সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বিশ্ব বাঘ দিবস পালিত হয় কবে?
    Ans: ২৯ জুলাই। (প্রতিপাদ্য: বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের প্রবৃদ্ধি)
    Last Updated: 29-07-2025
  • বিশ্ব এআই সম্মেলন (WAIC) ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে কোন শহরে?
    Ans: সাংহাই। (সম্মেলনে ৮০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে)
    Last Updated: 29-07-2025
  • থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাত বন্ধে মধ্যস্থতা করছে কোন দেশ?
    Ans: মালয়েশিয়া।
    Last Updated: 29-07-2025
  • বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে কোন দুইটি ভাইরাসকে দায়ী করা হয়?
    Ans: হেপাটাইটিস বি ও সি।
    Last Updated: 29-07-2025
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান সভাপতি দেশ কোনটি?
    Ans: মালয়েশিয়া।
    Last Updated: 29-07-2025
  • বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোনটি?
    Ans: ভারত। (দ্বিতীয় শীর্ষ যুক্তরাষ্ট্র)
    Last Updated: 29-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করে?
    Ans: ২৮ কোটি ডলার।
    Last Updated: 28-07-2025
  • বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে?
    Ans: ২৫টি।
    Last Updated: 28-07-2025
  • জুলাই শহীদ পরিবারগুলোকে স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গৃহীত প্রকল্পের নাম কী?
    Ans: '৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ'
    Last Updated: 27-07-2025
  • ২০২৫ সালের এশিয়া কাপ (পুরুষদের T20 ক্রিকেট) কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: সংযুক্ত আরব আমিরাত।
    Last Updated: 27-07-2025
  • পরমাণু তত্ত্বের জনক কে?
    Ans: জন ডাল্টন। (মৃত্যুঃ ২৭ জুলাই ১৮৪৪)
    Last Updated: 27-07-2025
  • 'শান্তির সংস্কৃতি' বিষয়ক বাংলাদেশের প্রস্তাবটি সর্বপ্রথম কবে গৃহীত হয়?
    Ans: ১৯৯৯ সালে।
    Last Updated: 27-07-2025
  • বাংলাদেশের ১ম ব্যাংক হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে-
    Ans: ব্র্যাক ব্যাংক।
    Last Updated: 27-07-2025
  • বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইংরেজি শেখার অ্যাপের নাম কী?
    Ans: ELSA Speak (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত)।
    Last Updated: 27-07-2025
  • বিশ্বের ১ম উদ্ভাবিত ডেঙ্গু ভ্যাকসিনের নাম কী?
    Ans: Dengvaxia (CYD-TDV).
    Last Updated: 27-07-2025
  • ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে?
    Ans: ৫.১%। (এডিবি)
    Last Updated: 27-07-2025
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন করিডোর বর্তমানে ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে?
    Ans: রাখাইন করিডোর।
    Last Updated: 27-07-2025
  • 'নাহিদ-২' স্যাটেলাইট কোন দেশ তৈরি করেছে?
    Ans: ইরান।
    Last Updated: 27-07-2025
  • সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের ব্যয় কত হবে?
    Ans: ১০৩৫ কোটি ৭৩ লাখ টাকা।
    Last Updated: 27-07-2025
  • চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ হারে শুল্কহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
    Ans: ৩০%।
    Last Updated: 27-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কাঁকড়া রপ্তানি করে কী পরিমাণ আয় করে?
    Ans: ৮৬৭ কোটি ৮৮ লাখ টাকা।
    Last Updated: 27-07-2025
  • বর্তমানে বাংলাদেশ মোট কতটি দেশে কাঁকড়া রপ্তানি করে?
    Ans: ১৭টি। (দেশে মোট উৎপাদনের ৯৮%) [সূত্রঃ ইপিবি]
    Last Updated: 27-07-2025
  • আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) কী?
    Ans: আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।
    Last Updated: 25-07-2025
  • এমারেল্ড ট্রায়াঙ্গল কী?
    Ans: থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকা।
    Last Updated: 25-07-2025
  • ইউনেস্কো ঘোষিত কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে কেন্দ্র করে ২০০৮ সাল থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ চলছে?
    Ans: প্রিয়া বিহার মন্দির
    Last Updated: 25-07-2025
  • জি-৭ জোটভুক্ত কোন দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে?
    Ans: ফ্রান্স (আগামী সেপ্টেম্বরে)।
    Last Updated: 25-07-2025
  • ২০২৫ সালের জানুয়ারি-মে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কত শতাংশ বেড়েছে?
    Ans: ১৭.৬১%।
    Last Updated: 25-07-2025
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী দেশে মোট বৈদেশিক রিজার্ভ কত?
    Ans: ২৪.৯৯ বিলিয়ন ডলার
    Last Updated: 25-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে মোংলা কাস্টম হাউস কী পরিমাণ রাজস্ব সংগ্রহ করেছে?
    Ans: ১,৫৭৮ কোটি টাকা। (বাসস)
    Last Updated: 25-07-2025
  • বিশ্বের মোট ইলিশ উৎপাদনের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?
    Ans: ৮৬ শতাংশ। [সূত্র: মৎস্য অধিদপ্তর]
    Last Updated: 25-07-2025
Showing 121 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events