে সেরা ১০ চিন্তাবিদের তালিকায় রেখেছে। বিভাগে শেখ হাসিনার অবস্থান নবম। শেখ হাসিনা সম্পর্কে ফরেন পলিসি বলেছে, নিরাপত্তার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার বড় চ্যালেঞ্জগুলোর একটি মোকাবেলা করেছে। তিনি যে উদারতা দেখিয়েছেন তা সবসময় নিজের দেশের বিরোধীদের প্রতিও দেখান না। প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা সাত লাখ রোহিঙ্গাকে তিনি ফিরিয়ে না দিয়ে উল্টো স্বাগত জানিয়েছেন এবং নিজ দেশে বসবাস করতে দিয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কেড়েছেন। এখন তিনি রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে পাঠানোর তৎপরতা শুরু করেছেন। এর আগে ফোবর্সে’র করা বিশ্বের ক্ষমতাধর ১০০ জন নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা।
    Last Updated: 09-02-2019
  • আন্তর্জাতিক কাস্টমস দিবস কত তারিখে পালিত হয়?
    Ans: ২৬ জানুয়ারি
    Hints: এ বছর কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য ‘ডাটা অ্যানালাইসিস ফর অ্যাফেকটিভ বর্ডার ম্যানেজমেন্ট’।
    Last Updated: 09-02-2019
  • একুশে পদক -২০১৯ কারা পেয়েছিল?
    Ans:

    বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ২১ গুণীজনকে একুশে পদক-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের একুশে পদকপ্রাপ্তরা হলেন
    ভাষা আন্দোলনে- অধ্যাপক হালিমা খাতুন, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ার ইসলাম।
    শিল্পকলায় (সঙ্গীত) - সুবীর নন্দী, মরহুম আজম খান ও খায়রুল আনাম শাকিল।
    শিল্পকলা অভিনয়ে- লাকী ইনাম, সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকী।
    শিল্পকলার আলোকচিত্রতে- সাইদা খানম। শিল্পকলার চারুকলায়- জামাল উদ্দিন আহমেদ।
    মুক্তিযুদ্ধে - ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
    গবেষণায় - ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক।
    শিক্ষায়- ডক্টর প্রণব কুমার বড়ুয়া।
    ভাষা ও সাহিত্যে - রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।


    Last Updated: 07-02-2019
  • আন্দামান ও নিকোবরের তিন দ্বীপের পরিবর্তিত নাম কী?
    Ans: রোজ, নেইল ও হেভলক দ্বীপের পরিবর্তিত নাম যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বরাজ ও শহীদ দ্বীপ।
    Last Updated: 07-02-2019
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, বিশ্বের কত শতাংশ মানুষ নির্মল বায়ু বঞ্চিত?
    Ans: ৯১ শতাংশ।
    Last Updated: 07-02-2019
  • বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ব্যবসায়ের সবচেয়ে ভালো পরিবেশ কোন দেশে বিদ্যমান?
    Ans: ভারতে (সবচেয়ে খারাপ পরিবেশ বাংলাদেশে)।
    Last Updated: 07-02-2019
  • জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা কত?
    Ans: ৩৮ লাখ।
    Last Updated: 06-02-2019
  • সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছেন, তাঁদের ন্যূনতম কত টাকা ভাতা দেওয়ার নিয়ম করা হয়েছে?
    Ans: ৩ হাজার টাকা।
    Last Updated: 06-02-2019
  • সম্প্রতি মৌলভীবাজারে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে?
    Ans: শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।
    Last Updated: 06-02-2019
  • বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
    Ans: ৩০ শতাংশ।
    Last Updated: 06-02-2019
  • দেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাচ্ছে?
    Ans: ই-জেনারেশন লিমিটেড।
    Last Updated: 06-02-2019
  • সম্প্রতি কোন দুটি দেশ ইউনেসকো ছেড়েছে?
    Ans: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
    Last Updated: 06-02-2019
  • বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কোন পুরস্কার প্রদান করতে যাচ্ছে?
    Ans: কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার।
    Last Updated: 06-02-2019
  • একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়?
    Ans: ৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।
    Last Updated: 06-02-2019
  • সম্প্রতি ময়মনসিংহের কোথায় অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?
    Ans: ত্রিশালে।
    Last Updated: 06-02-2019
Showing 4081 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events