সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বর্তমান বিশ্বে বন্দরকেন্দ্রিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?
    Ans: পায়রা গভীর সমুদ্রবন্দর।
    Last Updated: 06-02-2019
  • পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী দেওয়া হয়েছে?
    Ans: সোনালি ব্যাগ।
    Last Updated: 06-02-2019
  • সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
    Ans: সোমালিয়া (সবচেয়ে কম ডেনমার্ক)।
    Last Updated: 06-02-2019
  • দুর্নীতিতে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
    Ans: চতুর্থ (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)।
    Last Updated: 06-02-2019
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ১৩তম।
    Last Updated: 06-02-2019
  • বর্তমান মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য কে?
    Ans: কমলা হ্যারিস।
    Last Updated: 06-02-2019
  • টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় কে?
    Ans: রজার ফেদেরার (২০টি)।
    Last Updated: 06-02-2019
  • ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
    Ans: ভারতরত্ন।
    Last Updated: 06-02-2019
  • এ বছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়?
    Ans: ৭০তম।
    Last Updated: 06-02-2019
  • মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে টানা কয়দিন অচলাবস্থা ছিল?
    Ans: ৩৫ দিন।
    Last Updated: 06-02-2019
  • তৃতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্যটি ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেতে যাচ্ছে?
    Ans: নবাবগঞ্জের "ক্ষিরসাপাতা" আম
    Last Updated: 06-02-2019
  • প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: তৃতীয়।
    Last Updated: 06-02-2019
  • মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন কে?
    Ans: সুলতান আবদুল্লাহ।
    Last Updated: 06-02-2019
  • ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্য দেশ কয়টি?
    Ans: ১৮৩টি (এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় ২৬ জানুয়ারি)।
    Last Updated: 06-02-2019
  • সম্প্রতি কোন দেশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় ব্যর্থ হয়?
    Ans: ভেনেজুয়েলা।
    Last Updated: 06-02-2019
  • এ বছর কততম বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলো
    Ans: ২৪তম।
    Last Updated: 06-02-2019
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যমতে ২০১৯ ও ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কত হবে?
    Ans: ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৬ শতাংশ।
    Last Updated: 06-02-2019
  • চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে কততম?
    Ans: নবম (প্রথম চীন)।
    Last Updated: 06-02-2019
  • আন্তর্জাতিক দাতব্য গোষ্ঠী অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারীরা পুরুষদের চেয়ে কত শতাংশ কম আয় করেন?
    Ans: ২৩ শতাংশ।
    Last Updated: 06-02-2019
  • গ্রামীণ সড়ক উন্নয়নে কে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে?
    Ans: এশীয় উন্নয়ন ব্যাংক
    Hints: দেশের ৩৪টি জেলায় গ্রামীণ সড়ক উন্নয়নে ২০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আওতায় ২১ জেলায় ২০১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী এলাকার সড়ক ও ১৩ জেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়ন করা হবে।
    Last Updated: 05-02-2019
  • সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
    Ans: অস্ট্রেলিয়ায়।
    Last Updated: 05-02-2019
  • বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ কোন দেশ?
    Ans: চীন।
    Last Updated: 05-02-2019
  • ন্যাটোর বর্তমান সদস্য কয়টি?
    Ans: ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
    Last Updated: 05-02-2019
  • জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ১৩৬ তম।
    Hints: শীর্ষে নরওয়ে
    Last Updated: 05-02-2019
  • ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি?
    Ans: তেহরিক-ই-ইনসাফ।
    Last Updated: 05-02-2019
  • আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম কি?
    Ans: প্রজেক্ট লুন
    Last Updated: 05-02-2019
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিবের কে?
    Ans: কুমি নাইডো।
    Last Updated: 05-02-2019
  • অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
    Ans: স্কট মরিসন।
    Last Updated: 05-02-2019
  • UADP মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার কত?
    Ans: ৭২.৮০%।
    Last Updated: 05-02-2019
  • OPEC এর বর্তমান সদস্য দেশ কতটি?
    Ans: ১৪টি
    Hints: ওপেকর সদস্য ১৪টি ২০১৮ সালে কঙ্গো প্রজাতন্ত্র যোগ দেয় এর ১লা জানুয়ারি ২০১৯ কাতার নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে।
    Last Updated: 05-02-2019
Showing 4111 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events