সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
সব প্রশ্ন, বিস্তারিত ব্যাখ্যা ও আপনার পড়ার ট্যাকিং সেইভ বা উন্নতি দেখতে অ্যাপ ও ওয়েবসাইট লগইন করুণ।
  • যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য শুল্কবিরতি বাড়িয়েছে?
    Ans: ৯০ দিন।
    Last Updated: 12-08-2025
  • ১৯৭১ থেকে এ পর্যন্ত বাংলাদেশে মোট কত বিলিয়ন ডলার এফডিআই হয়েছে?
    Ans: প্রায় ৩০ বিলিয়ন ডলার।
    Last Updated: 12-08-2025
  • বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সমঝোতা স্মারক এবং কয়টি নোট বিনিময় হয়েছে?
    Ans: ৫টি MOU এবং ৩টি নোট বিনিময়
    Last Updated: 12-08-2025
  • দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
    Ans: ৩০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
    Last Updated: 12-08-2025
  • দেশে নতুন ডিজাইনের বিনিয়োগকারীবান্ধব ওয়েবসাইট চালু করেছে কোন প্রতিষ্ঠান?
    Ans: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
    Last Updated: 10-08-2025
  • ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকালে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে?
    Ans: পাঁচটি।
    Last Updated: 10-08-2025
  • রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ৭ম। (১ম- ভারত)
    Last Updated: 10-08-2025
  • ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
    Ans: ব্রাজিলে।
    Last Updated: 10-08-2025
  • কোন দেশ প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করেছে?
    Ans: চীন।
    Last Updated: 09-08-2025
  • সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ?
    Ans: চীন।
    Last Updated: 09-08-2025
  • দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিংক চালু করে কোন দেশ?
    Ans: শ্রীলংকা।
    Last Updated: 09-08-2025
  • অস্ট্রেলিয়া জাপান থেকে কতটি ফ্রিগেট যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা করেছে?
    Ans: ১১টি।
    Last Updated: 09-08-2025
  • বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে?
    Ans: ইতালি (৬১টি)।
    Last Updated: 09-08-2025
  • সৌদি আরব ও কাফকো থেকে সরকার কত মেট্রিক টন কোন সার কিনছে এবং মোট ব্যয় কত?
    Ans: ৭০ হাজার মেট্রিক টন (ডিএপি ও ইউরিয়া); ব্যয় ৫৪৮.৫৪ কোটি টাকা।
    Last Updated: 09-08-2025
  • কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরি করতে চায়?
    Ans: যুক্তরাষ্ট্র। (লক্ষ্য বিদ্যুৎ সরবরাহ)
    Last Updated: 09-08-2025
  • বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম কী?
    Ans: ব্যাংকক ভিশন ২০৩০।
    Last Updated: 09-08-2025
  • পোল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কী?
    Ans: ক্যারোল নাভরোস্কি।
    Last Updated: 09-08-2025
  • সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করছে?
    Ans: ইতালি। (দৈর্ঘ্য- ৩.৩ কি.মি, মোট ব্যয়- ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার)
    Last Updated: 09-08-2025
  • সন্দ্বীপের মেঘনার মোহনায় জেগে উঠা 'সবুজ চর' এর আয়তন কত?
    Ans: ৮০ বর্গকিলোমিটার।
    Last Updated: 09-08-2025
  • সম্প্রতি কোন দেশ চীন-পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে?
    Ans: ইরান।
    Last Updated: 09-08-2025
  • চলতি ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে?
    Ans: ২৯৫৬ কোটি টাকা।
    Last Updated: 09-08-2025
  • বাংলাদেশের বর্তমানে কারাগারের সংখ্যা কতটি?
    Ans: ৭০টি।
    Last Updated: 09-08-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে-
    Ans: ১৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার।
    Last Updated: 09-08-2025
  • সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কী?
    Ans: টাইগার শার্ক।
    Last Updated: 09-08-2025
  • প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায়?
    Ans: চট্টগ্রাম।
    Last Updated: 09-08-2025
  • জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু কতজন?
    Ans: ১৩৩ জন (প্রায়)।
    Last Updated: 09-08-2025
  • সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন ও অক্টোবরের মধ্যে ই-ভিসা চালু করতে যাচ্ছে?
    Ans: দক্ষিণ আফ্রিকা।
    Last Updated: 03-08-2025
  • সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর কত শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দেয়?
    Ans: ১৫ শতাংশ। (নতুন শুল্ক ২০ শতাংশ)
    Last Updated: 03-08-2025
  • বর্তমানে জার্নালভুক্ত জিআই পণ্য কতটি?
    Ans: ৬২টি।
    Last Updated: 03-08-2025
  • ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিল কোন দেশ?
    Ans: স্লোভেনিয়া।
    Last Updated: 03-08-2025
Showing 61 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events